চলছে বেফাঁস কথা, চলছে চাপাতি এবং একটি সহজ চিন্তা

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১৬ মে, ২০১৫, ১০:২০:০৮ রাত

আবারও চাপাতির আঘাতে একজনের প্রান গেল। এর পক্ষে বিপক্ষে অনেক যুক্তিসঙ্গত যুক্তি রয়েছে। তবে বাস্তবতা হল বাংলাদেশের সমাজ জ্ঞানে, সভ্যতায়, সহনশীলতায় ঐ অবস্থায় পৌছেনি যে স্পর্শকাতর বিষয় নিয়ে অশ্লীল কথা বলবেন তার জন্য সহিংস প্রতিক্রিয়া হবে না। বিএনপি সরকারে থাকলে জিয়া পরিবার আর আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে মুজিব পরিবার নিয়ে অপ্রিয় সত্য বা অসত্য কথা বললে তাদের অবস্থা এই পরিবারদুটির সমর্থকেরা কি করে? চাকরি যায়, মাইর তো হিসাব ছাড়া, সাথে লাল দালান আর ডজন ডজন মামলা। এখন ধর্ম নিয়ে বললে কিছু হবে না এমনটা যারা ভাবেন, তারা আর যাই হোন সমাজবিজ্ঞানের জ্ঞানে মহা মূর্খ। যারা ধর্মের ব্যাপারে স্পর্শকাতর তারা ধর্মের প্রতি এই পরিবারদুটির সমর্থকের চাইতেই বেশি অনুগত।

আমি ব্যাক্তিগত ভাবে ধর্মে প্রচন্ড রকম আস্থাশীল একজন মানুষ, নাস্তিক না। হুমায়ন আযাদ, আরজ আলী মাতুব্বর, কার্ল মার্কস, হেগেল বা ডারউইন পড়ে নাস্তিকতার প্রতি ইতিবাচক চিন্তা করার মতও কিছু খুঁজে পাইনি। বরং ঐ একজন মানুষের জীবন ও কর্ম এবং একটি বই পড়ে অসাধারন অনেক কিছু পেয়েছি। বিশ্বাস দাড়িয়ে তৈরি হয়েছে, যার অনেক কিছু হয়তো পালন করি না। এখন কি কই কি লিখলো তা নিয়ে আমার তেমন কিচ্ছু যায় আসে না। আর কার্ল মার্কস, হেগেল বা ডারউইনকে আমি হারুন ইয়াহিয়ার মত কলম দিয়ে উওর দেওয়ার পক্ষে। কিন্তু আমি জানি এমন মনোভব এর মানুষ বাংলাদেশে খুব বেশি নেই। কিন্তু নাস্তিকরা সম্ভবত ভাবেন সবাই এমন।

মিলিয়ন ডলারের প্রশ্ন যা নাস্তিকরা বলে থাকেন, তাদের ভয়ে কি তারা তাদের বাক স্বাধীনতা বন্ধ রাখবেন। যদিও আমি নাস্তিকদের সাথে কোন ভাবেই সহমত না। তবে তাদের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। আমি বলি না, করবেন না বন্ধ কথা বলা। তবে একটু প্রসঙ্গিক কথা যোগ করতে হবে। তা হল বাক স্বাধীনতা চাওয়ার উদ্দেশ্য কি? উওর অবশ্যই মানুষের কল্যাণ করা, সমাজের কল্যাণ। এখন এজন্য আপনাদের সমাজ এবং সমাজের মানুষ সম্পর্কেও একটু জানতে হবে। তাদের নিয়ে পড়তে হবে। আপনি এই সময়ে কোন ভাবেই ধর্ম নিয়ে অশ্লীল কথা বলে বাংলাদেশের সমাজ উন্নতি করতে পারবেন না। উল্টা ক্ষতি হবে। আপনাদেরও সাথে সমাজেও অশান্তি বাড়ে। আপনাদের তাই ধর্মকে অশ্লীল ভাবে আক্রমন না করে মত প্রকাশ করতে হবে। আহমদ শরীফ, আহমেদ সফা বা আব্দুর রাজ্জাক এর মত করে। হিসাবটা খুবই সহজ। আর সরকারের সমাজে শিক্ষা এর মনোযোগ বেশি দেওয়া দরকার। পাশের হার নিয়ে না।

বিষয়: বিবিধ

১০৩১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320437
১৬ মে ২০১৫ রাত ১০:৩৩
নীলাঞ্জনা লিখেছেন : সব সমাজে রাজনৈতিক পক্ষ/প্রতিপক্ষ থাকবেই। ইসলাম শুধু ধর্ম নয়, একটি রাজনীতিও বটে। আপনারা সমাজের সর্বস্তরে নবী মোহাম্মদের জীবনী চাপিয়ে দেয়ার পায়তারা করলে মোহাম্মদকে নিয়ে প্রশ্ন উঠবেই। লম্পট মোহাম্মদের যৌন জীবন, দাসী ধর্ষন, হত্যা, লুটপাট, নারী নির্যাতন, শিশু কামিতা, যৌন বিকৃতি .......... নিয়ে সমাজে হাসি ঠাট্টা হবেই। এটা হজম করতে পারলে ইসলামের রাজনীতি করেন। কোন সমস্যা নেই। কিন্তু সবার মুখ বন্ধ করে মোহাম্মদ/মোহাম্মদ চিৎকার করলে কাজ হবে না।
১৭ মে ২০১৫ দুপুর ০২:২১
261614
চিলেকোঠার সেপাই লিখেছেন : kagu tmi ki mal kaiso na kaibee????
320438
১৬ মে ২০১৫ রাত ১০:৪১
অবাক মুসাফীর লিখেছেন : ভাইয়া, নাস্তিকদের মত প্রকাশের স্বাধীনতায় আমিও বিশ্বাসী। কিন্তু সমস্‌যা হলো, তারা অন্ধ একটা প্রজাতি। সত্‌য বা যুক্তির ধার ধারে না ওরা... আর শেষে যা বললেন তা পড়ে বিষম খেলাম... আমরা বর্তমান শিক্ষা ব্‌যাবস্থায় যে প্রজন্ম গড়ে উঠছি, তারা এ+ প্রজন্ম, ছাগল প্রজন্ম...
এই অবস্থা চলতে থাকলে, আমার ভয় হয়, অদূর ভবিষ্‌যতে মেধা শূণ্‌য হবে যাবে আমাদের দেশ...
১৭ মে ২০১৫ দুপুর ০২:২৩
261623
চিলেকোঠার সেপাই লিখেছেন : যারা গোয়ার অন্ধ তাদের ব্যবস্থা সরকার করবে।
হুম। ঠিক। ভারতের পায়ে পরতে হবে এমন প্রজন্ম তইরি হচ্ছে
320439
১৬ মে ২০১৫ রাত ১০:৫৫
মৃনাল হাসান লিখেছেন : আপনার লেখাটা ভাল লাগল। বাংলাদেশে যদি নাস্তিকরা সংখ্যাগরিষ্ট হত তাহলে তারা নিশ্চয় সব মুসলমানদের হত্যা করত। কারন, তারা জোর করে তাদের মত মানুষের উপর চাপিয়ে দিতে চায়।বাংলাদেশে নাস্তিকরা অতি অতি ক্ষুদ্র একটা গোষ্ঠী, তারা সমাজে মুসলমান হিসাবে বসবাস করে, কিন্তু অন্তরে ভয়ঙ্কর ইসলাম বিরোধী। ব্লগ এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এরা খুব সক্রিয়। এরা যদি কোনদিন তাদের এই গোপন অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে তারা মুসলমানদের হত্যা করবে। যেমন রাশিয়া ও চীনে কমিউনষ্টরা ধর্মবিশ্বাসীদের হত্যা করেছে। আর বললাম, তারা তাদের মত জোর করে অন্যের উপর চাপিয়ে দিতে চায়। উদাহরন্স্বরুপ বলি; বাংলাদেশের সংবিধান নিয়ে কেউ ভিন্নমত পোষণ করেল, অথবা মুক্তিযুদ্ধ সম্পর্কে কারো মন্তব্য তাদের মন মত না হলে তারা খেপে যায়ে এবং মুক্তিযুদ্ধ ও সং্বিধান নিয়ে কারো মন্তব্যের অধিকারকেই তারা স্বীকার করে না। অথচ, ইসলাম ও মুহাম্মদ (স) সম্পর্কে রুচিহীন লেখাকে এরা বলে মুক্তমত, এবং আল্লাহ ও রাসুলকে নিয়ে কুরুচিকর বক্তব্য দেও্যয়ার দাবি করে। তথাকথিত মানবতাবিরোধী আদালতের সমালোচনা করার অধিকার এরা কাউকে দিতে রাজি নয়, কিন্তু মহম্মদ (স)কে গালিগালাজ করবে এবং এই গালিগালাজকে তাদের অধিকার মনে করবে। নাস্তিকরা একটি জঘন্য সম্প্রদায়। এদের কারনেই ৃথিবীতে এত রক্তপাত।
320445
১৬ মে ২০১৫ রাত ১১:৪৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৭ মে ২০১৫ দুপুর ০২:২৪
261625
চিলেকোঠার সেপাই লিখেছেন : Happy
320502
১৭ মে ২০১৫ সকাল ১০:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নাস্তিকরা নিজেরা কিন্তু মত প্রকাশের স্বাধিনতা তে বিশ্বাসি নয়।
১৭ মে ২০১৫ দুপুর ০২:২৪
261624
চিলেকোঠার সেপাই লিখেছেন : হয়তো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File