আমার বিয়ের ঠিক পাঁচ দিন আগে এই প্রেমপত্রটা পেয়েছিলাম
লিখেছেন লিখেছেন তুলি মনোয়ারা ২৫ মে, ২০১৪, ০৫:০৮:৫৭ বিকাল
						 
						 তাং-১৭/০৭/২০০৩
প্রিয় তুলি,
পত্রের প্রথমে নাও এই একটা ফুটন্ত গোলাপ।
আজ তোমাকে কিছু কথা বলব,যা এতদিন মনে মনে শান দিয়েছি।
হাঃ হাঃ হাঃ ভয় পেওনা।
মনযোগ সহকারে শোন প্রথম যেদিন তোমায় রাস্তার পাশে দাঁড়িয়ে ফুসকা খেতে দেখলাম বান্ধবিদের  সাথে সেদিনই তোমার প্রতি আমার দূর্বলতা জন্মায়।
তারপর সামিহার সাহায্যে সংগ্রহ করি তোমার বাসার ঠিকানা।
তুমি আমাকে যেদিন বৃষ্টিতে বাসায় পৌঁছে দিতে বল্লে কি যে ভাল লাগছিল তা ভাষায় বোঝাতে পারবনা।তোমার কি মনে আছে রিক্সায় পাশাপাশি দুজনার বসার কথা ঐ দিন।ঐ দিনই তোমাকে আমি বলতে চেয়েছিলাম আমার মনের কথা!কিন্তু রিক্সাওয়ালাটার জন্য পারিনি।
আজ কিন্তু বলেই ছাড়ব হ্যা।
তাহলে বলেই ফেলি কেমন?
রেডি...ওয়ান...টু...থ্রি,
I L O V E Y O U.....
I L O V E Y O U.....
I L O V E Y O U.....
হ্যা আমি তোমাকে ভালবাসি,ভালবাসি,ভালবাসি।বড় বেশিই ভালবাসি।
যদি জিজ্ঞেস কর কতটুকু তবে তার উত্তর জানতে হিমালয়ের দিকে তাকিয়ে থাকবে।হ্যা শুধুমাত্র হিমালয়ের দিকে।
আর হ্যা চিঠির উত্তর পাঠিও মহিনের কাছে।আর লিখলামনা ভাল থাকবে সবসময়।
ইতি সজল
(পত্রটা পাঠিয়েছিল আমার বিয়ের ঠিক পাঁচদিন আগে যখন আমি ছিলাম আরেকজনের বাগদত্তা!তাই  আর পাঠানো হয়নি তাকে চিঠির উত্তর)						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
১৬৭৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য







































পাঠকের মন্তব্য:
তোমাকে সাহস করে আগে বলতে হবে তোমার মনের কথা।
সমস্যা । সমস্যা । সমস্যা । সমস্যা ।
আমারও উপরের ভাইয়ার মতো একই সমস্যায় আছি ।
কি করা যায় ?
হেল্পস আওয়ার-প্লিজ ।
সেকি পুরুষ না মেয়ে?
আমি লেসবিয়ান নও।
এতে কি আপনার সম্মান বাড়লো নাকি কমলো ভাববেন একটু। আর-দেখেন, আপনার এমন বেফাঁস কথা শুনে একজন অলরেডি প্রেমের কায়দা-কৌশল আপনার কাছে শিখতে চেয়েছে।
ভালো লাগলো না!
এইরকম মর্মান্তিক পোস্ট দিয়ে কেন আমাদের মনে কষ্ট দিলেন,, , ?
ভাই সজল "" ইন্নাল্লাহা মা আস সবেরিন ""
আসা করি আপনি অনেক ভাল + ফ্রহেজগার বৌ পাবেন ,
ইন শা আল্লাহ্
মন্তব্য করতে লগইন করুন