বাংলাদেশে নিরপেক্ষতার বিড়ম্বনা

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ০৪ মার্চ, ২০১৫, ১২:৩৭:৩৮ রাত

বাংলাদেশ সবচেয়ে সমস্যায় আছে ছাগলের তিন নম্বর বাচ্চা গুলো। আপনি নাস্তিক হন- মুক্তমনা, অস্প্রদায়িক, বিজ্ঞান মনস্ক ইত্যাদি অনেক সুন্দর সুন্দর উপাধি পাবেন। এদের বিরধী হন- শহীদ, মুজাহিদ, ইত্যাদি উপাধি পাবেন। আপনার পক্ষেও প্রচুর মানুষ পাবেন। কিন্তু যখনই নিরপেক্ষ হবেন তখনই বিশাল বিপদ। দুইপক্ষ থেকেই আপনার কপালে ধোলাই ছাড়া আর কিছুই বরাদ্দ নাই।

আপনি নাস্তিকদের গিয়ে বলবেন, “ভাই আপনারা ধর্ম এবং নবীদের নিয়ে এত নোংরা ভাষায় কথা বলবেন না। তারা এসব ব্যাপারে খুবই আবেগি। এগুলো তারা নিতে পারবে না। এসব কথা শুনলে তারা উল্টা পাল্টা কিছু করতে পারে। নোংরা কথা না বলে যা করার করেন”। উওর পাবেন- আপনি আমাদের শেখাতে আসবেন না। আমারা জানি কিভাবে অন্ধকার দূর করতে হয়, কিভাবে নতুন দিন আনতে হবে লাব লাব লাব।

আপনি বিপরীত দলের কাছে গিয়ে বলবেন, “ভাই ওদের ছেড়ে দেন। ওদের কথায় গুরুত্ব দিয়েন। আল্লাহ এই বিশাল মহাজগত এর মালিক। পৃথিবীর মত একটা পুঁচকে গ্রহতে বসে কয়েকটা মানুষ আল্লাহ নামে কিছু বললে কিচ্ছু যাবে আসবে না। তাদেরকে তাদের মত ছেড়ে দেন”। উওর পাবেন- হুম এদের অসভ্যতা বরদাশত করবো না। আমাদের ধর্ম শেখাবেন না, আমারা জানি কি করতে হয়। আমারা এটা করবো ওটা করবো লাব লাব লাব...।।

মন্তব্যঃ কোথায় যাই কার কাছে যাই। আমাদের কথা বলার স্বাধীনতাটুকু নেই, মত প্রকাশ করতেও ভয় লাগে, কারন তদের দুই দলেরই সাহয্যকারী আছে, উপরে মানুষ আছে। যা ইচ্ছা কর ভাই। তোমরা যা ভাল বুঝ। খেলারাম খেলে যা।

বিষয়: বিবিধ

১১৯২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307139
০৪ মার্চ ২০১৫ রাত ০১:৫৪
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ
০৫ মার্চ ২০১৫ রাত ১২:১১
248566
চিলেকোঠার সেপাই লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
০৫ মার্চ ২০১৫ রাত ১২:১১
248567
চিলেকোঠার সেপাই লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
307177
০৪ মার্চ ২০১৫ দুপুর ১২:০১
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আল্লাহ কে কষে গালাগালির জন্যই নিরেপক্ষতার ভান করে। নিরপেক্ষ মানেই দুই নম্বরী মতলব বাজ।
- দৃশ্যত, বুঝাতে চায় সে হিন্দু নয় আবার মুসলমানও নয়, সে নিরপেক্ষ!
- মুলত, যে মুসলমান নয়, সে হিন্দুই, সে কোন নিরপেক্ষ নয়!
- বস্তুত, সে ইসলামের সমালোচনায় পঞ্চমুখ, অন্য কোন কিছুর সমালোচনা যেন করতেই জানেনা।
- প্রকৃত, যে দাবী করে সে নিরপেক্ষ, সে একজন খোদার দুষমন।
০৫ মার্চ ২০১৫ রাত ১২:১৪
248568
চিলেকোঠার সেপাই লিখেছেন : ভাই এত সহজে মন্তব্য করে ফেললেন? করার আগে একটু ভাববেন কাকে বলছেন কথা গুলো। আপনার ইসলাম সম্পর্কে কতটা জ্ঞান আছে? যাক সেটা আপনি ভাল জানেন তবে আপনার "খোদা" শব্দটি ব্যবহার দেখে এটা আন্দাজ করতে পারি আসলে কতটা হতে পারে.।.।.।.।।
০৫ মার্চ ২০১৫ দুপুর ১২:১১
248599
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আপনি আমার কথায় দুঃখ পেলেন! পৃথিবীতে নিরপেক্ষ বলে কোন কথা নাই। নিরপেক্ষ থাকাই মানে বিপদকে আলিঙ্গন করা। শুনতে আশ্চর্য্য লাগলেও সত্য হল স্বয়ং আল্লাহও নিরপেক্ষ নন! নবীরা নিরপেক্ষ ছিলেন না। সৎ ও ভাল মানুষ সর্বদা হকের পক্ষে, অন্যরা বাতিলের পক্ষে। সে জন্য মানুষকে একটা পক্ষে থাকতেই হবে। পৃথিবীতে দুটো পক্ষ, কোন নিরপেক্ষ নাই।

আপনি আপনার কথাগুলো ভাল লক্ষ্য নিয়েই বলেছেন, আমি আপনাকে হেয় করার জন্য মন্তব্য করিনাই। দেশে আমরা যদি বস্তুতই সত্য ও কল্যাণের পক্ষে কাজ করতাম তাহলে আজকে আপনি যে দুঃখ ভরা মন নিয়ে এই প্রতিবেদন লিখেছেন, সেটা লিখতে হতনা। কেননা আ্পনি নিজেও সত্য ও কল্যাণের পক্ষের লোক। ধন্যবাদ।
০৬ মার্চ ২০১৫ রাত ০১:০৪
248690
চিলেকোঠার সেপাই লিখেছেন : আপনি যেগুলো বলেছেন সেগুলো খুব খেলো কথা এবং খুবই সুবিধাবাদী কথা। আমি নিশ্চত না আপনি নিরপেক্ষ শব্দটির সজ্ঞা কি আপনার কাছে। আপনি নবী রাসুল স এর অনুসারি বলে কি করতে চান? জামায়াত শিবির এর লোকেরা এই কথা বলে হরতাল বা ভাঙচুরকে জাস্তিফাইড করছে।
০৬ মার্চ ২০১৫ রাত ০১:০৪
248691
চিলেকোঠার সেপাই লিখেছেন : আপনি যেগুলো বলেছেন সেগুলো খুব খেলো কথা এবং খুবই সুবিধাবাদী কথা। আমি নিশ্চত না আপনি নিরপেক্ষ শব্দটির সজ্ঞা কি আপনার কাছে। আপনি নবী রাসুল স এর অনুসারি বলে কি করতে চান? জামায়াত শিবির এর লোকেরা এই কথা বলে হরতাল বা ভাঙচুরকে জাস্তিফাইড করছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File