ধর্ম যার যার উৎসব সবার এবং একজন হিন্দুর একটি মন্তব্য
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ০৮ মার্চ, ২০১৫, ১২:৪৭:০৩ রাত
ছবিটি না দেখে মার্ক করা মন্তব্যটি পড়ুন।
(মন্তব্যেটি হলঃ একটা কথা জানেন? এগুলো সব বাইরেরে পোলাপান, একটাও হিন্দু না। আর শাঁখারিবাজার এর মাইয়ারা রাস্তায় নামে না সকালে (নামলেও চিপায় থাকে) ঘটনাটা আমার সামনেই হইছে,, ঘেন্না লাগছিলো। হারামজাদারা নিজেগোর ধর্মের ১২ টা বাজাইছে সাথে আমাগো ধর্মের অনুষ্ঠানে আইসা ফাত্রামি মারাইতাছে )
কিছু বলারও ভাষা হারিয়ে ফেলেছি। আরও কিছু ছবি দেখলাম.।.।.।
কিছু দিন পর পর বিভিন্ন ধর্মীয় উৎসব যায়, এগুলোতে অনেক কিছুই হয় যা হওয়া মোটেও উচিত না। কিছু মানুষ এটা নিয়ে লেখা লিখি করে। তবে অবস্থায় উন্নতি খুব একটা হচ্ছে না।
হলি একটি ধর্মীয় বিশ্বাসের অংশ। যা আমি বিশ্বাস করি না তাতে অংশ নেয়া, বাহ্যিক দিক দিয়ে কপটতা, ধর্মীয় দৃষ্টিতে নিষিদ্ধ (আমরা থোরাই কেয়ার করি)। এবার আমি এগুলো নিয়ে কোন পোস্ট দেব না বলে ঠিক করেছিলাম। তবে শেষ পর্যন্ত দিচ্ছি, কিছু ছবি দেখলাম হিজাব পরা মেয়েরাও রাধা এবং গোপী সেজে তাদের কৃষ্ণের সাথে রং লীলায় মত্ত হয়েছে। এত বেশি রং লাগিয়েছে সারা অঙ্গে, (শ্রী কৃষ্ণকীত্তন এ যেমন বর্ণনা) আমার সন্দেহ আছে সয়ং গোপীও এত রং লাগিয়েছিল কিনা।
আগে আমার বিশ্বাসের কাউকে এসব উৎসব উদযাপন করতে দেখলে খারাপ লাগতো, এখন আর লাগে না। তবে যারা পোশাকে অন্তত ইসলামকে ধারন করে তাদের এই সব লীলায় মত্ত দেখলে খারাপ লাগে। কি জানি কিছুদিন পর হয়তো এটাও লাগবে না....
বিষয়: বিবিধ
১৩৮৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান যারা দেয় তাদের তাদেরকে আগামী কোরবানির সময় সমানে গরুর গোস্ত খাইয়ে উৎসব করতে হবে।
অবশ্য অনেকে জেনি কাবাবে গেলে ওসব ভুলে যায়।
হিজাব এখন অনেকের কাছে একটা অত্যাধুনিক ফ্যাশন। তাই তাতে অবাক হওয়ার কিছু নেই। হা যদি পর্দানশীল মেয়ে লীলাখেলায় মত্ত হয় তখন সত্যি দুঃখের সীমা থাকে না। কিন্তু শুধু মাথাটাকে ঢেকে গলা মুখ থেকে পায়ের তলা পর্যন্ত বিশেষ বিশেষ অঙ্গ প্রদর্শন করলে তাকে আমি পর্দানশীল বলতে পারি না।
যতদিন হাসিনার হাতে থাকবে দেশ, এইসবও চলবে বেশ।
মন্তব্য করতে লগইন করুন