অতঃপর বাংলা ছিনেমা দর্শন

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১৯ মে, ২০১৫, ০২:০৭:২২ দুপুর

বাংলা ছিঃনেমা দেখার সুযোগ খুব বেশি একটা হয় না। আজ দুপুরবেলা টিভি চালু করতেই বাংলা ছবির পুরা জ্বালালাময়ি একটা দৃশ্যের মধ্যে ঢুকে গেলাম। আ আ আ আ শব্দে সেই রকম করুন সুরে মিউজিক বাজছে। ডুপ্লেক্স বাড়িতে একদিকে রিয়াজ একটি পাতলা শার্ট পরে অনমনীয় ভঙ্গিতে দারিয়ে আছে পাশে এক মহিলা (সম্ভবত তার মা) অন্য পাশে শাবনুর একটি স্লিভলেস কামিজ পরে কেঁদে কেঁদে বলছে "ওগো আমাকে যা বলবে বল, আমার মাকে কিছু বল না"

রিয়াজ চুপ। তার মা তেজস্বী ভাবে বলে উঠলো (শবানাকে) "তোর এত্ত বড় সাপস তুই এমন নষ্টা মেয়ে নিয়ে এই পবিত্র বাড়িতে ঢুকেছিস? "

একথা শুনে শাবানা জ্বালে উঠলো। তার কানের একটি সশব্দে চপেটাঘাত করলো।

এবার রিরাজ নায়কোচিত চিৎকার দিল, আপনার এত্ত বড় সাহস আমার ফুপুকে মারলেন? আপনি কে?![ আগে ভুল ছিলাম উনি রিয়াজের ফুপু, মা না]

সমান শব্দে শাবানও বলে উঠল জানতে চাস আমি কে? তোর আব্বাকে ডাক।

হঠাত দৃশ্যপ্টে স্যুট টাই পরে হাজির নায়ক রাজ রাজ্জাক। [গরমে বাসার মধ্যে কেন এই পোশাক তা সন্দেহজনক, কিন্তু তা আর জানতে পারলাম না] সিঁড়ি বেয়ে নেমে সবার সামনে মাথা নিচু করে দারায়। রিয়াজ বলে আব্বা! কে এই মহিলা বল। নায়ক রাজ চুপ। রিয়াজ আবার চিৎকার করে বলে, যদি বল তাহলে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। এ কথা শুনে রাজ্জাক জ্বলে উঠলেন <এক্কেবারে মেঘ না হতেই সুনামি> রিয়াজকে ৮২ সিক্কার এয়াইসা থাপ্পড় মারলো যে সে দুই উলটান খায়।

থাপ্পড় খেয়ে রিয়াজ বলে বাবা আমায় মারলে?

আমি ঐ মহিলাকে বাসা থেকে বের করে দেবই। এবার দৃশ্যপটে হাজির হয় আলমগির! {কোনদিক দিয়ে ঢুকে বুঝতে পারি নাই} কাঁদোকাঁদো গলায় বলে, বল্টু!! (রিয়াজের নাম) তুমি কাকে বের করে দিতে চাও?! ১০ মাস ১২ দিন যে মা তোমাকে পেটে ধরেছে সেই মাকে!!!!???

আবার সেই আ আ আ মিউজিক বাজতে শুরু করে।।

{ আবেগ আর ধরে রাখতে পারলুম না। চ্যালেন পরিবর্তন করতে বাধ্য হলুম -_- }

বিষয়: বিবিধ

১৩০৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321010
১৯ মে ২০১৫ দুপুর ০২:৫৭
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
321022
১৯ মে ২০১৫ দুপুর ০৩:৫৮
আবু জান্নাত লিখেছেন : বাংলা কাহিনী? Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
321047
১৯ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
শেখের পোলা লিখেছেন : আপনি বড়ই বে রসিক৷ দেশী জিনিষের স্বাদই আলাদা৷ এখন বোঝেন কোন স্বাদে মানুষ ভারতীয়টা গেলে৷ ধন্যবাদ৷
১৯ মে ২০১৫ রাত ০৮:৫৩
262192
চিলেকোঠার সেপাই লিখেছেন : কিছুটা ধরনা করার আইডিয়া পাইছি ঃHappy
321061
১৯ মে ২০১৫ রাত ০৮:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চ্যানেল চেইঞ্জ করে ইন্ডিয়ান টা দেখেন!
১৯ মে ২০১৫ রাত ০৮:৫২
262191
চিলেকোঠার সেপাই লিখেছেন : হুম। সেটাই করি হিস্ট্রি/ডিসকভারি/জিওগ্রাফি তিনটাই ভারতের মাল -_-
321217
২০ মে ২০১৫ দুপুর ০১:২২
নন্টে ফন্টের মামু লিখেছেন : আঁই নন্টে ফন্টের মামু। আঁই এক্কেরে লতুন আইচি। আঁই আন্নের বন্ধু হবার চাই। আন্নে কি আমারে এইহানে গিয়া দেইখ্যা আইবেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File