শেখ মুজিবুর রহমান এর জন্মদিন
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১৭ মার্চ, ২০১৫, ০১:৪০:৩৮ রাত
আমাদের দেশের মানুষের একটি বড় সমস্যা হল, যখন কাউকে উপরে উঠাই একদম আসমানে আবার যখন নিচে নামাই তখন বালির ৩২ হাত নিচে। এর প্রকৃষ্ট উদাহারন বিদ্যাসাগর। তাকে উঁচুতে না রীতিমত সাধু/সন্ন্যাসী বানিয়ে দিয়েছি, তিনি সাঁতরে নদী পার হয়েছে এই (গাঁজাখুরি) গল্পটা প্রচার করি। শেখ মুজিবুর রহমানকে নিয়ে একই অবস্থা। অনেকে তাকে বানিয়েছে ফেরেশতা (সম্ভবত ব্যাবসায়িক উদ্দেশ্যে) আর অনেকে......।
একটা ব্যাপার আমাদের বোঝা উচিত, তিনি হযরত মুহাম্মাদ সা. না, যীশু না, বুদ্ধ না, কনফুসিয়াস না কিংবা হযরত উমরও না। আপনি তার শাসনকাল নিয়ে অনেক প্রশ্নই করতে পারেন। হয়তো যোক্তিকও। কিন্তু এটা অস্বীকার করার কোন উপায় নেই বাংলাদেশের স্বাধিকার আন্দোলন এ তার ভূমিকা। যুদ্ধের পর ভারত এবং মুসলিম বিশ্বের সাথে তার কুশলী কূটনৈতিক নীতি। এবং সম্ভবত বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে কোন নেতাই পুরা জাতিকে এতটা একতাবদ্ধ করতে পারেন নাই। কেউ না। এবং বর্তমানে দেশের যে অবস্থা ( ১৪ দল এবং এমনকি ২০ দল উভয়েরই দৃষ্টিতেও) তা থেকে মুক্তির জন্য শেখ মুজিবুর রহমানের মতই একজন গনমানুষের নেতা দরকার। । আজ এই নেতার জন্ম দিন। আল্লাহ তাকে শান্তিতে রাখুন। আমিন। । তানিম ভাইয়ের কবিতার একটা অংশ জুরে দিলাম।
...মুজিব তুমি আবার জন্ম নাও, দেখে যাও,
বিয়াল্লিশ বছরের করুণ ইতিহাস
সামরিক, স্বৈরাচার আর নির্বাচিত নাৎসীর ইতিহাস
গণতান্ত্রিক একনায়কের ইতিহাস।
দুর্নীতি দুর্বৃত্তের দাফন দিয়ে
বন্দুকযুদ্ধের বিপর্যয় থামাও।
লিমনদের পায়ে যদি আরেকটা গুলি চলে
তোমার ক্ষেপণাস্ত্র আঙুল উঁচাও।
মুজিব তোমার ‘অসমাপ্ত আত্মজীবনী’ পূর্ণ করো
তোমার চারপাশের চাটুকারের চত্ত্বর ছেড়ে
স্তুতিবাজ দালালের দেয়াল ভেঙে
পূজনীয় দেবতার আসন থেকে
তুমি আবার নেমে আসো গণমানুষের রেসকোর্সে।
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাড়ে ৭ কোটি কম্বলের মধ্যে আমারটা কৈ ?''
মন্তব্য করতে লগইন করুন