বৃষ্টিতে কিছু ভাবনা
লিখেছেন লিখেছেন হামিদাখানম ১৪ আগস্ট, ২০১৪, ০৯:৫৯:১০ সকাল
আজকে শ্রাবনের শেষে বৃষ্টিটা শুরু হয়েছে এমন এক সময়ে যখন ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ও কল কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়েছে।
আমাদের বাসাটা এমন এক জায়গায় যেখান থেকে গার্মেন্টস শ্রমিকদের আসা-যাওয়া স্পষ্ট দেখা যায় আর বৃষ্টির ভিউও এক এক বারান্দা থেকে ভিন্ন ভিন্ন ভাবে পরিলক্ষিত হয়।
বৃষ্টির দৃশ্য দেখতে গিয়ে দেখলাম, বহু গার্মেন্টস মহিলা শ্রমিক বোরখা পড়ে হাতে টিফিন কেরিয়ার নিয়ে বৃষ্টি থেকে বাঁচার জন্য দ্রুত হেটে কর্মস্থলের দিকে যাচ্ছে। কিন্তু পথিমধ্যে তার সমস্ত কাপড় ভিজে গেছে। লক্ষ্য করলাম তাদের হাতে বৃষ্টি থেকে নিজকে রক্ষার জন্য এক্সট্রা কোন কাপড় বা পলিথিন আছে কি-না। কিন্তু নাহ তেমন কিছু দেখলাম না। একটা ছাতা কিনার সামর্থও তাদের নেই। তা ছাড়া বাড়তি টাকা খরচ করে ছাতা কিনে সারা বছর ঘরে রাখা। বছরে কয়দিনইবা বৃষ্টি হয়।
আমার ভাবনার দৃষ্টিতে আমি দেখলাম পোষাক কারখানার এই পোষাক শ্রমিকরা সারা দিন ভিজা কাপড়ে থেকে অন্যের জন্য পোষাক তৈরী করছে। কি বিচিত্র!
বিষয়: বিবিধ
১১৩৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পোষাক কারখানার এই পোষাক শ্রমিকরা সারা দিন ভিজা কাপড়ে থেকে অন্যের জন্য পোষাক তৈরী করছে। কি পোষাক কারখানার এই পোষাক শ্রমিকরা সারা দিন ভিজা কাপড়ে থেকে অন্যের জন্য পোষাক তৈরী করছে। কি বিচিত্র! ....অসাধারণ একটি লাইন ....
মন্তব্য করতে লগইন করুন