সমস্যার আলোকে উপসর্গ গুলো মিলিয়ে দেখুন। দলবাজি নয় আসুন দেশের স্বার্থে কাজ করি।

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:১৯:১১ সন্ধ্যা

সমস্যা আগে? না কি উপসর্গ?

অনেকেই কথা বলছেন দেশে বিরাজমান সমস্যা গুলোর "উপসর্গ" নিয়ে।

দেখুন! পেট্রোল বোমা, ক্রস-ফায়ার, বিচার বহির্ভূত হত্যা, গাড়িতে আগুন, হরতাল- অবরোধ, ব্যবসায়ে মন্দা, অর্থনৈতিক স্থবিরতা- প্রভৃতি হলো "উপসর্গ", এগুলো "মূল সমস্যা" নয়।

তার মানে হলো এগুলোর মূলে এমন কিছু ঘটেছে যার ফলাফল তথা উপসর্গ হিসেবে এই সমস্যাগুলো আবির্ভূত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও লক্ষণীয় যে অনেকেই নিরপেক্ষতার নাম করে রেডিও, টিভি ও পত্র- পত্রিকায় এই উপসর্গ গুলো নিয়েই দিনের পর দিন আলোচনা- পর্যালোচনা করে যাচ্ছেন।

আর মূল সমস্যা কিন্তু ন্যাচারাল তথা স্বাভাবিক ভাবে তৈরি হয়নি, বরং কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।

মূল সমস্যা গুলোঃ

১,অনৈতিক ভাবে গাঁয়ের জোড়ে ২০১১ সালে আদালতের ঘাড়ে বন্দুক রেখে সবার কাছে গ্রহণযোগ্য "তত্ত্বাবধায়ক ব্যবস্থা" বাতিল করণ। এটা করতে গণভোট নেওয়া হয়নি। বরং গণভোট সংক্রান্ত ধারাই সংবিধান থেকে বাতিল করেছে আওয়ামিলীগ।

২, ৫ জানুয়ারির ভুয়া, অবৈধ নির্বাচন ( সংবিধানের অনুচ্ছেদ ৬৫ পড়ে দেখতে পারেন-http://bdlaws.minlaw.gov.bd/bangla_sections_detail.php… ), যেখানে ১৫৪ আসনে কোন নির্বাচনই হয়নি। বিনা ভোটে ১৫৪ অবৈধ এমপি সংসদে। যেখানে হয়েছে তাও মাত্র ৫-১০% ভোট পড়েছে, আজ পর্যন্ত নির্বাচন কমিশন বলতে পারেনি কত শতাংশ ভোট পড়েছে দশম সংসদ নির্বাচনে।

৩, গণদাবী মেনে না নিয়ে বরং সংলাপ এবং মধ্যবর্তী নির্বাচন উপেক্ষা করা।

এবার সমস্যার আলোকে উপসর্গ গুলো মিলিয়ে দেখুন। দলবাজি নয় আসুন দেশের স্বার্থে কাজ করি।

বিষয়: বিবিধ

১০৩৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304342
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:১৮
হতভাগা লিখেছেন : বাংলাদেশের সংবিধানে এরকম আছে যে সংবিধানে সংশোধনী আনতে হলে দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা লাগবে ।

২৯.১২.২০০৮ এর নির্বাচনে আওয়ামী লীগ ৮৭% আসন পেয়েছিল । সেক্ষেত্রে সংবিধান সংশোধনের ক্ষমতাও তারা পেয়ে গেছে ।

এখন যদি তারা এমন প্রস্তাবও আনে যে আওয়ামী লীগার ছাড়া বাকী সবাইকে মেরে ফেলতে হবে তাহলে সংবিধান অনুযায়ী এটা তারা করতে পারে এবং সংখ্যা গরিষ্ঠতার জন্য পাশ করে আনতে পারবে এবং তা আইনে পরিনত করতে পারবে ।

এখন কথা হল যে এই সংখ্যা গরিষ্ঠতা তাদেরকে কে দিয়েছিল ? তারা কি একটুও ভেবে দেখেছিল যে নিরন্কুশ ক্ষমতা মানুষকে বিবেক হীন করে দিতে পারে ?
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫২
246172
শেখের পোলা লিখেছেন : আপনার সাথে এখানে একমত৷ তাই বলি ভাবিতে উচিৎ ছিল প্রতিজ্ঞা যখন৷
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
246259
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : সংখ্যা গরিষ্ঠতা থাকলেও, নৈতিকতার দিকে খেয়াল না রাখলে এমনই হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। বিবেকবোধ খুব দামী জিনিষ।
304353
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫৭
শেখের পোলা লিখেছেন :
একমাত্র উপসর্গ দিয়েই বাংলাদেশকে সন্ত্রাশী এলাকা ঘোষণা করানো যাবে৷ আর তাহলেই শক্তিধরদের পুতুল সরকার হয়ে হাসিনা, তোফায়েল আমু, ইনু ,মেননরা তাদের বাপদাদার জমিদারীতে চিরস্থায়ী বন্দবস্ত পাবে৷ আর উৎসমূলে গেলে ওদের জন্য রয়েছে অতল গহ্বর৷
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
246260
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : আপনি ঠিকই বলেছেন
304393
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৫৯
লজিকাল ভাইছা লিখেছেন : চমতকার লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যাক আপনার মত কয়েক জন হয়ত এখন আছেন,যারা নিরপেক্ষ ভাবে ভাবতে পারেন। এই জাতির দুরভাগ্য এখানে, যে জাতির ঘাড়ে আজ কিছু দালাল চেপে বসেছে।আজ এদের রাজ চকছে। এই কুলাংার গুলো দেশ ওজাতির পায়ে গোলামির শিকল পরাতে চায়,রুটি রুজির বিনিময়ে।
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
246258
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File