প্রবাসীরা লক্ষ্য করুন: ভ্রমণ কর বেড়েছে

লিখেছেন লিখেছেন যাযাবর১ ২৬ জুলাই, ২০১৪, ১১:৩৮:৫৩ সকাল

প্রবাসী ভাইবোন যারা দেশে এসেছেন ঈদ উপলক্ষে তাদের জানাচ্ছি, বাংলাদেশ সরকার সম্প্রতি ভ্রমণ কর বাড়িয়েছে। উত্তর আমেরিকার জন্য বর্তমান ভ্রমণ কর ৪,০০০ টাকা (আগে ছিল ৩,০০০ টাকা) আর মধ্যপ্রাচ্যের হার ৩,০০০ টাকা (আগে ছিল ২,৫০০ টাকা)। জুলাই ১ থেকে এই হার কার্যকর হয়েছে। আপনি যদি প্লেনের টিকিট জুলাইয়ের আগে কিনে থাকেন তাহলে সম্ভবতঃ এই অতিরিক্ত কর দেয়া হয় নাই। সেক্ষেত্রে আপনাকে বিমানবন্দরে নগদ টাকায় এই অতিরিক্ত কর পরিশোধ করতে হবে। নতুবা বোর্ডিং পাস দেয়া হবে না। এই অবস্থায় অনেক যাত্রী বিপদে পড়েন কারণ তাদের কাছে এই পরিমাণ বাংলাদেশী টাকা থাকে না। তাই এই তথ্য জানালাম।

বিস্তারিত জানতে ক্লিক করুনঃ http://www.thedailystar.net/business/migrant-workers-hit-by-travel-tax-hike-31145

বিষয়: বিবিধ

১১২৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248346
২৬ জুলাই ২০১৪ দুপুর ১২:৩৪
হতভাগা লিখেছেন : যত রকমের পেইন মানুষকে দেওয়া যায় তার চিন্তাই করে সবসময় কর বিভাগ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File