মোহাম্মদ কামারুজ্জামান এর ফাঁসি নিয়ে অ্যামেরিকার অবস্থান এবং একটি মন্তব্য
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১৩ নভেম্বর, ২০১৪, ০৮:৪৮:৪৫ রাত
খবরঃ অ্যামেরিকা জামায়াত নেতা মোহাম্মদ কামরুজ্জামান এর ফাঁসি স্থগিত চেয়েছে। জামায়াত এর বিভিন্ন মিডিয়া, ব্লগ এবং পেজ গুলো এটা ফলাও করে প্রচার করছে। <ইতিপূর্বে জামায়াত এর অপর নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি না দিতে পিএম কে অ্যামেরিকার দ্বিতীয় ক্ষমতাধর ব্যাক্তি জন কেরি ফোন করেছিল।>
মন্তব্যঃ খবরটা দেখে হাসবো নাকি কাঁদবো বুঝি না। ইসলাম শব্দটির প্রতি আমার একটি সফট কর্নার আছে। জামায়াত প্রচার করে তারা খাঁটি মুসলিম। তারা নাকি ইসলামি দল। অথচ মুসলিম তথা ইসলামের সবচেয়ে পরিক্ষিত এবং ভয়ংকর শত্রু। কোটি কোটি মুসলিমের রক্তে যাদের হাত রঞ্জিত। যাদের ব্যাপারে নবীজি সা অনেক বার সতর্ক করেছেন। এমনকি আল্লাহ তায়ালা পবিএ কুরআনে সতর্ক করে দিয়েছেন। সেই ইহুদিবাদি নিয়ন্ত্রিত হোয়াইট হাউজের সাথে জামায়াতের সবচেয়ে ভাল সম্পর্ক। জন কেরি এর মত মহাক্ষমতাবান বাক্তি বাংলাদেশর মত একটা পুঁচকে দেশের প্রধান মন্ত্রীর কাছে একবার অপমানিত হওয়ার পরও জামায়াতের জন্য আবার সুপারিশ করছে। এই হল ইসলামি দলের অবস্থা………
জামায়াত এর কথা এই বিচারের রাজনৈতিক ব্যাপার আছে তা নিয়ে কিছু বলছি না থাকতেই পারে। অবশ্য বাংলাদেশে এমন কিছু আদেও আছে কিনা আমি জানি না যার রাজনৈতিক দিক নেই।
বিষয়: বিবিধ
১৬২৮ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাসিনা বলেই এসব চাপ টাপ পাত্তা দিচ্ছে না । অন্য কেউ হলে জামায়াতের নেতারা খেলাস পেয়ে যেত ।
আমেরিকার সাথে বরাবরই জামায়াতের হট কানেকশন ছিল এবং আছে । আমেরিকার সাবেক মহিলা রাষ্ট্রদুত মেরি এন পিটার্স ( Ambassador, Bangladesh
Term of Appointment: 09/19/2000 to 08/2003 ) - এর মর্যাদা ছিল রোকন পর্যায়ের । ৪ দলীয় জোট ক্ষমতায় থাকার সময় তিনি জামায়াত নেতাদের পাশে বসে ওয়াজ করতেন । তবে তিনি ইসলাম গ্রহণ করেননি । তার জন্য নিবেদিত বেশ কিছু কবিতা ছাত্র শিবিরের মুখপাত্র ছাত্র সংবাদে ছাপা হয়েছিল । দুইটা কবিতা খুব জনপ্রিয় হয়েছিল । এগুলো লিখেছিল - কায়েস মাহমুদ ও সোলায়মান আহসান । এরা সবাই শিবিরের সদস্য ছিল ।
শিবির ছিল মুর্খ । তাকে ব্যবহার করে আমেরিকার সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিবির চাইলে দখল করতে পারতো । আমি তার সাথে এক বার কথা বলেছিলাম । তিনি বলেছিলেন , শিবির মালয়েশিয়ার আবিমের চেয়ওে মডারেট ছাত্র সংগঠণ । আবিম ছিল আনোয়ার ইব্রাহিমের সংগঠণ । জামায়াতে ইসলামীও মডারেট ও গণতান্ত্রিক ইসলামী সংগঠণ । জামায়াতও তাকে ব্যবহার করতে পারলো না । "
জামায়াত নেতারা যদি সেই সময় তার কথা অনুযায়ী জাতির কাছে ১৯৭১ সালের খারাপ কাজের জন্য ক্ষমা চাইতো আর রাজশাহী ও চট্টগ্রামের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখল করার রাজনীতি বাদ দিয়ে আমেরিকার এম আই টি, ইয়েল ও নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটি দখল করার পরিকল্পনা নিতো, তাহলে বাংলাদেশের রাজনীতি অন্য রকম হতো ।
বেকুব শিবির নেতারা আমেরিকায় যেয়ে ট্যাক্সি ড্রাইভার আর মুদির দোকানী হয় । হায় রে তাদের প্রজ্ঞা ও জ্ঞানের বহর !!! এদের কবে বোধোদয় হবে ???
কামরুজ্জামান কেন জামায়াতের সব নেতাদের জন্য আমেরিকা কেন - ইসরাইলের প্রধানমন্ত্রী ফোন করুক , তাতে আপত্তি করার কিছু নেই । কারণ বর্তমান রাজনীতি ম্যাকিয়াভেলীর দর্শন অনুযায়ী পরিচিত হয় । এতে স্হায়ী শত্রু ও মিত্র বলে কিছু নেই ।
আপনি না হয় বড় কিছু হবেন।
আপনি না হয় বড় কিছু হবেন।
আমি আমার জীবন সাজানোর জন্য আমি শুধু বাংলাদেশকেই গুরুত্ব দেই । কেন গুরুত্ব দেই এই গানটার মধ্যেই তার কারণ বলা আছে : https://www.facebook.com/video.php?v=800341053350656&set=vb.790669470984481&type=2&theater;
কিছু মনে করবেন না!
আপনার লেখা-মন্তব্য দেখলে ঐ প্রবাদ টা মনে পড়ে যায়- " পাগলে কী না কয় আর ছাগলে কী না খায়!"
উপরন্তু আমরা অল্পতেই সব ভুলে যাই । ২০০০ সাল হতে ২০০৪ সাল পর্যন্ত যারা নিয়মিত বিটিভি দেখতো তারা ভাল করেই জামায়াতের দুই মন্ত্রী আর আমেরিকান রাষ্ট্রদুত-কে ভাল করেই দেখতো । আমি চেষ্টা করলে কোন না কোন টিভি চ্যানেলের আর্কাইভ ঘেটে ভিডিও দেখাতে পারতাম । কিন্তু এখন পারবো না । কারণ গণমাধ্যমে আমি কাজ এখন করি না । জামায়াত অগণতান্ত্রিক দল ও অনেকটা লিমিটেড কোম্পানী । এই দলের নেতারা কখনোই অধ:স্তন নেতা-কর্মীদের কথা ও কাজকে গুরুত্ব দেয় না । অথচ তাদের জন্য তারা সমস্যায় পড়ে । আর এজন্য আপনি বলতে পেরেছেন : “উপদেশ দেওয়াও খুব সহজ। জামাত কি করবে সেটা তার ব্যাপার।” তবে জামায়াত বিপদে পড়লে ইহদী - খৃস্টানদের উপদেশই নেয় না , তাদের পা পর্যন্ত চাটে ।
(১)আমি আল বদর বলছি। কে,এম, আমিনুল
ইসলাম।
(২) জামাত রিসার্স পর্ব:এম,এন, হাসান।
(৩) storyofbangladesh.com
এই তিনটাই যথেষ্ট।
ইসলাম ইসলাম এর বই আমি পড়েছি। কল্পনা বই এর একটা বড় অংশ জুরে রয়েছে। জামাত এর মানুষ যেমন ভাবে তেমন ভাবেই লেখা। আপনি মেজর জলিল এর অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা বইটি পড়বেন। আর এম এন হাসান বিখ্যাত মনে হচ্ছে সুতরাং সময় নষ্ট। আর আমি ৭১ নিয়ে কিছু বলিনি এখানে। ভিন্ন মত থাকতেই পারে। আর ভাই জানার জন্য পড়ুন। নিজের মতের পক্ষে যুক্তি খোঁজার জন্য না। । ।
মন্তব্য করতে লগইন করুন