সংবিধানের অনুচ্ছেদ ৬৫ (২) ঃ ৫ জানুয়ারি ২০১৪ নির্বাচন

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০৫ জানুয়ারি, ২০১৭, ০৮:৫৫:৪৬ রাত

সংবিধান মতে এই সরকার অবৈধ

সংবিধানের অনুচ্ছেদ ৬৫ (২) মতে,

''একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ হইতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইনানুযায়ী নির্বাচিত তিন শত সদস্য লইয়া এবং এই অনুচ্ছেদের (৩) দফার কার্যকরতাকালে উক্ত দফায় বর্ণিত সদস্যদিগকে লইয়া সংসদ গঠিত হইবে; সদস্যগণ সংসদ-সদস্য বলিয়া অভিহিত হইবেন। ''

বলা হয়েছে ''প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে'', কিন্তু ৫ জানুয়ারি ২০১৪ আওয়ামিলীগের ১৫৩ এম পি অনির্বাচিত হয়ে সংসদ-সদস্য হওয়ায় বর্তমান সংসদ ও সরকার অবৈধ ও আইন বহির্ভূত।

আওয়ামিলীগ বলার চেষ্টা করে যে, বি এন পি নির্বাচনে আসেনি, তাতে কি? তারা নির্বাচন করে সংসদে এসেছে।

কিন্তু আসল কথা হল- বি এন পি আসেনি সেটা নয় বরং সংবিধানের অনুচ্ছেদ ৬৫ (২) মতে এই সরকার বিধি সম্মত নয়।

যদিও বড় একটি রাজনৈতিক দলের জোট ভুক্ত প্রধান প্রধান দল সমুহ ৫ জানুয়ারির ভোটের উপর সঙ্গত কারণেই আস্থা রাখতে পারেনি।

বিষয়: বিবিধ

১০৯৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381160
০৬ জানুয়ারি ২০১৭ সকাল ১০:১৮
হতভাগা লিখেছেন : আমাদের সংবিধান অনুসারে কত % আসন থাকলে সংখ্যাগরিষ্টতা লাভ হয় ? এই সংখ্যাগরিষ্টতা পেলে কি সংবিধান পরিবর্তন করা যায় ? আওয়ামী লীগের কি সেটা ছিল ২০০৯-২০১৩ এ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File