বিডি-টুডে কি শিয়াদের পারপাস সারভ করছে?

লিখেছেন লিখেছেন সবুজ সাথী ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০১:৫৯ সন্ধ্যা



অনেকদিন থেকেই লক্ষ্য করছি RTNN, শীর্ষনিউজ এর মত সাইটগুলা রেডিও তেহরান, IRIB.IR থেকে নিউজ শেয়ার করে। যখন এটা সোনারবাংলা নাম ছিল তখন থেকেই আমি এই সাইট পরিচালনাকারীদের ইসলামপন্থী হিসাবেই জানি। কিন্তু এই ব্লগে এত এত মধ্যপ্রাচ্য নিবাসী ব্লগার আছেন এবং উনারা মধ্যপ্রাচ্যের সঠিক খবরাখবর সম্পর্কে বেশ সচেতন আছেন বলেই জানি। অথচ এই সাইটের ম্যাগাজিন অংশ, যা কিনা মুল সাইট, তা ইরান আর শিয়াদের purpose serve করছে অনেক আগ থেকেই। মক্কায় দুইবার দুর্ঘটনার পর এই আক্রমণ অনেক বেড়ে গেছে। বাংলা অনলাইন জগতের ডান-বাম উভয় অংশই দুঃখজনকভাবে শিয়াদের প্রতি সহানুভূতিশীল আর সুন্নী আরবদের ব্যপারে তার ঠিক উলটা। এইটা পশ্চিমা মিডিয়া আর শীয়াদের অপপ্রচার থেকেই হয়েছে তা বলা যায়। ইরান আর শীয়ারা মুখে পশ্চিমাদের প্রতি বাগাড়াম্বর করলেও তলে তলে তাদের ঘনিষ্ঠ বন্ধু। উপরের ছবিটি কিছুসময় আগে নেওয়া। একটা খবর আর আর অখ্যাত এক ইরানপন্থীর অতি নিম্নমানের ফেসবুক স্ট্যাটাস প্রথম পাতায় অনেকক্ষণ ছিল/আছে। এই সাইটের এডমিনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ আপনাদের লক্ষ্য-উদ্দেশ্য আর আকীদা পরিষ্কারভাবে আমাদের জানান। আর যদি নিজেদের আকীদা-ঈমানের উপর আস্থা থাকে তাও বলেন। আমরা আপনাদের purpose serve করতে চাইনা।

বিষয়: আন্তর্জাতিক

১২৩৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343853
৩০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
343856
৩০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : গত সপ্তাহ আমি এই বিষয়ে একটা পোস্ট দিয়েছিলাম সেটা ছিল দুবাই শাসকের ছেলের মৃত্যু নিয়ে ম্যাগাজিনের একটি খবর নিয়ে । আসলে ম্যাগাজিনে কেন যেন এমন হচ্ছে জানিনা। ধন্যবাদ আপনাকে।
343867
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১১
নাবিক লিখেছেন : সহমত।
343876
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:০৮
সত্যের বিজয় লিখেছেন : শিয়ারা নামে মাত্র মুসলমান, বাস্তবে নয়
343886
০১ অক্টোবর ২০১৫ রাত ১২:১৪
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : শিয়াদের ব্যাপারে বেশি লিখুন। মানুষকে সতর্ক করুন। ধন্যবাদ।
343891
০১ অক্টোবর ২০১৫ রাত ০৩:৪০
কাহাফ লিখেছেন :
শিয়াদের বিভিন্ন দল-উপদলের দু'এক ছাড়া সবাই ইসলাম থেকে অনেক অনেক দূরে।
স্বীয় স্বার্থে ইসলামের মুখোশধারী কিছু ব্যক্তিও যদিও শিয়াদের প্রমোট করছে!
আপনার উপস্হাপনার সাথে একমত পোষণ করছি!!
343910
০১ অক্টোবর ২০১৫ সকাল ০৯:৪০
চলাচল লিখেছেন : অনেক ধন্যবাদ পোষ্টের জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File