বিড়ালের মত দুধ খাইয়ে যদি বাঘের মত গর্জন করতে বলা হয় তাহলে "মিয়াও" শব্দই বের হবে,
লিখেছেন লিখেছেন shakib ahmed ১৪ মার্চ, ২০১৪, ১১:৩৩:৫৫ সকাল
বিড়ালের মত দুধ
খাইয়ে যদি বাঘের মত গর্জন
করতে বলা হয় তাহলে "মিয়াও"
শব্দই বের হবে, "হালুম" শব্দ বের
হবে না। "হালুম" শব্দ
পেতে হলে গোশত
দিতে হবে।
BCB কে রাজনীতির
থাবা থেকে মুক্ত করুন, দেখবেন
তারাও আফ্রিদির মত "হালুম"
করে গর্জে উঠছে।
বিষয়: বিবিধ
৯৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন