"প্রেম করেছেন ইউসুফ নবী ঈ ঈ ঈ...... সেই প্রেমে জুলেখা বিবি গো ও ও ও ......প্রেমের মরা জলে ডুবে না আ আ আ......"
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৩ ডিসেম্বর, ২০১৬, ০৭:২৩:০৪ সন্ধ্যা
যারা আল্লাহর নবী ইউসুফ আঃ ও জুলেখার মিথ্যা ও নোংরা প্রেমের কাহিনী নিয়ে নাটক ও গান বানিয়েছে, আর যারা এতে বিশ্বাস করে তারা শুধু ইউসুফের আঃ উপর অপবাদই আরোপ করেনা বরং তারা কোরআন অস্বীকার কারী এবং স্বয়ং আল্লাহর সাথে নাফরমানী করে আসছে।
দেখুন আল্লাহ কী বলেছেন কোরআন শরীফে ইউসুফ আঃ সম্পর্কে। আমাদের দেশের মানুষের চিন্তা- বিশ্বাস ও কর্মের আমুল পরিবর্তন প্রয়োজন।
সুরা ইউসুফঃ ২৩-২৯
আর সে (ইউসুফ) যে মহিলার ঘরে ছিল, ঐ মহিলা তাকে ফুসলাতে লাগল এবং দরজাসমূহ বন্ধ করে দিল। সে মহিলা বললঃ শুন! তোমাকে বলছি, এদিকে আস, সে বললঃ আল্লাহ রক্ষা করুন; তোমার স্বামী আমার মালিক। তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন। নিশ্চয় সীমা লংঘনকারীগণ সফল হয় না।
নিশ্চয় মহিলা তার বিষয়ে চিন্তা করেছিল এবং সেও মহিলার বিষয়ে চিন্তা করত। যদি না সে স্বীয় পালনকর্তার মহিমা অবলোকন করত। এমনিবাবে হয়েছে, যাতে আমি তার কাছ থেকে মন্দ বিষয় ও নিলজ্জ বিষয় সরিয়ে দেই। নিশ্চয় সে আমার মনোনীত বান্দাদের একজন।
তারা উভয়ে ছুটে দরজার দিকে গেল এবং মহিলা ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়ে ফেলল। উভয়ে মহিলার স্বামীকে দরজার কাছে পেল। মহিলা বললঃ যে ব্যক্তি তোমার পরিজনের সাথে কুকর্মের ইচ্ছা করে, তাকে কারাগারে পাঠানো অথবা অন্য কোন যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া ছাড়া তার আর কি শাস্তি হতে পারে?
ইউসুফ (আঃ) বললেন, সেই আমাকে আত্মসংবরণ না করতে ফুসলিয়েছে। মহিলার পরিবারে জনৈক সাক্ষী দিল যে, যদি তার জামা সামনের দিক থেকে ছিন্ন থাকে, তবে মহিলা সত্যবাদিনী এবং সে মিথ্যাবাদি।
এবং যদি তার জামা পেছনের দিক থেকে ছিন্ন থাকে, তবে মহিলা মিথ্যাবাদিনী এবং সে সত্যবাদী।
অতঃপর গৃহস্বামী যখন দেখল যে, তার জামা পেছন দিক থেকে ছিন্ন, তখন সে বলল, নিশ্চয় এটা তোমাদের ছলনা। নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্নক।
ইউসুফ এ প্রসঙগ ছাড়! আর হে নারী, এ পাপের জন্য ক্ষমা প্রার্থনা কর নিঃসন্দেহে তুমি-ই পাপাচারিনী।
মহিলা তার অসৎ উদ্দেশ্য পূরণ করতে না পেরে ইউসুফকে আঃ কারাগারে নিক্ষেপ করলো। আর ওই মহিলা ছিল মিশরের শাসক আজীজের স্ত্রী। ইউসুফ আঃ মন্দ কাজ অপেক্ষা কারাগারকেই পছন্দ করে নিলেন।
ইউসুফ বললঃ হে পালনকর্তা তারা আমাকে যে কাজের দিকে আহবান করে, তার চাইতে আমি কারাগারই পছন্দ করি। যদি আপনি তাদের চক্রান্ত আমার উপর থেকে প্রতিহত না করেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভূক্ত হয়ে যাব।
সুরা ইউসুফঃ ৩৩
অতঃপর তার পালনকর্তা তার দোয়া কবুল করে নিলেন। অতঃপর তাদের চক্রান্ত প্রতিহত করলেন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
সুরা ইউসুফঃ ৩৪
বাদশাহ মহিলাদেরকে বললেনঃ তোমাদের হাল-হাকিকত কি, যখন তোমরা ইউসুফকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলে? তারা বললঃ আল্লাহ মহান, আমরা তার সম্পর্কে মন্দ কিছু জানি না। আযীয-পত্মি বললঃ এখন সত্য কথা প্রকাশ হয়ে গেছে। আমিই তাকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলাম এবং সে সত্যবাদী।
সুরা ইউসুফঃ 51
ইউসুফ বললেনঃ এটা এজন্য, যাতে আযীয জেনে নেয় যে, আমি গোপনে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আরও এই যে, আল্লাহ বিশ্বাসঘাতকদের প্রতারণাকে এগুতে দেন না।
সুরা ইউসুফঃ 52
কিন্তু ‘ইউসুফ জুলেখা: অমর প্রেমকাহিনী‘ নামক নাটকে আমাদের পবিত্র নবী ইয়াকুব(আঃ) এবং ইউসুফ (আঃ) এর কল্পিত রুপ ও চরিত্র অংকন করে সম্পূর্ন মিথ্যা ও নোংরা প্রেমের কল্পকাহিনী প্রচার করা হচ্ছে !
অবিলম্বে এইসব নাটকের সম্প্রচার ও প্রদর্শনী বন্ধ করা হোক।
আল্লাহ যেন আমাদের সবাইকে তার অপার করুণার মহান গুনে ক্ষমা করে দেন, আমীন ।
আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সহিহ বুঝ দান করেন।
বিষয়: বিবিধ
১২৫১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন - আমিন।
হৃদয়গ্রাহী প্রার্থনায় আমীন! আমীন! আমীন!
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন