দেশী রোজায় ভেজাল!!!

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০৭ জুন, ২০১৬, ০৫:৪৯:১৬ বিকাল

দেশী ফল যেমন আম, কলা, আনারস, মাল্টা বা অরেঞ্জ( দেশে প্রক্রিয়াজাত কৃত) ইত্যাদি ভেজালে ভরপুর।

দেশী খাবার যেমন মাছ, চিনি ও মুড়িতে কেমিক্যাল, হরেক রকমের ইফতারিতে কৃত্রিম রঙ। মানে ভেজালে ভরপুর।

দেশী দেশপ্রেমেও ভেজালঃ বাংলাদেশী যারা বাইরে থাকেন তাদের চেয়ে এখানে দেশপ্রেম অনেক কম। টেন্ডারবাজী, দুর্নীতি, রাজনীতির নামে ব্যবসা, প্রতারণা, জনপ্রতিনিধিদের বক্তব্য নির্ভর ভুয়া দেশ প্রেমের চেতনা ব্যবসা।নাগরিকরা দেশের স্বার্থের ব্যাপারে বে-খেয়াল ও অন্ধ দল-কানা, নাগরিক কর্তৃক যেখানে সেখানে ময়লা ফেলা- এসব কি দেশপ্রেম?

দেশী তারাবীতে ভেজাল- গত বছর ৬ বছর পরে দেশে তারাবীহ পড়েছিলাম। ভাবছিলাম দেশী স্বাদ নেব। নাহ। এখানেও ভেজাল। ২০ মিনিটে ২০ রাকা'য়াত, ইমামকে তাড়াতাড়ি পড়তে ডিজিটাল মসজিদ কমিটি ও মুসুল্লিদের চাপ বা অনুরোধ, নামাজ ধীরে ধীরে পড়তে হয় তা জেনে হোক বা না জেনে হোক ইমাম কর্তৃক যুদ্ধ বিমানের গতিতে তিলাওয়াত ও রুকু-সিজদা। হাদীস অনুযায়ী এই নামাজ শতভাগ ভেজালে ভরপুর।

এমনকি দেশী রোজায়-ও ভেজাল!!! হ্যাঁ, তাই। রোজা রেখে নামাজ আদায় না করা, খাবারে ভেজাল দেওয়া, পণ্য ও খাবারের দাম বাড়ানো, মিথ্যা বলা, প্রতারণা করা, খেয়ানত করা, গীবত করা, দুর্নীতি করা, মারামারি- হানাহানি, সুদ-ঘুষ সবই চলছে দেশে বরং বেড়েছে এই রোজায়। তাহলে বলুন এবার- এখানেও কি ভেজালে ভরপুর নয়?

বিষয়: বিবিধ

১০৩৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371273
০৭ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৪২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
371278
০৭ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫০
শেখের পোলা লিখেছেন : রোজায় ও রোজার মাসের যাবতীয় ভেজাল ধরার মেশিনে ভেজাল নেই। ওখানে ঠিক রেকর্ড হচ্ছে।
371281
০৭ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫৯
আফরা লিখেছেন : যা ছিল সবই আছে রোজা ও যাবে আসবে ।
371332
০৮ জুন ২০১৬ রাত ০১:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশটাই যে ভেজাল!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File