মেয়র প্রার্থীরা টয়লেট পরিষ্কার করছেন!

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৮ এপ্রিল, ২০১৫, ০৬:৩৪:৫৮ সন্ধ্যা

মাহী বি চৌধুরীর পর এবার ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আনিসুল হক। আওয়ামী লীগ সমর্থিত এ প্রার্থী আজ শনিবার বেলা পৌনে একটায় অভিনয় শিল্পী ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে গুলশান এক নম্বর পার্ক-সংলগ্ন সড়ক পরিষ্কার করেন।

সাবাশ! মেয়র প্রার্থীরা এত ভালো মানুষ হয়ে গেলেন! কদিন পরে যদি আরেক প্রার্থী ঢাকার পাবলিক টয়লেট পরিষ্কার শুরু করেন তাহলে বোধ হয় বাকীরাও তাকে ফলো করবেন। তাহলে তো ঢাকার চিত্রই পাল্টে যাবে।

ও হ্যাঁ, ভালো কথা আনিসুল হক গুলশানের রাস্তা পরিষ্কার করছেন কেন? তিনি যাবেন বাড্ডা, কাওরান বাজার অথবা বাসাবো গেলেন না কেন?

হায়রে রাজনীতি !!!

বিষয়: বিবিধ

৮৫২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315638
১৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
সামছুল লিখেছেন : ভালো লাগলো ভাই
315688
১৯ এপ্রিল ২০১৫ রাত ১২:২৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভবিষ্যতে বলতে চাই...... এর ধারাবাহিকতা রক্ষা হবেনা। এসব নাটকের প্রথম অংশ বাকিটুকু নির্বাচনের পর দেখবেন।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File