কুফফারদের মিডিয়া আগ্রাসন ও তাদের তথ্য সন্ত্রাসের ব্যাপারে আমাদের খুবই সতর্ক হওয়া উচিত।

লিখেছেন লিখেছেন মুফতি যুবায়ের খান রাহমানী। ৩০ অক্টোবর, ২০১৪, ০৯:৫২:১২ সকাল

প্রিয় ভাই ও বোনেরা! আমরা শুধু আমেরিকার রাজনৈতিক ও সামরিক আগ্রাসনেরই শিকার নই আমরা তাদের মিথ্যাচারী আগ্রাসনেরও শিকার। তারা আমাদের কাছে আমাদের সেই সকল ভাইদের সম্পর্কে মিথ্যাচার করে তাদের পুতঃপবিত্র চরিত্রে কালিমা লেপন করতে চাচ্ছে, যারা আমাদের জন্য, এই আপনার ও আমার জন্য এই মুসলিম উম্মাহকে সাম্রাজ্যবাদীদের অত্যাচার থেকে মুক্ত করার জন্য বাবা-মা, স্ত্রী-পুত্র, আপনজন, আরাম-আয়েশ, ধন-সম্পদ সবকিছু ফেলে আল্লাহর পথে নিজেদের জীবন বাজি রেখে লড়াই করে যাচ্ছে। তারা তাদের নামে অবিরাম মিথ্যাচার করে যাচ্ছে, যাতে করে আমাদের অন্তরে সেই সকল মুজাহিদ ভাইদের প্রতি ঘৃণা ও বিদ্বেষের বীজ বপন করতে পারে এবং আমাদের মাঝে দলাদলি ও বিভাজন তৈরী করতে পারে। যেমন আমরা দেখতে পাই যে, দুনিয়াতে যেখানেই কোন ইসলামী দল আল্লাহর জমীনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে যায় তখন তাদের চরিত্র হনন ও তাদের গ্রহণযোগ্যতাকে ভুলুন্ঠিত করার জন্য এমন কোন হীন পন্থা নেই, যা তারা অবলম্বন করেনা। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো যে আমেরিকার মিথ্যাচার ও পশ্চিমা মিডিয়ার আগ্রাসনের শিকার হওয়ার কারণে অনেক নির্বোধ মুসলমানরাও কুফফারদের সুরে সুর মিলায়।

ওহে মুসলিম ভাই ও বোনেরা! পশ্চিমা বা কুফফারদের মিডিয়া আগ্রাসন ও তাদের তথ্য সন্ত্রাসের ব্যাপারে আমাদের খুবই সতর্ক হওয়া উচিত। আমাদের মুসলিম ভাইদের বিরুদ্ধে কুফফাররা যেসব তথ্য দেয় তার উপর কখনোই বিশ্বাস স্থাপন করা উচিত নয়। তথ্য জানার দরকার হলে অবশ্যই তা নির্ভরযোগ্য মুসলিমদের পরিবেশিত উৎস থেকে জানা উচিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেছেন, "হে মুমিনগণ! যদি তোমাদের কাছে কোন ফাসিক কোন সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা অবশ্যই তা যাচাই বাছাই করে দেখবে।যাতে করে তোমরা (ভুল তথ্যের কারণে বিভ্রান্ত হয়ে) কারো উপর আক্রমণ করে না বসো এবং পরিশেষে লজ্জিত হতে না হয়।" একজন ফাসিক বা পাপাচারী মুসলিম কোন তথ্য সরবরাহ করলে তার ব্যাপারেই আল্লাহ তায়ালা বলেছেন, যাচাই বাছাই করে তার তথ্য গ্রহণ করো। ফাসিক মুসলিমের ব্যাপারেই যদি এত সতর্কতা আরোপ করা হয় তাহলে তথ্য সরবরাহকারীরা যদি হয় কাফের, তাহলে সে তথ্যের উপর আস্থা রাখা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারেনা। এটি বুদ্ধিমানের কাজও হতে পারেনা। অতএব আমরা কোন ব্যক্তি থেকে কোন পত্রিকা থেকে কোন টিভি চ্যানেল থেকে কোন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করছি সে ব্যাপারে আমাদের খুবই সতর্ক থাকা উচিত।ওহে মুসলিম ভাই ও বোনেরা! পশ্চিমা বা কুফফারদের মিডিয়া আগ্রাসন ও তাদের তথ্য সন্ত্রাসের ব্যাপারে আমাদের খুবই সতর্ক হওয়া উচিত। আমাদের মুসলিম ভাইদের বিরুদ্ধে কুফফাররা যেসব তথ্য দেয় তার উপর কখনোই বিশ্বাস স্থাপন করা উচিত নয়। তথ্য জানার দরকার হলে অবশ্যই তা নির্ভরযোগ্য মুসলিমদের পরিবেশিত উৎস থেকে জানা উচিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেছেন, "হে মুমিনগণ! যদি তোমাদের কাছে কোন ফাসিক কোন সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা অবশ্যই তা যাচাই বাছাই করে দেখবে।যাতে করে তোমরা (ভুল তথ্যের কারণে বিভ্রান্ত হয়ে) কারো উপর আক্রমণ করে না বসো এবং পরিশেষে লজ্জিত হতে না হয়।" একজন ফাসিক বা পাপাচারী মুসলিম কোন তথ্য সরবরাহ করলে তার ব্যাপারেই আল্লাহ তায়ালা বলেছেন, যাচাই বাছাই করে তার তথ্য গ্রহণ করো। ফাসিক মুসলিমের ব্যাপারেই যদি এত সতর্কতা আরোপ করা হয় তাহলে তথ্য সরবরাহকারীরা যদি হয় কাফের, তাহলে সে তথ্যের উপর আস্থা রাখা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারেনা। এটি বুদ্ধিমানের কাজও হতে পারেনা। অতএব আমরা কোন ব্যক্তি থেকে কোন পত্রিকা থেকে কোন টিভি চ্যানেল থেকে কোন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করছি সে ব্যাপারে আমাদের খুবই সতর্ক থাকা উচিত।

‍‍ ইমাম আওলাকি রহ. এর মনস্তাত্বিক লড়াই থেকে সংগৃহিত

বিষয়: বিবিধ

১১৭২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279569
৩০ অক্টোবর ২০১৪ সকাল ১০:১৪
কাহাফ লিখেছেন :
আমাদের সব চেয়ে বড় সমস্যা হচ্ছে-আমরা অনেক কিছুর খারাপ ফলাফল জানা থাকার পরেও ধোকায় নিপতিত হই!
অনৈসলামিক শক্তির প্ররোচনায় জানা বিষয়েও সন্দিহান হয়ে পড়ি!
মিডিয়ার মিথ্যা-বানোয়াট প্রপাগান্ডায় বিভ্রান্ত হয়ে নিজেদের বিরুদ্ধেই লেগে যাই আমরা মুসলমানেরা!
আল্লাহ সবাই কে হেফাযত করুন,আমিন।
সুন্দর উপস্হাপনার জন্যে অনেক ধন্যবাদ....।
০২ নভেম্বর ২০১৪ রাত ০৯:১৭
224270
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : জাঝাকাল্লাহ
279575
৩০ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫২
ইসলামী দুনিয়া লিখেছেন : আমাদের ক,জন ভাই এ ব্যাপারে সর্তক? তবে হ্যা আমাদেরকেই সর্তক করতে হবে। ধন্যবাদ
০২ নভেম্বর ২০১৪ রাত ০৯:১৯
224272
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
279596
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০২
মোস্তফা সোহলে লিখেছেন : বিষয়টা আসলেই অনেক গুরুত্বপূর্ন।
279611
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪৫
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ। Rose Rose
279698
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৩
দুষ্টু পোলা লিখেছেন : ইসলামী দুনিয়া লিখেছেন : আমাদের ক,জন ভাই এ ব্যাপারে সর্তক? তবে হ্যা আমাদেরকেই সর্তক করতে হবে। ধন্যবাদ
279709
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
কিন্তু আমাদের মাঝে সত্য কে জানার চেষ্টা অনেক কম।
292775
০৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
ফয়জুল্লাহ লিখেছেন : শুকরিয়া আপনার লেখা পড়ে খুব ভালো লাগলো
১৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪২
238917
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : আপনাকেও

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File