মহৎ মানুষের দ্বারে!

লিখেছেন লিখেছেন পথের খুঁজে ১২ মার্চ, ২০১৪, ১২:৪৭:৫৪ রাত

আমার একটি ব্লগ একাউন্ট আছে টুডে ব্লগে। কিন্তু অনেকদিন থেকে সেটা ব্যবহার হয় না। কয়েকদিন আগে দেখি একটি ই-মেইল এসেছে ‘এখন থেকে আপনার লেখাগুলো প্রথম পৃষ্ঠায় ছাপা হবে’। শুনে তো আমার ভীমড়ি খাওয়া অবস্থা! ভাবলাম অনেকদিনের স্বপ্ন তাহলে সত্যি হতে চলেছে! তাড়াতাতড়ি লগঅন করতে চাইলাম। কিন্তু হায় ইউজার নেম আর পাসওয়ার্ড ম্যাচ হচ্ছে না! তাই বাধ্য হয়েই আজ এই একাউন্ট করতে হল। বন্ধুরা! তোমরা যদি এই বন্ধুটাকে পুরনো একাউন্টটি একটিভ করে দিতে পার তবে তোমাদের জন্য থাকবে এক নির্মল আনন্দের উপলক্ষ। একজন মানুষের উপকার করতে পারা, তার মুখে হাসি এনে দেয়া- এর চে‘ বড় অনন্দের উপলক্ষ্য হরহামেশা আসে না! প্লিজ. আমার একটি ব্লগ একাউন্ট আছে টুডে ব্লগে। কিন্তু অনেকদিন থেকে সেটা ব্যবহার হয় না। কয়েকদিন আগে দেখি একটি ই-মেইল এসেছে ‘এখন থেকে আপনার লেখাগুলো প্রথম পৃষ্ঠায় ছাপা হবে’। শুনে তো আমার ভীমড়ি খাওয়া অবস্থা! ভাবলাম অনেকদিনের স্বপ্ন তাহলে সত্যি হতে চলেছে! তাড়াতাতড়ি লগঅন করতে চাইলাম। কিন্তু হায় ইউজার নেম আর পাসওয়ার্ড ম্যাচ হচ্ছে না! তাই বাধ্য হয়েই আজ এই একাউন্ট করতে হল। বন্ধুরা! তোমরা যদি এই বন্ধুটাকে পুরনো একাউন্টটি একটিভ করে দিতে পার তবে তোমাদের জন্য থাকবে এক নির্মল আনন্দের উপলক্ষ। একজন মানুষের উপকার করতে পারা, তার মুখে হাসি এনে দেয়া- এর চে‘ বড় অনন্দের উপলক্ষ্য হরহামেশা আসে না! প্লিজ.

বিষয়: বিবিধ

৯৬০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190987
১২ মার্চ ২০১৪ রাত ০৪:৩৫
১২ মার্চ ২০১৪ সকাল ১১:০২
142079
পথের খুঁজে লিখেছেন : Waiting
191033
১২ মার্চ ২০১৪ সকাল ১০:৫২
পথের খুঁজে লিখেছেন : ভাইজান! টেনশনাইয়েন না। কেউ কেউ তো সমাধান দিবেই। হয়ে যাবে ইনশা আল্লাহ।
191323
১২ মার্চ ২০১৪ রাত ০৯:১৬
সজল আহমেদ লিখেছেন : ইমেলটা দিন যেই ইমেলটা দিয়ে খুলেছিলেন।আমার এখানে পাঠান
১৩ মার্চ ২০১৪ রাত ০১:১৪
142389
পথের খুঁজে লিখেছেন : মেইল পাঠিয়েছি। এবার আপনার আশায় রইলুম!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File