মুসলিম উম্মাহ এর ইতিহাসে এটি অন্যতম বড় দুর্যোগ এর দিন

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:৫২:৪৯ রাত

আজ থেকে ঠিক ৭৫৭ বছর ৭ দিন আগে ১২৫৮ সালের ১০ ফ্রেবুয়ারি, হালাকু খাঁ এর নেতৃত্বে মঙ্গলরা মুসলিম খেলাফতের রাজধানী এবং সেই সময়ে জ্ঞানে, ঐশ্বর্যে, মানবতায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর বাগদাদ আক্রমণ করে। কয়েক লক্ষ মানুষ হত্যা করে। উল্লেখ্য তখন কোন রকম মরন অস্ত্র ছিল না। তারা লিটারেলি তলোয়ার, বর্শা, এবং লাঠি দিয়ে হত্যা করে। বাগদাদদের অসাধারন স্থাপত্য, মসজিদ, বিশ্ববিদ্যালয়, বাড়িঘর যা ছিল সে সময়ের সর্বশ্রেষ্ঠ, জ্বালিয়ে দেয়। বাগদাদের কেন্দ্রীয় লাইব্রেরী যাকে House of Knowledge বলা হত, তারা ধংস্ব করে। কয়েক কোটি দুষ্প্রাপ্য বই এর ভলিউম তারা পুড়িয়ে ফেলে। এই বই এর ছাইয়ে দুর্দান্ত ফেরাত নদীর স্রোত থেমে যায়।তারা ছিল বর্বর এবং অসভ্য ভাবেছিল বইগুলো জাদুর উপকরণ এবং লাইব্রেরিয়ান জাদুকর। আব্বাসিয় খলিফা তার পরিবার সমেত হত্যা করে। এবং এর মাধ্যমে আব্বাসিয় খেলাফতের অবসান হয়। মুসলিম উম্মাহ এর ইতিহাসে এটি অন্যতম বড় দুর্যোগ এর দিন।।।।

বিষয়: বিবিধ

১১৭২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304998
১৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য।
বাগদাদের "বায়তুল হিকমা" এর গবেষনাগার ও লাইব্রেরি ছিল সমগ্র বিশ্বের জ্ঞানের কেন্দ্র। কিন্তু দুর্ভাগ্য! যে বায়তুল হিকমা তে বানু মুসা ভাতৃবৃন্দ্র,আল-যারকালি,আল যাযারি রা বিজ্ঞান ও প্রযুক্তির নতুন দিগন্ত স্থাপন করেছিলেন এই আক্রমন এর সময় তা ব্যস্ত ছিল পাগড়ি দৈর্ঘ কতটক হওয়া সুন্নত এই বিতর্কে!
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:১৩
247057
চিলেকোঠার সেপাই লিখেছেন : হুম :(
305000
১৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:১৬
সজল আহমেদ লিখেছেন : ধন্যবাদ আপনাকে এই দিবসটার কথা স্মরন করিয়ে দেয়ার জন্য।দিনটা সত্যিই মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত দুঃখের।ইতিহাসে মঙ্গোলিয়ানরা আদীকালের অসভ্য জংলি বর্বর ,অশিক্ষিত,কুসংস্কারপন্থি একটা জাতী।এই মঙ্গোলিয়ানদের জনক চেঙ্গিস খান ও বিনা কারনে হাজার হাজার মানুষ মেরেছে।
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:১৫
247058
চিলেকোঠার সেপাই লিখেছেন : তবে এরা কিন্তু পরে ইসলাম গ্রহণ করে এবং এদের মধ্য থেকেই জন্ম নেয় আওরঙ্গজেব, বাবর এর!!
২১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৪৬
247097
সজল আহমেদ লিখেছেন : ভাই আমি বলেছি আদিমকালের বর্বর ।আদিমকালের বর্বর হলে তারা যে পরবর্তীতে সুসভ্য হবেনা এমন কোন কথা নাই ।যেমনা ছিল আরব বেদুইনরা ।এরা রাসুলুল্লাহ্ সাঃ এর সংস্পর্শে আসার আগে ছিল ডাকাতের দল ।
305001
১৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:১৭
মোতাহারুল ইসলাম লিখেছেন : বাগদাদ আবার আক্রান্ত হয়েছে, এবার ধ্বংস হয়েছে মিউজিয়াম। যারা প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে তারা আজ সন্ত্রাসী।
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:১৫
247059
চিলেকোঠার সেপাই লিখেছেন : :(

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File