হলুদ সাংবাদিকতা

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১০ নভেম্বর, ২০১৪, ০৮:২৭:০৬ রাত

কয়েক বছর আগে আলপিনে উকিলদের একটা ব্যাঙ্গ করে এমন একটা জোকস এসেছিল। কল গার্লরা টাকা পেলে...

আর উকিলরা টাকা পেলে যেকারো পক্ষে দাড়িয়ে যায়। সাংবাদিকরা অনেক মহান। কিছু সংবাদপএের (বলতে গেলে সব) শিরোনাম বেশ কিছু দিন ধরে লক্ষ করছি যা অবস্থা তাতে।। যেমন আমার সবচেয়ে প্রিয় দৈনিক গুলোর মধ্যে একটি নয়া দিগন্ত {সত্যের সাথে প্রতিদিন} এর গত ২ দিনের ফেসবুক পেজে থেকে কয়েকটা শিরোনাম...

“বিবেককে নাড়া দেয় যে পরকীয়া : লাভলী ইয়াসমিন লিনা। বয়স ২৯। বিবাহিতা। আট ও পাঁচ বছর বয়সী দুই সন্তানের জননী। চলার পথে এক দিন চোখ পড়ে এক যুবকের চোখে। নাম তানভীর আহমেদ। বয়স ১৭ বছর পাঁচ মাস ......................” (১০ নভেম্বর)

“জুকারবার্গ একই শার্ট প্রতিদিন পরেন কেন?”

“বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর নারীদের শরীরে যে উপাদান কম থাকে”

“কেন ধনি না খেয়ে হোটেল থেকে বের হয়ে গেলেন”

বিনোদন পাতার ছবির কথা বলার কোন দরকার নেই। সবাই ভালই জানেন। বিশেষ করে প্রথম আলো এবং বাংলাদেশ প্রতিদিন এর বিনোদন পাতা। এসব দেখে আমার একটি কথা মনে পড়ে। ব্যাপারটা এমন যখন কল গার্ল কাস্টমার পায় না তখন কাস্টমারদের আকৃষ্ট করতে অশ্লীল বাক্য তথা গালা গালি করে.....।

বিষয়: বিবিধ

৯৮২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283022
১০ নভেম্বর ২০১৪ রাত ০৮:৫৮
ফেরারী মন লিখেছেন : সব জায়গায় পত্রিকার কাটতির জন্য অশ্লীলতায় ভরে ফেলছে। মানুষ নয়া দিগন্তকে একটু বিশ্বাস করতো কিন্তু তারাও ইদানিং কাটতির জন্য নানা কাটপিচ ঢুকিয়ে দিচ্ছি।
১১ নভেম্বর ২০১৪ রাত ১২:১২
226352
চিলেকোঠার সেপাই লিখেছেন : সহমত
283027
১০ নভেম্বর ২০১৪ রাত ০৯:১২
হতভাগা লিখেছেন : বেশীর ভাগ পাঠকের রুচির কথা মাথায় রেখে পত্রিকাওয়ালারা এসব খবর ছাপে
১১ নভেম্বর ২০১৪ রাত ১২:১২
226351
চিলেকোঠার সেপাই লিখেছেন : তাই নাকি ভাই???
283079
১১ নভেম্বর ২০১৪ রাত ০১:৪৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সংবাদ দিতে না পারলে কি করবে?

শয়তান তাদের বুকে ভর করে।
১১ নভেম্বর ২০১৪ রাত ০২:১৪
226367
চিলেকোঠার সেপাই লিখেছেন : Happy>-

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File