হ্যাডম থাকলে একখানা প্রতিষ্ঠা করিয়া দেখান
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৬ জানুয়ারি, ২০১৭, ০৮:৪২:১৭ রাত
মাননীয় স্পীকার, ইসলামী ব্যাংক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এমন মহান বক্তব্য ইসলামী ফাউন্ডেশনের ডিজি শামীম আফজাল বললে জাতি লজ্যা পায়।
এমন বক্তব্য সাহারা খাতুনের পক্ষেই কেবল মানায়, কারণ তিনিই এর আগে বলেছিলেন- 3G বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল।
( স্বপ্ন থাকুক আর নাই থাকুক, হ্যাডম থাকলে একখানা প্রতিষ্ঠা করিয়া দেখান, দখল কেন? কেন্দ্রীয় ব্যাংক, শেয়ার বাজার, সোনালী ব্যাংক- হলমার্ক, বেসিক ব্যাংক, ডেস্টিনি লুটপাট করে খেয়েছেন। এখন দখল নিলেন ইসলামী ব্যাংক।
ইসলামী ব্যাংক বাংলাদেশের ১ নম্বর ব্যাংক, যার গ্রাহক সংখ্যা ১ কোটি ১৫ লাখ- যা তিলে তিলে এর সংগঠকদের অক্লান্ত পরিশ্রম, সততা, নিষ্ঠা, আমানতদারীতা, আর মেধার মাধ্যমে এ পর্যায়ে এসেছে- গ্রাহকদের আস্থা অর্জন করেছে।
পারলে একটা করে দেখান, দখলে নিলেন কেন? )
বিষয়: বিবিধ
১০৮৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাজ চালানা কিতনা মুশকিল
মন্তব্য করতে লগইন করুন