তথ্য কমিশন এবং বিচারিক কার্যক্রম

লিখেছেন লিখেছেন তথ্য অধিকার ১৬ মার্চ, ২০১৪, ১১:৪১:২৪ সকাল



তথ্য কমিশন সরকারের মতে স্বাধীন। কিন্তু সেই ২০০৯ সালে শুরু থেকেই নিয়োগপ্রাপ্ত তিনজন তথ্য কমিশনারই হলেন আওয়ামী ঘরানার!!



তাহলে কিভাবে স্বাধীন কমিশন হয়--বুঝে আসেনা আমার!!



প্রথম প্রধান তথ্য কমিশনার ছিলেন আব্দুল আজিজ যাকে তথ্য অধিকার আইনানুযায়ী পদমর্যাদা দেয়া হয় উপমন্ত্রীর, পরের জন মোহাম্মদ জমিরের পদমর্যাদা ছিলো প্রতিমন্ত্রীর এবং এখনকার মোহাম্মদ ফারুকের পজিশন হচ্ছে--কেবিনেট সচিব?



এ কেমন পক্ষপাতদুষ্ট মর্যাদা নির্ধারণপদ্ধতি?



একটা প্রতিষ্ঠানের প্রধানের পদমর্যাদা সরকার ইচ্ছেমত যাকে যেমন খুশী তেমন নির্ধারণ করে দেয়, বাপের জন্মে এমন মজার কাণ্ড দেখিনি ভাই!!



আরো স্বাধীন কমিশন যেমন দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশনও আছে; কিন্তু সেখানে এমন হাস্যকর কাণ্ড কিন্তু নেই?



অথচ তথ্য কমিশন হচ্ছে--একমাত্র কমিশন যেখানে--বিচারকাজও সম্পাদিত হয়। বাদী-বিবাদীর পক্ষে-বিপক্ষে রায়ও হয়ে থাকে।



এই আইনে বলা আছে যে, দেশের দুর্নীতিরোধ, স্বচ্ছতা আনায়ন এবং প্রশসনে জবাবদিহিতাপ্রতিষ্ঠার লক্ষেই এই তথ্য কমিশন।

বিষয়: বিবিধ

১১৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File