পৃথিবীর সেরা ১০ টি বিস্ময়কর একুরিয়াম
লিখেছেন লিখেছেন বশর সিদ্দিকী ০৬ মার্চ, ২০১৪, ১২:০০:১৩ রাত
একুরিয়ামে মাছ পোষা একটা চমৎকার শখ। অনেকেই এই কাজটা করে থাকেন। বিশেষ করে অবিবাহিত নর নারিরা এইটা বেশি করেন। বিবাহিত পুরুষগন যেটা পুষেন তার পর আর কোন প্রানি পোষার ইচ্ছা থাকে না।
যাই হোক একুরিয়াম বলতে আমরা বুঝি ছোট একটা বাক্সের মধ্যে কিছু পানি এবং তার মধ্যে অল্প কয়েকটা মাছের মন খারাপ করে ঘুরাঘুরি করা। কিন্তু বর্তমানে বিজ্ঞানের অত্যাধুনিক এই জীবন যাত্রায় পরিবর্তন এসেছে এই বিষয়টিতেও। মানে ঠিক উল্টোটা হয়ে গেছে। কাচের দেয়ালে মানুষ চলে গেছে আর মাছ গুলো মনের আনন্দে ঘুরে বেরাচ্ছে।
আজকে এধরনের কিছু একুরিয়াম এর সচিত্র বনর্না তুলে ধরলাম
10. Okinawa Churaumi Aquarium, Okinawa, Japan
এটি জাপানের ওশেন এক্সপো পার্কে অবস্থিত। এটি প্রথম খোলা হয় ২০০২ সালে। দুবাই মলের আগে এটিই ছিল পৃথিবির সবচেয়ে বড় এক্রিলিক গ্লাসের ফ্রেম। একুরিয়ামটির প্রধান পানির ট্যাংকটির নাম Kuroshio Sea যার সাইজ লম্বায় ১১৫ ফিট, প্রস্থে ৮৯ ফিট এবং গভিরে ৩৩ ফিট। মোটামুটি ৭৫ লক্ষ লিটার পানি ধরে এই ট্যাংকটা মধ্যে। এইটা জাইনা রাখেন একটা সুনামি ঘটাইয়া আমাদের পুরা বইমেলা সহ ওই এলাকা ওয়াইপ আউট করার জন্য এই পরিমান পানি যথেস্ট।
এক্রিলিক গ্লাসের যে ফ্রেমটা প্রথম ছবিতে দেখতেছেন এইটা উচ্চতায় ২৪ ফিট এবং লম্বায় ৭৪ ফিট এবং ২৪ ইঞ্চি মানে ২ ফিট পুরু। এই বিষ্ময়কর গ্লাসের ফ্রেমটা ফ্যাক্টরিতে বানাইয়া প্রযেক্টে আনতে একটা দির্ঘ সময় লাগছে। এখানে আপনি হোয়েল শার্ক নামক হাঙ্গর এবং মেন্টা-রে নামক বিশেষ প্রজাতির বিশাল মাছ দেথতে পাবেন। এছারাও এখানে প্রায় ৮০ প্রজাতির সামুদ্রিক কোরাল দেখতে পাবেন।
9. uShaka Marine World, Durban, South Africa
এটি সাউথ আফ্রিকার ডারবানে অবস্থিত। অসাধারন একটা সিভিল ইঞ্জিনিয়ারিং প্রযেক্ট। মুলত এটি একটি থিম পার্ক। প্রায় ৪০ একর জায়গার উপর নির্মিত এই পার্কটিতে প্রায় ৩২ টি আলাদা ট্যাঙ্ক রয়েছে। যাতে রয়েছে দুনিয়া সক সমুদ্রের বিভিন্ন প্রযাতির মাছ। ছোট্ট সি-হর্স থেকে শুরু করে বিশাল হাঙর এবং সুন্দর ডলফিন পর্যন্ত রয়েছে এখানে।
পানির নিচে একুরিয়াম গুলোকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে মনে হবে কোন জাহাজের ধংসাবশেসের ভিতরে চলে এসেছেন। কিছুটা ভিতিকর পরিস্থিতি আনার জন্য কিছু স্থানের ডিজাইন করা হয়েছে জাহাজের ভাঙ্গা অংশের মত করে। এছারা উপরের পার্কে রয়ে খোলা পানি যেখানে সারাক্ষন ডলফিন সাতার কাটে এবং বিভিন্ন উপভেগ্য খেলা দেখায়।
এখানে বেশকিছু রেস্টুরেন্ট রয়েছে এর মধ্যে কার্গোহোল্ড নামক রেস্টুরেন্টটি অন্যতম। এটির টেবিলে বসে খাওয়ার সময় আপনি অনুভব করতে পারবেন আপনার ঠিক ২ফিট পাশেই ঘুরতেছে একটা ভয়ঙ্কর হাঙর।
8. 8. Shanghai Ocean Aquarium, Shanghai, China
এটি চিনের সাংহাইতে অবস্থিত। এই একুরিয়ামটির বিশেষত্ব হচ্ছে এতে বিশ্বের সবচেয়ে লম্বা টানেল রয়েছে। যেটি লম্বায় প্রায় ৫০৯ ফিট। এত লম্বা একটা টানেল এবং এত বিপুল প্রজাতির মাছ থাকার কারনে এটি অন্য একুরিয়াম থেকে অনন্য। টানেলে ঘুরার সময় বেশির ভাগ দর্শনাথি মাছের এই বিশাল রাজ্যে হারিয়ে যান।
প্রায় ৫ একর জায়গার উপর নির্মিত হয়েছে এই একুরিয়ামটি। সবচেয়ে বড় ট্যাংকটির ধারন ক্ষমতা প্রায় ২২ লক্ষ লিটার। পুরো একুরিয়ামটিতে পানি আছে প্রায় ৫০ লক্ষলিটার। এখানে সবেচেয় মজার বিষয় হল পানির রঙ। চিনের এই একুরিয়ামের কর্তৃপক্ষ পানির রঙ ধরে রাখার ব্যাপারে সবসময় থাকে সর্বোচ্চ সতর্ক।
7. Monterey Bay Aquarium, Monterey, California
আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত এই একুরিয়ামটি। এটির মুল আকর্ষন হচ্ছে পুরো ২৮ ফিট গভির ট্যঙ্কটির ভিউ আপনি উপভোগ করতে পারবেন এক সাথে। এত উচু এক্রিলিক গ্লাসের ফ্রেম এটিই প্রথম।
এখানে একসাথে প্রায় ৬৩৫ প্রজাতির ৩৫০০০ সামুদ্রিক উদ্ভিদ এবং মাছ দেখতে পাবেন। যার মধ্যে রয়েছে গভির সমুদ্রের এক প্রজাতির সুউচ্চ গাছ।(ছবিতে দেখা যাচ্ছে)। মজার ব্যাপার হল জায়ান্ট ক্যাল্প নামক এই সামুদ্রিক উদ্ভিদগুলো এই বিশাল ট্যাঙ্কের ভিতরে চাষ করা হয়েছে।
পুরো কমপ্লেক্সটি নির্মান করাহয়েছে একেবারে সমুদ্রের পারে। কারন হচ্ছে সাধারন লবন পানি দ্বারা এর ভিতরকার এত বিশাল প্রানিুকলের জীবন যাপন করানো সম্ভব নয়। তাই প্রতিদিন দিনের বেলায় দর্শনার্থিদের জন্য খুলে দেয়া হয় এবং রাতের বেলায় ট্যঙ্কের ভিতরকার পানি বদল করা হয় সমুদ্রের পানির সাথে। বিষেশ করে জায়ান্ট ক্যাল্প গুলো আসল সমু্দ্রের পানি ছারা বাচে না।
6. L’Oceanografic, Valencia, Spain
স্পেনের ভ্যালেন্সিয়াতে অবস্থিত। মুল নাম City of Arts and Sciences যার ডিজাইন করেন Félix Candela ।
মুলত এই কম্পেক্সটির বাহ্যিক সৌন্দর্য অসাধারন। পুরো কমপ্লেক্সটির নিচেই রয়েছে একুরিয়াম। স্টিল স্ট্রাকাচার এর এই স্থাপনা টির নির্মান শৈলি এতই সুন্দর যে যেকোন ভ্রমনকারির বেশ কিছটা সময় কাটবে শুধু এর বাহ্যিক সৌন্দর্য উপভোগ করতে।
এটি মুলত একটি সমুদ্রিক রিসার্স এবং কালচারাল কমপ্লেক্স। এখানে একুরিয়াম ছারাও রয়েছে বিভিন্ন গবেষনাগার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিভাগের প্রাকটিক্যল কাজের ডিপার্টম্যান্ট এছারা রয়েছে কালচারাল রিক্রিয়েশনাল অফিস এবং অবশ্যই দারুন সব রেস্টুরেন্ট।
৯ টি আলাদা আলাদা টাওয়ার এর মত করে একুরিয়াম টি ডিজাইন করা হয়েছে। দর্শকদের জন্য প্রত্যেকটি ট্যাঙ্কে দুটি ফ্লোর নির্মান করা হয়েছে। এখানে প্রায় ৫০০ প্রাজাতির ৪৫০০০ প্রানি রয়েছে। যার মধ্যে রয়েছে ডলফিন, পেঙ্গুইন, তিমি, হাঙ্গর, কোরাল সহ বিপুল পরিমান সামুদ্রিক মাছ এবং উদ্ভিদ।
5. Turkuazoo, Istanbul, Turkey
এটি তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত। তুরস্ক সহ পুরো মধ্যপ্রাচ্যে এটিই সবচেয়ে বড় একুরিয়াম। এটি মুলত তুরস্কের ফোরাম শপিং মলের নিচে অবস্থিত। পুরো একুরিয়ামটি প্রায় ২৯ টি অংশে বিভক্ত। এর মধ্যে রয়েছে রেইন ফরেস্ট, ট্রপিক্যাল ফরেস্ট এবং ফ্লাডেড সি এর মত চমৎকার সব সেকশন। এখানে রয়েছে প্রায় ২৬২ ফিট লম্বা আন্ডার ওয়াটার টানেল।
এখানে প্রায় ১০০০০ সামুদ্রিক প্রানি আছে যাদের মধ্যে হাঙ্গর থেকে শুরু করে মানুষখেকো পিরানহা পর্যন্ত। এখানকার সামুদ্রিক উদ্ভিদগুলো একেবারেই আলাদা এবং অন্য কোন স্থানে এদের এভাবে দেখতে পাওয়া যাবে না। এছারা রয়েছে সাধারন দর্শকদের জন্য ডাইভিংএর সুযোগ।
এখানে মাঝে মধ্যে মারমেইডও দেখতে পাওয়া যায়। যদিও ইহা কিছু লুল দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে করা হয়েছে। চিন্তা করেন মাছ দেখতেছেন দেখতেছেন হঠাৎ করে একটা আস্ত মারমেইড বিকিনি পইরা আপনার সামনে উপস্থিত তার উপর সেই রকম সুন্দরি।
4. Aquadom, Berlin, Germany
ছবি দেখেই নিশ্চই বুঝতেই পারছেন এটি একটি সিলিন্ডার সাইজের একুরিয়াম। জার্মানির বার্লিনে অবস্থিত। এটি মুলত একটি হোটেলের মুল লবিকে ডিজাইন করার জন্য নির্মিত হয়েছেন। পুরো একুরিয়াম টি উপভোগ করার জন্য রয়েছে একটি স্বচ্ছ গ্লাস নির্মিত লিফট। প্রায় ৩৬ ফিট ব্যাসের এই কাচের জারটি একটি ৩০ ফিট উচু শক্ত বেইজের উপর নির্মান করা হয়েছে। মুল একুরিয়ামটি উচ্চতায় ৮২ ফিট। এর অভ্যন্তরে যাওয়ার জন্য উপরে একটি অবজারভেশন লবি রয়েছে যার সাহায্যে স্বচ্ছ কাচের তৈরি লিফটে প্রবেশ করা যায়।
এখানে ৫০ প্রজাতির প্রায় ১৫০০ মাছ রয়েছে। মাছগুলোকে পরিচর্চা করার জন্য প্রতিদিন ৪-৫ জন ডুবুরি নিয়মিত কাজ করে। এছারাও হোটেলের গেস্টরাও ডুবুরিদের সহায়তায় এখানে ডুবদিতে পারবেন।
3. Georgia Aquarium, Atlanta, Georgia
এটি পৃথিবির সবচেয়ে বড় একুরিয়াম গুলোর মধ্যে একটি। আমেরিকার জর্জিয়াতে অবস্থিত এই একুরিয়ামটি। পুরো একুরিয়ামটি প্রায় ১৩ একর জায়গার উপর নির্মিত। এখানে একই সাথে ভিন্ন ভিন্ন ট্যঙ্কে মিস্টি এবং লবন পানি রয়েছে। প্রায় ১৬৪০০ স্কয়ার ফিটের বিশাল অবজারভেশন বলরুমে একই সাথে ১১০০ মানুষ আনায়সে পুরো একুরিয়ামটি এক সাথে উপভোগ করতে পারে। এত বিশাল একটি ঘরে এত বিশাল সব কাচের দেয়ালের সামনে দারালে অসাধারন এক অনুভুতি চলে আসে। আমেরিকার এক ধনাড্য ব্যাবসায়ি Bernard Marcus একবার তার ৬০ তম জন্মদিন পালন করেন Monterey Bay Aquarium একুরিয়ামের রেস্টুরেন্টে। সেখান থেকেই তিনি সিদ্ধান্ত নেন নিজের এলাকাতে এধরনের একটি একুরিয়াম তৈরি করবেন। তার প্রায় ২৫০ মিলয়ন ডলার এর ডোনেশন এবং ঐকান্তিক প্রচেস্টার ফসল হল এই একুরিয়াম।
এখানে ৫০০ প্রজাতির প্রায় ১ লক্ষ মাছ আছে। এই বিপুল পরিমান মাছ যখন এক সাথে ঘুরে বেরায় তখন তা দেখার মত একটা বিষয় হয়। এখানে রয়েছে বিরল প্রজাতির whale sharks, Beluga whale , এবং Manta ray নামক মাছ।
2. The Deep Aquarium, Hull, England
ইংল্যান্ডের হালে অবস্থিত। এটি মুলত ইংলেন্ডের একটি মিউজিয়াম প্রকল্পের অংশ। প্রায় ২৫ লক্ষ লিটার পানি ধারন ক্ষমতা সম্পন্ন এর ট্যঙ্ক গুলো এবং এর সাথে একটি আলাদা ৯২ টন লবন ধারন ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক রয়েছে। যখনই পানি পরিবর্তনের প্রয়োজন পরে তখন এই ট্যাঙ্ক থেকে পর্যাপ্ত পরিমানে লবন মুল ট্যঙ্কে ছরিয়ে দেয়া হয় এবং একটি কৃত্তিম এবং মাছের জন্য সহনশিল লোনাপানির ব্যাবস্থা করা হয়।
এখানকার বেশকিছু ফিচারের মধ্যে রয়েছে রেস্টিুরেন্ট। খাবার টেবিলের খুব কাছ থেকে মাছ দেখতে পাওয়া এবং তার সাথে পুরো সামুদ্রিক পরিবেশ উপভোগ করা যায়। প্রধান ট্যাঙ্কটি প্রায় ৩৩ ফিট গভির এবং এখানে প্রবেশের জন্য রয়েছে স্বচ্ছ কাচের একটি চমৎকার লিফট।
1. Dubai Aquarium and Discovery Centre, Dubai,
একটা একুরিয়ামের কাজের জন্য টাকার বস্তা ঢেলে দিলে যা হয় আরকি। এটি এই মুহুর্তে একটি অত্যাশ্চর্যজনক কন্সট্রাকশন প্রযেক্ট হিসাবে ধরা হয়। পৃথিবির বৃহত্তম এই শপিং মলের ঠিক নিচেই এই বিশাল একুরিয়াম কাম আন্ডারওয়াটার চিরিয়াখানা অবস্থিত। এখানে কৃত্তিম ভাবে পুরো সমুদ্রের বিশাল সব অতিকায় স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এই একুরিয়ামটি মুলত ২০ বিলিয়ন ডলারের ১৬০ তলা বিল্ডিং প্রযেক্ট বুর্জ দুবাই এর সাথে নির্মিত কমপ্লেক্সে এর একটি অংশ।
এর এক্রিলিক কাচের ফ্রেমটি একন পর্যন্ত গিনেস বুক অফ ওয়ার্ল্ডে এর রেকর্ডে সবচেয়ে বড়। এটি লম্বায় ১০৭ ফিট, উচ্চতায় ২৭ ফিট এবং প্রায় ২.৫ ফিট পুরু। একুরিয়ামটিতে প্রায় ১০ মিলিয়ন লিটার পানি ধারন করে।
এখানে প্রায় ৩৩০০০ হাজার সামুদ্রিক প্রানি রয়েছে। এখানে প্রায় ৪০০ হাঙ্গর রয়েছে এবং তাদের জন্য একেবারে আলাদা একটি টানেল রয়েছে যার নাম শার্ক টানেল। মলে প্রবেশকারি ক্রেতাদের জন্য এর কিছু অংশ
ফ্রি। ২০১০ সালের দিকে হাঙ্গর এর ট্যাঙ্কএ সামান্য লিক দেখা দেয়ায় পুরো মলে একটা বিশাল হুলুস্থুল কান্ড বেধে যায়। যদিও পরে বিশেষজ্ঞরা পরিক্ষ নিরিক্ষা করে আবার ছারপত্র দেন।
এই ব্লগে এটা আমার প্রথম পোস্ট। এই পোস্টটি আগে সামহয়ার ইন ব্লগে আমার একই আইডি থেকে প্রকাশিত। আমি চেস্ট করছি ওই ব্লগটি থেকে আমার সকল লেখা অন্যকোথাও সরিয়ে নেবার জন্য। দেখি ইনশাআল্লাহ চেস্টা করব আমার সকল লেখা গুলো এই ব্লগে নিয়ে আসার জন্য। কস্ট করে পরার জন্য সবাইকে ধন্যবাদ।
বিষয়: বিবিধ
৩৭৬৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন