*প্রশ্ন ফাঁসের মন্ত্রী*
লিখেছেন লিখেছেন জুনায়েদ বি রাহমান ২৯ নভেম্বর, ২০১৪, ০১:৪৭:১০ রাত
—ණ প্রাইমারি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু।
চারদিকে প্রশ্ন ফাঁসের মরসুম চলিয়াছে।
দিবারাত্রি কোন সময়েই প্রশ্ন ফাঁসের
কামাই নাই। ফেইসবুকে লগ ইন করলেই দেখা যায় পেইজগুলোর এডমিনরা দারুণ ব্যস্ত। দিবা
রাত্রি পেইজগুলো এমনিভাবে ছাত্রদের
কল্যাণে প্রশ্ন শেয়ার করতে থাকে।
এক সময় মাঝরাত্রি পার হইয়া যায়।
সেলিব্রেটি, আটো লাইকার, এড মি আবাল, লাইকার ও সাধারণ ইউজারা চোখ
বুজিয়া ঘুমাইয়া পড়ে।
শেষরাত্রে চ্যাট লিস্ট ক্ষীণ হয়ে আসে। পেইজগুলোর আপডেট তখনও
বন্ধ হয় না। টাইমলাইনে জমতে থাকে প্রশ্নের পোস্ট। কতিপয় ছাত্র সেদিন প্রশ্ন সংগ্রহ
করিতেছিল 100% common exam suggestion হইতে। ১২ জনই
পরীক্ষার্থী। কয়েকটি ছেলে শিক্ষা মন্ত্রণালয়ের পেইজে কমেন্ট করছে।
সেটা নাহিদ টাকলার আই.ডিতে ও show করছে ।
এই মুহুর্তে তিনি শিক্ষামন্ত্রী। তাই
সমস্ত কিছুই তার নিয়ন্ত্রণে।
আগাগোড়া ছাত্ররা লাইক,কমেন্ট,সার্চ
করে শুধু প্রশ্ন সংগ্রহ করার জন্য।
শেয়ারের কল্যাণে সেই প্রশ্ন
ছড়িয়ে যায় সকলের কাছে। এমনি করেই
প্রশ্ন পৌঁছে যায় নাহিদ টাকলার কাছে।
যত প্রশ্নই ফাঁস হোক না কেন তার
একটা সিদ্ধান্তই যথেষ্ট প্রশ্ন পত্র পরিবর্তন
করার জন্য।আর সে তাই করল। তখন
ছাত্ররা বলে,“ প্রশ্নপত্র change।
হালার প্রশ্ন ফাঁস কইরা জুত নাই।”
বিষয়: বিবিধ
৯১৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"হালার পরীক্ষা দিয়া জুত নাই"
কুবের মাঝি/টাকলা
মন্তব্য করতে লগইন করুন