লাইলাতুল মিরাজ

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ০৫ মে, ২০১৬, ০৯:১২:২৪ সকাল



আমাদের দেশের মুক্তচিন্তা বা অসাম্প্রদায়িক চেতনার ধারক দাবিকারি সম্প্রদায়, তাদের টিভি ষ্টেশন এবং তাদের পত্রিকাগুলা বড়ই অদ্ভুত। তারা সানাতন ধর্মের বিভিন্ন পূজা, খ্রিষ্টান ধর্মের বিভিন্ন অনুষ্ঠান, বৌদ্ধ ধর্মের বিভিন্ন প্বণে বা বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎসবে সেই সব ধর্মিয় পোশাক পরে যাবে। ইনিয়ে বিনিয়ে এগুলাকে আমাদের দেশের সংস্কৃতি বলার চেষ্টা করবে, সবার উৎসব বানাবে। ধর্ম যার যার উৎসব সবার জাতিয় উদ্ভট কথা বলবে। টিভিতে নানা অনুস্টান বানাবে। কিন্তু দেশের ৯০ ভাগ মুসলিমদের শবে মিরাজ বা শবে বরাত নিয়ে তারা কিছুই বলবে না, করবে না।

আমরা ছোট বেলায় একটা খেলা খেলতাম নাম স্টাচু! এই খেলার নিয়ম হল একজন স্টাচু বললে অন্যজনকে স্টাচু হয়ে যেতে হবে। সেই খেলার মত কোন এক জাদুবলে এই সময়ে তারাও স্টাচু হয়ে যায়!!

সত্যিই বড় অদ্ভুদ এদের যুক্তি...

তার চেয়েও অদ্ভুত তাদের কাজ...

এই মুক্তচিন্তা নিয়ে আমরা কি করবো!?

আমাদের আম জনতার শুধু হায়দার কাকুর সেই গানটাই মনে পরে--

"মুক্তমন বলে কি যে বোঝাতে চায়, আধো আধো বুঝি তা পুরাটা বোঝা দায় ......

বিষয়: বিবিধ

১০৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File