—পাগলের সূখ মনে মনে—

লিখেছেন লিখেছেন Md Arif ১১ এপ্রিল, ২০১৪, ১০:০৫:১৯ রাত



ভারতে চলছে লোকসভা নির্বাচন। সেই নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষের জল্পনা কল্পনার যেন শেষ নেই। কেউ চাচ্ছে কংগ্রেস আসুক,আর কেউ চাচ্ছে বিজেপি আসুক।

যারা চাচ্ছে কংগ্রেস আসুক তাদের ব্যাপারে কিছু বলার বা তাদের পরিচয় দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করিনা।

কিন্তু অবাক করার বিষয়টা হলো যারা চাচ্ছে বিজেপি আসুক তাদের অবস্থাটা যেন এমন যে "যাহা পাই তাহা ছাইনা, আর যাহা ছাই তাহা যেন ভুল কোরেই ছাই।"

গতকাল ১৯ দলীয় জোট পন্থী দুইজন লোকের মোধ্যে এই বিষয়টা নিয়েই কথা হচ্ছিল। ঘটনাক্রমে আমি তাদের পাশদিয়ে যাচ্ছিলাম। এমন সময় তাদের মোধ্যে একজন ( কাওমি মাদ্রাসা শিক্ষিত তরুণ যুবক) বলছিল "বিজেপি (নরেন্দ্র মোদী) ক্ষমতায় আসলে আওয়ামীলীগ বেকায়দায় পডে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে।কারন আওয়ামীলীগের সাথে কংগ্রেশের বন্ধুত্ব তাই বিজেপি আওয়ামীলীগকে সহযোগীতা করবেনা।"

পাগলের প্রলাপ শুনে না হেসে পারলামনা।

মানলাম আওয়ামীলীগ এর সাথে কংগ্রেসের বন্ধুত্ব তাই বিজেপি তাদের সহযোগীতা করবেনা। তাই বলে ১৯ দলীয় জোটকে যে বিজেপি সহযোগীতা করবে একথাটা তাকে কে বলল?

বরং বিজেপি যে ১৯ দলীয় জোটকে সহযোগীতা করবেনা এটা অনেকটা নিশ্চয়তা দিয়ে বলা যায়। কারন বিজেপি ভারতে কট্টরপন্থী হিন্দ জাতীয়তাবাদী দল হিসেবে পরিচিত। পক্ষান্তরে ১৯ দলীয় জোট বাংলাদেশে ইসলামপন্থী হিসেবে পরিচিত। অন্তত এদিক থেকে বলা যায় বিজেপির সাথে আওয়ামীলীগের জনম জনম দুরত্ব থাকলেও তা সময়ের দাবিতে কমে আসা সম্ভব। কিন্তু কট্টরপন্থী হিন্দুজাতীয়তাবাদী বিজেপির কাছ থেকে ইসলামপন্থী ১৯ দলীয়জোটের সহযোগীতা পাওয়ার আশা মরূভুমির ধূ-ধূ বালির চরে পানির প্রতিভিম্ব দেখে নিশ্চিত প্রতারিত হওয়ার মতই।

তারপরও যারা কট্টরপন্থী হিন্দুজাতীয়তাবাদীদের কাছ থেকে ইসলামপন্থীদের সহযোগীতা পাওয়ার আশা করেন তাদের ব্যাপারে বলব "পাগলের সূখ মনে মনে"

বিষয়: রাজনীতি

৮৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File