কেন ও কাদের জন্য ভ্যালেন্টাইন ডে?

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৩৫:২৫ রাত

কেন শুধু ১৪ ফেব্রুয়ারি ভালবাসার জন্য? কীসের ভ্যালেন্টাইন ডে?

আপনি যদি ১৪ ফেব্রুয়ারীতে " প্রেমিক-প্রেমিকা " সম্পর্কের কথা বলেন , তাহলে মুসলিম হিসেবে "ভাই-বোন তথা Islamic brotherhood-sisterhood" এবং "বিবাহিত-দম্পতি" ছাড়া ইসলামে এই "সম্পর্কের" কোন জায়গা নেই।

মানুষ জাতি কি একটি নির্দিষ্ট দিন থেকে প্রেম- ভালোবাসা শুরু করেছে ?

এমনকি এই ভ্যালেন্টাইন উদযাপিত হবার আগ থেকেই মানুষ একে অপরকে ভালোবেসে থাকে।

আমরা আমাদের স্রষ্টা - সর্বশক্তিমান "আল্লাহকে" দৈনন্দিন ভালোবাসি।

আমি আমার স্ত্রী-কে প্রতিটি মুহূর্ত - দৈনন্দিন ভালোবাসি।

সেও প্রতিটি মুহূর্ত-দৈনন্দিন আমাকে ভালোবাসে ।

আমরা আমাদের বাবা-মা কে প্রতিদিন ভালোবাসি।

আমরা একে অপরকে দৈনন্দিন ভালোবাসি।

আমরা প্রতিদিন আমাদের আত্মীয়- স্বজনদের ভালোবাসি।

আমরা আমাদের প্রতিবেশীদের দৈনন্দিন ভালোবাসি।

আমরা এমনকি জন্তু, আমাদের প্রাকৃতিক গাছপালা, সৃষ্টিসমূহ ও পরিবেশ দৈনন্দিন ভালোবাসি।

আমরা আমাদের দেশকে সবসময় ভালোবাসি।

আমরা এই সমগ্র মহাবিশ্বকে প্রতিদিন ভালোবাসি।

বিবাহিত দম্পতি হিসেবে আমরা ১৩ ও ১৫ ফেব্রুয়ারিতেও ভালোবাসি, শুধু ১৪ ফেব্রুয়ারি নয়।

তাহলে কেন মাত্র ১৪ ফেব্রুয়ারি ভালোসার জন্য?

এটা কী আমাদের জন্যে?

তাদের জন্যই এই ১৪ ফেব্রুয়ারি- বিশ্ব ভালোবাসা(!) দিবস-

ইউরোপ-আমেরিকায় যারা Boyfriend-Girlfriend সংস্কৃতিতে বিশ্বাসী,

এখানে যারা বিবাহিত, শুধু বউয়ের শরীর আর পছন্দ হয়না অজুহাতে অপর Girlfriend এর সাথে বসবাস,

যারা কথায়-কথায় আলাদা হয়ে যায়,

যারা ১৮ বছর হয়ে গেলেই বাবা-মা ছেড়ে চলে যায়

যারা ১৮ বছরেও একবার জন্মদাতা মা-বাবা'র খোঁজ নেয় না

যাদের পারিবারিক কোন বন্ধন নেই,

যাদের হৃদয়ে হাহাকার, অশান্তি, ভালোবাসার কোন বন্ধনই অবশিষ্ট নেই।

তার চেয়েও বড় কথা হল- কর্পোরেট কোম্পানী গুলো এই দিনের কথা বলে দারুন ব্যবসা করে থাকে, এমনকি দিন দিন নারীর শরীর বিভিন্ন বিজ্ঞাপন সহ সরাসরি পন্যে পরিণত করার একটি কৌশল মাত্র।

সুতরাং নারীদেরই এগিয়ে আসতে হবে তাদেরকে মিডিয়ায় পণ্য হিসেবে উপস্থাপনের প্রতিবাদে।

বিষয়: বিবিধ

১৩০১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359441
১৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:২৬
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
359445
১৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:২৬
অপি বাইদান লিখেছেন : মোহাম্মদী ভ্যালেন্টাই...........


359468
১৪ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
359513
১৪ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:০৩
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ভালোবাসা দিবস আমাদের সংস্কৃতি নয়,ভালোবাসা দিবস নামক সামাজিক এ ক্যান্সার থেকে আপনার সন্তানদের দূরে রাখুন।ভ্যালেন্টাইন ডে’ যা আজকের ‘বিশ্ব ভালবাসা দিবস’।এই দিসবতো পালনীয় নয় বরং একে থুথু নিক্ষেপ করা উচিত।এটা ভালবাসার নামে "গজব দিবস" "বিশ্ব বেহায়া" দিবস নাম হওয়া উচিত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File