"আলো বিহীন তারকা বনাম যুবক- যুবতী কর্তৃক অন্ধ অনুসরণ"
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:২৯:৩৯ রাত
ক্রিকেটার শাহাদাতের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের মামলা
-Daily Manob Zamin ৭ সেপ্টেম্বর ২০১৫, সোমবার
http://www.mzamin.com/details.php?mzamin=OTEzNTk=&s=MQ==
"আলো বিহীন তারকা বনাম যুবক- যুবতী কর্তৃক অন্ধ অনুসরণ"
( আমার এই লেখার সাথে ওই পত্রিকার খবরটা দয়া করে পড়ে দেখার অনুরোধ রইলো)
কিছুদিন আগে একজন বিখ্যাত ক্রিকেটারের নারী ঘটিত খবর এবং ঐ মেয়ে কর্তৃক থানায় দায়ের করা মামলা ছিল সামাজিক যোগাযোগ, প্রিন্টিং ও ইলেক্ট্রনিক মিডিয়ায় আলোচিত খবর। মেয়েটির অভিযোগ, তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ শারীরিক সম্পর্কেও জড়িয়েছে এই বিখ্যাত ক্রিকেটার।
যার বিরুদ্ধে অভিযোগ তিনি একজন তারকা(!)- ক্রিকেটার, আর যিনি এই তারকা- ক্রিকেটারকে বিয়ে করতে পারবেন মর্মে অবৈধ শারীরিক সম্পর্কে বাঁধা দেননি তিনিও একজন অভিনেত্রী মানে তারকা (!)।
এরকম খবর বাংলাদেশে একটি দুটি নয়, বহু এমনকি নিত্য দিনের।
কিছুদিন আগেও আরেকজন তারকা ক্রিকেটারের বিরুদ্ধে মিডিয়ার সামনে " স্বীয় প্রাইভেট অর্গানের দিকে বাজে ইঙ্গিত" করার ছবি প্রকাশিত হয়। বিভিন্ন কারণে বিসিবি তাকে শাস্তিও দেয়।
ছোট ও বড় পর্দার নায়িকারা যে- নাটক, ছিনেমা, মডেলিং ও মিডিয়ায় জায়গা করে নেবার জন্য- প্রযোজক, পরিচালক ও সাংবাদিকের সাথে অবৈধ শয্যা সঙ্গীনি হয় সেটা তো সবাই জানে।
গায়িকা- তারকারাও এক্ষেত্রে পিছিয়ে নেই। সেটাও সবাই জানে।
২০১০ সালে ঢাকায় আর্মি স্টেডিয়ামের কনসার্টে প্রতিবেশী দেশের একদল বিখ্যাত- জনপ্রিয় নায়ক- নায়িকা তথা তারকা(!) এসেছিল, সেই বিখ্যাত তারকা(!)- নায়িকা প্রতি ৩০ মিনিট করে স্লট করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সারা রাত দেশের কোটিপটি, শিল্পপতি ও তাদের সন্তানদের আনন্দ যুগিয়েছে- সেটা পরের দিন পত্রিকায় ছাপাও হয়েছিল।
মাস কয়েক আগে একজন বিখ্যাত-তরুণ সঙ্গীতজ্ঞ নিজ বউয়ের কাছে ৫ কোটি টাকা যৌতুক চেয়ে না পেয়ে অবশেষে তার আপত্তিকর ছবি ছড়িয়ে দেয় ইন্টারনেটে। বউয়ের মামলা খেয়ে এখন সেই তারকা(!) হাজতে।
মন্তব্যঃ
১, এইসব তারকা(!) মডেল, গায়ক- গায়িকা, নায়ক- নায়িকা,খেলোয়াড় ; এরা কি তাহলে আসলেই আলো বিহীন তারকা?
২, সারা দেশের লক্ষ- লক্ষ ভক্ত-শ্রোতা, যারা এদের কোন ব্যর্থতা/ দুঃসংবাদ শুনা মাত্র জ্ঞান হারিয়ে ফেলে, কেউ কেউ শোকে গলায় ফাঁস পর্যন্ত দিয়ে ফেলে- তারা কি তাহলে নীতি-ভ্রষ্ট, চরিত্রহীন তারকাদের পিছনে অন্ধ অনুসরণ- অনুকরণে লিপ্ত নয়?
৩, লাল কাগজের গোলাপ কক্ষনোই প্রকৃত গোলাপের সুগন্ধ বহন করে না। লাল গালিচা-খচিত দামী কক্ষে, দামী কাঁচের স্বচ্ছ টেবিলে, দামী পাথরের ফুলদানীতে ঐ কাগজের লাল গোলাপ হয়তো সাময়িক দৃষ্টি বিভ্রাট ফুল মনে হতে পারে, কিন্তু প্রাকৃতিক বাগানে পায়ে হেটে যেয়ে, কাঁটার আঘাত খেয়ে প্রকৃত গোলাপের সুঘ্রাণ অনুভব করার মধ্যে হাজারো গুণ তৃপ্তি রয়েছে। এই সব তথাকথিত তারকা(!) দের দিকে না তাকিয়ে বরং আমরা প্রতিজন যুবক- যুবতী নৈতিকতা ও মেধা কাজে লাগিয়ে পড়ালেখা, ক্যারিয়ার, পরিবার, ও দেশপ্রেম প্রভৃতি ক্ষেত্রে প্রকৃত গোলাপের ন্যায় সুবাস ছড়াতে পারি।
৪, এক্ষেত্রে মুল্যবোধ, নৈতিকতা তথা ধর্মীয় জীবন যাপনের কোন বিকল্প পথ নেই। আল্লাহ আমাদের তাওফিক দান করুন
বিষয়: বিবিধ
১০৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ বলেছেন, সহমত
তারকা একসময় আ্য়ূ ফুরিয়ে অন্ধকার হয়ে যায়- এটা বিজ্ঞানের কথা
এদের অনেকেই সেটা অনুসরণ করছে বোধ হয়
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ...
মন্তব্য করতে লগইন করুন