কেন এই বাংলালিঙ্ক দরে ফাঁসি?
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০৭ এপ্রিল, ২০১৫, ১২:০৬:৩৫ রাত
এত বড়(?) একজন মানবতা বিরোধী অপরাধী(?) কীভাবে ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স পাশ করলেন? http://www.360degreefoundation.org/MuhammadKamaruzzaman/index.html
কী করে এমন দুর্ধর্ষ মানবতা বিরোধী অপরাধী(?) ৯১, ৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ নির্বাচনে অংশ নিলেন?
কীভাবে জনাব শেখ মুজিবুর রহমানের আমলে ১৯৭৪ সালে ঢাকা আইডিয়াল কলেজ থেকে বি এ পাশ করেন?
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (BFUJ) কার্যনির্বাহী সদস্য হন কীভাবে?
কীভাবে তিনি জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য হলেন? He was a member of Dhaka Union of Journalists (DUJ) and elected executive member of Bangladesh Federal Union of Journalists (BFUJ) for the term 1985-86 and 1986-87. He is a member of the National Press Club. http://www.360degreefoundation.org/MuhammadKamaruzzaman/index.html
৮৩-৯৩ সাল পর্যন্ত দৈনিক সংগ্রাম পত্রিকার সহ সম্পাদক হলেন কী করে?
১৯৮১ থেকে গ্রেপ্তারের আগ পর্যন্ত সাপ্তাহিক সোনার বাংলার সম্পাদক হলেন কী করে?
বিষয়: বিবিধ
১৩০১ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজ আমিও চাই ফাঁসি হয়ে যাক!! আর কিইবা চাইতে পারি?
যা চাইলে হবার নয়, তা চেয়ে কি হবে? গ্রেফতারের পর হতে ফাঁসির দড়ির স্বপ্ন নিয়ে তিনি বেঁচে আছেন। তিনি জানেন তিনি কি!! তিনি অপরাধী হলে বিচারকরা শুদ্ধ। আর অপরাধী নাহলে তিনি আল্লাহর কাছে উত্তম প্রতিদান পাবেন, আল্লাহর যা আছে অন্য কারো কাছে তা নেই, আল্লাহ যা জানেন অন্য কেউ তা জানবার নয়।
মন্তব্য করতে লগইন করুন