ওয়াশিক বাবু হত্যা এবং এর প্রতিক্রিয়া
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ০১ এপ্রিল, ২০১৫, ১২:৩৭:৩৭ রাত
আমার মনে হয় কোন ঘটনাকে বিচার করতে হলে আগে দেখা উচিত কেন হচ্ছে এটা। এরপর তা বন্ধে আমাদের করনীয়।
একটা উদাহারন দেই ধরুন প্রচণ্ড আবেগি মা-বাবা ভক্ত কাউকে আপনি যদি ক্রমাগত ব্যাঙ্গ করে বলেতে থাকেন, " তোর মা একটা পোস্টটি**, তোর বাপ তার দালাল" আপনার অবস্থাযে কি হবে তা দেখার জন্য সম্ভবত আপনি আর এই দুনিয়ায় থাকবেন না। আর সেই ছেলে যদি অশিক্ষিত হয় তাহলেতো কথাই নেই।
ওয়াশিক বাবুকে মেরেছে তাদের কাছে ধর্ম নিজের পরিবারের চেয়েও অনেক বেশি প্রিয়। এবং ধর্মকে এর চেয়েও জঘন্য ভাবে আঘাত করা হয়েছে।( আমি উপরে ঘটনার কারন বললাম কেউ দুই লাইন বেশি বুঝে মনে করবেন না আমি এই ঘটনা সমর্থন করি)
এবার আসি আসল কথায়, ইসলাম অনুযায়ি এটা কি ঠিক?
কিছু বিশেষজ্ঞ বলে থাকেন এমন আচরণের শাস্তি মৃত্যুদন্ড। তবে অনেকেই এর বিরোধিতা করেছেন। সম্প্রতি মিশরের গ্র্যান্ড মুফতি শেখ আলী জুমা মৃত্যুদন্ড এর বিরোধিতা করেছেন। এই শাস্তির ব্যাপারটি নিশ্চিত করবে ইসলামি সরকার, ইসলামি বিশেষজ্ঞগন একএ হয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন শাস্তি কি হবে । এ ব্যাপারে সবাই মোটামুটি একমত এটা সরকারের দ্বায়িত্ব, কোন ব্যাক্তির না। সুতরাং আমি সেই সব ইসলামি বিশেষজ্ঞ এর সাথে একমত যারা বলেন এভাবে হত্যা ইসলাম বিরোধী। এবং যারা এহেন কাজ করছে তাদের ধরে যথাযত শাস্তি দেওয়া উচিত।
বিষয়: বিবিধ
১০৬৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নর্দমার কীট হলো অন্ধ ধর্মবিদ্বেষীরা,যারা অহেতুক ধর্মবিদ্বেষ ছড়ায়!
এদের কে হত্যা করার জন্য অবশ্যই রাষ্ট্রীয় ফরমানের প্রয়োজন আছে! কিন্তু ওদের অন্ধ ধর্মবিদ্বেষের মত ধর্মের প্রতি অন্ধ ভক্তও তো কম নয়!
আপনি এত মুক্ত বা স্বাধীন নন যে শেখ হাসিনার অফিসে কোন পারমিশন ও চেকিং ছাড়াই চলে যেতে পারবেন । আপনাকে একটা রীতি মেনেই সেটা করতে হবে ।
হাসিনাকে গালি দিলে সেটার যেই শাস্তি হয় সেটা কি মুক্তমনারা না জানে না ? মানে না ?
ধর্মের ব্যাপারে এসব তো আরও বেশী সিরিয়াস হবার কথা
মন্তব্য করতে লগইন করুন