প্রেম ছড়াকারের কিছু প্রেমময় কবিতা! সাবধান কবি এখনো প্রেমে পরেনি! (১)

লিখেছেন লিখেছেন ইব্রাহিম খলিল আমিদ উরফে মশি ২১ মার্চ, ২০১৪, ১২:৪০:১৭ দুপুর

তোমার জন্য

নীলচে আকাশ আর ডানা মেলা পাখির ঝাক দেখে

হইনি মুগ্ধ যতটা তোমায় দেখে হয়েছি,

মেঘলা আকাশে তাকিয়ে চাইনি বৃষ্টি

যতটা তোমায় মনে মনে চেয়েছি।

কাল বৈশাখির তান্ডবে ততটা পাইনি ভয়

যতটা তোমায় হারাবার কথা ভেবে পেয়েছি,

রাত্রির আকাশে একটু খানি চাঁদের আলো

তোমার রুপ মাধুরী দেখার জন্য চেয়েছি।

রৌদ্রের কাছ থেকে প্রতিটা সময়

নিয়েছি আমি তোমার খোঁজ,

ভালবাসায় নিমজ্জিত আমি তোমার জন্য

বিপন্ন আকাশের নিচেও অপেক্ষারত প্রতি রোজ।

তুমি আছো বলেই হে প্রিয়

হারিয়ে যাই নি আমি বহু দূর,

তীব্র যন্ত্রনার মাঝেও আমি

তোমার জন্য দিয়েছি গানে সূর।

বসন্তের প্রেম

বসন্ত নিয়ে লেখবো না কবিতা

গাইবো না কোনো গান,

দেমাগি মেয়ের জন্য কখনো

দিতে চাইবো না আর জান।

করিবো না প্রেম মরিবো না প্রানে

দিবো না তাহারে কোনো মেইল,

করিবে জানি এই অভাগা

প্রেম সাবজেক্টে ফেইল।

তাতে কি আসে যায়, ভালইতো আছি

মিথ্যে প্রেম ছাড়া

বসন্ত যে মোর কাড়িয়া নিল সব

করিলো সর্বহারা।

ফুটিলো গোলাপ, করিলাম প্রলাপ

দিবো না ফুল খানা তারে,

অতীত কি হায়, কখনো ভোলা যায়

সব মনে আছে হাড়ে হাড়ে।

তাই গাছের গোলাপ গাছেতে রহিয়াছে

উঠাইনিতো তার জন্যে,

আবার বসন্ত আসিলো, তাতে কি আসে যায়

খুজিনাতো তাকে হয়ে হন্যে।

প্রেম ছড়াকার

প্রেম ছড়া লিখে আমি

হয়ে গেলাম ছড়াকার,

সঙ্গী ছাড়া বুড়ো হচ্ছি

বিয়েটা এখন দরকার।

জীবনের এ পথে এসে

কত কিছু করলাম,

সব শেষে কিছু না পেয়ে

ছড়া লেখা ধরলাম।

উপকৃত হল বটে

প্রেমিক পুরুষ যুবতি

কিন্তু এখনো পাইনি আমার

আকাক্ষিত রুপবতি।

কালো ভুরু বড় চোখ

হতে হবে মেয়েটার,

দোয়া কর পাঠক মোর

বিয়েটা হয় যেন এবার।

বয়েসটা বেশি নয়

পন্চাশে দিলাম পা,

ভাল কোনো মেয়ে পেলে

ডেকে দিও এই যা।

ছড়া লিখে বুড়ো হয়ে

হলাম আমি ছড়াকার,

প্রেম ছড়া ছাড়া আমার

সঙ্গীর নেই কোনো দরকার।

(কোথা থেকে জানি এসব ছড়া লেখার থিম আসে!! মাথায় ধরে না..……)

বিষয়: সাহিত্য

২২১৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195764
২১ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৬
শিশির ভেজা ভোর লিখেছেন : অসাম হয়েছে ভাই অসাম । পড়ে ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File