"ঈসা আঃ বনাম খ্রীস্টমাসঃ পর্ব ২
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৫ ডিসেম্বর, ২০১৫, ০৯:২১:১৩ রাত
ঈসা আঃ গড নন গডের পুত্রও নন, তিনি আল্লাহর নবী। যেমন আদমকে আঃ বাবা-মা ছাড়া মাটি থেকে তৈরি করেছেন ঠিক তেমনি আল্লাহ তা'য়ালা বাবা ছাড়া শুধু মায়ের গর্ভে ঈসাকে আঃ তৈরি করেছেন। পড়ে দেখুন নিচের আয়াতটি। ঈসা আঃ নিজে মুসলিম ছিলেন, অনুসারীদেরও মুসলিম হবার নির্দেশ দিয়েছিলেন। পৃথিবীর প্রথম মানুষ আদম আঃ মুসলিম ছিলেন- নবী ছিলেন, তারই ধারাবাহিকতায় মুসা আঃ, ঈসা আঃ ও সর্বশেষ মুহাম্মদ সাঃ। একই বাণী নিয়ে এক আল্লহর পক্ষ থেকে তারা নবী হিসেবে এসেছিলেন। তাঁরা নিজেদের ইবাদত দাবী করেন নি। সুতরাং বর্তমান সময়ের মুসার আঃ অনুসারী দাবিদার ইহুদী ও ঈসার আঃ অনুসারী দাবীদার খৃস্টান, কেউই সঠিক ধর্মের উপরে নেই। আল্লাহর কাছে একমাত্র ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয়
নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো। তাকে মাটি দিয়ে তৈরী করেছিলেন এবং তারপর তাকে বলেছিলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেলেন। - সুরা আলে ইমরানঃ ৫৯
(ঈসা আঃ বলেছিলেন) নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা-তাঁর এবাদত কর, এটাই হলো সরল পথ। - আলে ইমরানঃ ৫১
বিষয়: বিবিধ
১০০৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন