ফাঁস হওয়া পরীক্ষার মাধ্যমে মেডিক্যাল কলেজের ভর্তি কার্যক্রম কি বাংলাদেশের স্বাধীনতার চেতনা পরিপন্থী নয়?
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১১ অক্টোবর, ২০১৫, ০৮:২৬:৩১ রাত
১৭ এপ্রিল ১৯৭১, মুজিবনগর সরকারের ঘোষিত স্বাধীনতার চেতনা হিসেবে ক) সাম্য, খ) মানবিক মর্যাদা ও গ) সামাজিক ইনসাফ - এই ৩টির কথা বলা হয়েছে।
(Proclamation of Independence 17 April 1971, http://www.bpedia.org/P_0289.php ...... and in order to ensure for the people of Bangladesh equality, human dignity and social justice )
অথচ প্রশ্ন ফাঁস হওয়া পরীক্ষার মাধ্যমে মেডিক্যাল কলেজের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ সাম্য ও সমতার বিরোধী যা প্রকৃত পক্ষে বাংলাদেশের স্বাধীনতার চেতনা পরিপন্থী।
অবৈধ এই সরকার সাম্য ও সমতা প্রতিষ্ঠায় পুরোপরি ব্যর্থ, অথচ মুক্তিযুদ্ধের চেতনার দাবীদার; ফলে পঞ্চম শ্রেনী, অষ্টম শ্রেণী, এস এস সি, এইচ এস সি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং বি সি এস প্রশ্ন ফাঁস ও অসম কোটা ব্যবস্থা চালু রেখেছে। শিক্ষা ব্যবস্থা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
ছবিঃ ৮ অক্টোবর কাওরানবাজারে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনকারী ছাত্রদের উপর পুলিশকে এভাবেই অমানবিক ও ববর্র কায়দায় রড ও শাবল দিয়ে পেটাতে দেখা গেছে।
বিষয়: বিবিধ
১০৬৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অন্যদিকে রংপুরে প্রশ্ন ফাঁসের অভিযোগে ৩ জন ডাক্তার ও ৩ জন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে !
পুরাই মাথা নষ্ট
মন্তব্য করতে লগইন করুন