আমার বিয়ের ঠিক পাঁচ দিন আগে এই প্রেমপত্রটা পেয়েছিলাম

লিখেছেন লিখেছেন তুলি মনোয়ারা ২৫ মে, ২০১৪, ০৫:০৮:৫৭ বিকাল

তাং-১৭/০৭/২০০৩

প্রিয় তুলি,

পত্রের প্রথমে নাও এই একটা ফুটন্ত গোলাপ।

আজ তোমাকে কিছু কথা বলব,যা এতদিন মনে মনে শান দিয়েছি।

হাঃ হাঃ হাঃ ভয় পেওনা।

মনযোগ সহকারে শোন প্রথম যেদিন তোমায় রাস্তার পাশে দাঁড়িয়ে ফুসকা খেতে দেখলাম বান্ধবিদের সাথে সেদিনই তোমার প্রতি আমার দূর্বলতা জন্মায়।

তারপর সামিহার সাহায্যে সংগ্রহ করি তোমার বাসার ঠিকানা।

তুমি আমাকে যেদিন বৃষ্টিতে বাসায় পৌঁছে দিতে বল্লে কি যে ভাল লাগছিল তা ভাষায় বোঝাতে পারবনা।তোমার কি মনে আছে রিক্সায় পাশাপাশি দুজনার বসার কথা ঐ দিন।ঐ দিনই তোমাকে আমি বলতে চেয়েছিলাম আমার মনের কথা!কিন্তু রিক্সাওয়ালাটার জন্য পারিনি।

আজ কিন্তু বলেই ছাড়ব হ্যা।

তাহলে বলেই ফেলি কেমন?

রেডি...ওয়ান...টু...থ্রি,

I L O V E Y O U.....

I L O V E Y O U.....

I L O V E Y O U.....

হ্যা আমি তোমাকে ভালবাসি,ভালবাসি,ভালবাসি।বড় বেশিই ভালবাসি।

যদি জিজ্ঞেস কর কতটুকু তবে তার উত্তর জানতে হিমালয়ের দিকে তাকিয়ে থাকবে।হ্যা শুধুমাত্র হিমালয়ের দিকে।

আর হ্যা চিঠির উত্তর পাঠিও মহিনের কাছে।আর লিখলামনা ভাল থাকবে সবসময়।

ইতি সজল

(পত্রটা পাঠিয়েছিল আমার বিয়ের ঠিক পাঁচদিন আগে যখন আমি ছিলাম আরেকজনের বাগদত্তা!তাই আর পাঠানো হয়নি তাকে চিঠির উত্তর)

বিষয়: বিবিধ

১৬১২ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226074
২৫ মে ২০১৪ বিকাল ০৫:১৬
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আহারে বেচারার শেষ পরিণতি কি হয়েছিল? আমিওতো একটা মেয়ের প্রেমে পড়ছি। সচরাচর আমি রাস্তাঘাটে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই না কিন্তু গত পরশু একটা অমায়িক মায়াবি মেয়ের দিকে আমার চোখ যায় তাই সঙ্গে সঙ্গেই আমি প্রেমে পড়ে যাই। সে আমার পাশের বিল্ডিংয়েই থাকে কিন্তু আমি কিভাবে তার কাছে যাবো বুঝতে পারছিনা। তাকে কি ডেকে আমার মনের কথা বলবো? কিন্তু সে আবার কি মনে করে সেটা নিয়ে আমি চিন্তিত। আচ্ছা আপু কোনো মেয়েকে কাছে ডেকে মনের কথা বললে কি সে রাগ করবে? Broken Heart
২৫ মে ২০১৪ রাত ০৮:০৬
173139
তুলি মনোয়ারা লিখেছেন : না ভাইয়া সে যদি তোমাকে ভালবাসে তবে মুচকি হেসে ঘরে চলে যাবে অথবা প্রথম প্রথম একটু ছলনা করবে।আমাদের বুক ফাটে তো মুখ ফোটেনা।
তোমাকে সাহস করে আগে বলতে হবে তোমার মনের কথা।
226075
২৫ মে ২০১৪ বিকাল ০৫:২৫
নোমান২৯ লিখেছেন :






সমস্যা । সমস্যা । সমস্যা । সমস্যা ।
আমারও উপরের ভাইয়ার মতো একই সমস্যায় আছি ।
কি করা যায় ?
হেল্পস আওয়ার-প্লিজ ।
Give UpGive UpGive UpGive UpGive Up
২৫ মে ২০১৪ রাত ০৮:০৬
173140
তুলি মনোয়ারা লিখেছেন : উপরে জবাব দিয়েছি দেখে নাও ভাইয়া।
226092
২৫ মে ২০১৪ বিকাল ০৫:৪৯
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
226096
২৫ মে ২০১৪ বিকাল ০৫:৫২
ছিঁচকে চোর লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck দারুণ দারুণ। পুলাটার জন্য কষ্ট হতিছে। আপনারে সে জানপ্রাণ দিয়ে ভালুবাসতো। আপনার উচিত ছিলো হাতের আঙটি ছুড়ে ফেলে দিয়ে সেই পুলার দিকে ছুটা। কারণ এই আপনাকে সুখে রাখতে পারতো।
226117
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
সাগরের ঢেউ লিখেছেন : আচ্চা আপু যার সাথে আপনার বিয়ে হয়েছে সেকি ছেলে নাকি মেয়ে ?
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০০
173112
ছিঁচকে চোর লিখেছেন : হাহাহাহাহা। মেয়েদের কখনো মেয়ের সাথে বিয়ে হয়। এটা কি ধরনের কুশ্চেন।
২৫ মে ২০১৪ রাত ০৮:০৮
173141
তুলি মনোয়ারা লিখেছেন : আপনার বোনকে কার কাছে বিয়ে দিয়েছেন?
সেকি পুরুষ না মেয়ে?
আমি লেসবিয়ান নও।
226124
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
শাহ আলম বাদশা লিখেছেন : ঘটনা সত্যি হলে--বড়ই চিন্তাচেতনা বা নিঃলজ্জকর প্রচারণা। বিয়েপূর্ব প্রেমকাহিনী বা বিয়েপরবর্তী পরকিয়ার কাহিনী এভাবে বলে কেউ পাবলিকলি!! আমার জীবনের নতুন অভিজ্ঞতা!!

এতে কি আপনার সম্মান বাড়লো নাকি কমলো ভাববেন একটু। আর-দেখেন, আপনার এমন বেফাঁস কথা শুনে একজন অলরেডি প্রেমের কায়দা-কৌশল আপনার কাছে শিখতে চেয়েছে।

ভালো লাগলো না!
226159
২৫ মে ২০১৪ রাত ০৮:১১
ভিশু লিখেছেন : ইশ্‌, কি মর্মান্তিক!
226166
২৫ মে ২০১৪ রাত ০৮:২৭
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
এইরকম মর্মান্তিক পোস্ট দিয়ে কেন আমাদের মনে কষ্ট দিলেন,, , ?

ভাই সজল "" ইন্নাল্লাহা মা আস সবেরিন ""
আসা করি আপনি অনেক ভাল + ফ্রহেজগার বৌ পাবেন ,
ইন শা আল্লাহ্‌


229307
০২ জুন ২০১৪ রাত ১২:৪৮
মাটিরলাঠি লিখেছেন : আবার সজল?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File