নন্দিত বনাম নিন্দিত
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০২ এপ্রিল, ২০১৫, ০৯:১৮:৪৯ রাত
আপনি অন্যায়ের প্রতিবাদে পদত্যাগ করে ১৬ কোটি মানুষের কাছে হয়েছেন নন্দিত, আর ১২৪ কোটির ভারত ও আইসিসি ( ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল) হয়েছে নিন্দিত।
ঠিক একইভাবে দেশের রাজনীতিবিদেরা দেশের স্বার্থে এক থাকলে, জনগণের ভাষা ও দাবী বুঝতে পারলে ১৬ কোটি কর্তৃক নন্দিত হবেন, আর ষড়যন্ত্রকারী- স্বার্থবাদী যারা- আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে খেলতে চায় তারা হবে নিন্দিত।
"আইসিসি সভাপতির পদত্যাগকে দুঃখজনক বললেন বিসিবি'র সভাপতি নাজমুল হাসান পাপন,দেশে ফিরে বিমান বন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।তবে এ ঘটনায় দুদেশের সম্পর্কে কোন ধরনের প্রভাব পড়বে না বলে তিনি জানান।
- সুত্রঃ Rtv সংবাদ শীরোনাম
মিঃ পাপন এটা কী বললেন?
দুই দেশ মানে?
তিনি কি ইন্ডিয়ার কাছে পদত্যাগ করেছেন?
ক্রিকেট এবং আইসিসি কি ইন্ডিয়ার প্রতিষ্ঠান?
এটি ক্রিকেট বিশ্বের প্রতিষ্ঠান।
কেন তাহলে তিনি বললেন এ ঘটনায় দুদেশের সম্পর্কে কোন ধরনের প্রভাব পড়বে না ।
কেন এই অপেশাদার বক্তব্য?
কেন এই নতজানু বক্তব্য?
তাহলে আপনি কি ইন্ডিয়ার পক্ষে?
আপনি কি ইন্ডিয়াকে তেল মারছেন?
সরি বলবেন ইন্ডিয়ার কাছে?
তাহলে ওপারেই থাকুন।
বিষয়: বিবিধ
১০০৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খেলার সাথে রাজনীতি মিশেয়ে দিয়েছেন পাপান...... আমরা লজ্জা পেলুম,,,
মন্তব্য করতে লগইন করুন