হলুদ সাংবাদিকতা
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১০ নভেম্বর, ২০১৪, ০৮:২৭:০৬ রাত
কয়েক বছর আগে আলপিনে উকিলদের একটা ব্যাঙ্গ করে এমন একটা জোকস এসেছিল। কল গার্লরা টাকা পেলে...
আর উকিলরা টাকা পেলে যেকারো পক্ষে দাড়িয়ে যায়। সাংবাদিকরা অনেক মহান। কিছু সংবাদপএের (বলতে গেলে সব) শিরোনাম বেশ কিছু দিন ধরে লক্ষ করছি যা অবস্থা তাতে।। যেমন আমার সবচেয়ে প্রিয় দৈনিক গুলোর মধ্যে একটি নয়া দিগন্ত {সত্যের সাথে প্রতিদিন} এর গত ২ দিনের ফেসবুক পেজে থেকে কয়েকটা শিরোনাম...
“বিবেককে নাড়া দেয় যে পরকীয়া : লাভলী ইয়াসমিন লিনা। বয়স ২৯। বিবাহিতা। আট ও পাঁচ বছর বয়সী দুই সন্তানের জননী। চলার পথে এক দিন চোখ পড়ে এক যুবকের চোখে। নাম তানভীর আহমেদ। বয়স ১৭ বছর পাঁচ মাস ......................” (১০ নভেম্বর)
“জুকারবার্গ একই শার্ট প্রতিদিন পরেন কেন?”
“বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর নারীদের শরীরে যে উপাদান কম থাকে”
“কেন ধনি না খেয়ে হোটেল থেকে বের হয়ে গেলেন”
বিনোদন পাতার ছবির কথা বলার কোন দরকার নেই। সবাই ভালই জানেন। বিশেষ করে প্রথম আলো এবং বাংলাদেশ প্রতিদিন এর বিনোদন পাতা। এসব দেখে আমার একটি কথা মনে পড়ে। ব্যাপারটা এমন যখন কল গার্ল কাস্টমার পায় না তখন কাস্টমারদের আকৃষ্ট করতে অশ্লীল বাক্য তথা গালা গালি করে.....।
বিষয়: বিবিধ
১০৩২ বার পঠিত, ৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
শয়তান তাদের বুকে ভর করে।
মন্তব্য করতে লগইন করুন