৯৬ সালে বিএনপি সরকারে থেকে যে নির্বাচন করেছিল, সেই সরকার টিকে ছিল মাত্র ১ মাস ; কিন্তু কেন?

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৫ জানুয়ারি, ২০১৫, ০৮:৩৬:২৭ রাত

১, মানুষ পুড়িয়ে মারা, গাড়িতে আগুন দেওয়া কোন মতেই সমর্থন করা যায় না।এটি সন্ত্রাস।বন্ধ হতে হবে এখনই। তবে বাংলাদেশের অপ-রাজনীতিতে এটি নতুন কিছু নয় যে বিরোধীদলের আন্দোলন কে " ব্লেইম" করতে সরকার সমর্থকরা বাসে/ গাড়িতে আগুন দিয়েছে।

২, এর পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষার নামে( মূলত অবৈধ গদি রক্ষার জন্য) এম পি, মন্ত্রী এবং পুলিশ কর্তৃক গুলি করার নির্দেশ এবং তার বাস্তবায়ন স্বরূপ তথাকথিত বন্দুক যুদ্ধের নামে ক্রস ফায়ারে শুধুই বিরোধীদলের নেতা- কর্মীর গুলি বিদ্ধ (১৬টি গুলি) লাশ, এটিও আরেক সন্ত্রাস, মানবতা বিরোধী এবং পুলিশী রাষ্ট্রের নমুনা। এটি বন্ধ হতে হবে এখনই।

৩, গাড়িতে আগুন দেওয়া দুর্বৃত্তদের হুকুমদাতা কে বা কারা তা স্পষ্ট নয়, কিন্তু যারা গুলি করার নির্দেশ দিচ্ছেন এবং করছেন তারা স্পষ্ট এবং প্রকাশ্য। মূলত তাঁরাই জনগণের অর্থায়নে জনগণের জানমাল রক্ষা করার কথা।

৪, একটি রাজনৈতিক দলের প্রধান, সাবেক প্রধানমন্ত্রীকে হুকুমের আসামী করার বাজে ও নিকৃষ্ট উদাহরণ, নিকট ভবিষ্যতে নিজেদের বিরুদ্ধে ব্যবহৃত হবে তা আর বলার অপেক্ষা রাখেনা।জনগণের দাবী আদায়ে বিরোধীদলের আন্দোলনকে "ব্লেইম" করতে এবং "হুকুমের আসামী" করতে সরকার সমর্থকরা বাসে/গাড়িতে আগুন দিতে পারে- এমন ধারনা কিন্তু মিথ্যা বলে উড়িয়ে দেওয়া যায়না।

তাহলে সমাধান কী?

সমাধান একটিই এবং তা সরকারের হাতে। ১৯৯৬ সালে বিএনপি সরকারে থেকে যে নির্বাচন করেছিল, সেই সরকার মাত্র ১ মাস টিকে ছিল; কিন্তু কেন?

২ টি কারণ ভেবে দেখা যেতে পারে।

১, আওয়ামিলীগের অবরোধ, হরতাল, জ্বালাও- পোড়াও এখনকার চেয়েও মারাত্মক ও ভয়াবহ ছিল।

২, বিএনপি মুল্যবোধ, আইন, দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে নতুন নির্বাচন দিতে বাধ্য হয়।

বিষয়: বিবিধ

১০৬৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301727
২৫ জানুয়ারি ২০১৫ রাত ১০:৩৪
মোতাহারুল ইসলাম লিখেছেন : সহমত
২৬ জানুয়ারি ২০১৫ রাত ০৪:১২
244122
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : ধন্যবাদ ভাই
301754
২৬ জানুয়ারি ২০১৫ রাত ০৩:১৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার লিখা। জাজাকাল্লাহু খাইর।
২৬ জানুয়ারি ২০১৫ রাত ০৪:১৩
244123
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : জী সালাম। জাযাকাল্লাহ খাইর আমাকে উৎসাহিত করার জন্য। দেশ মুক্তি পাক সেই প্রত্যাশা আমাদের সকলের।
301792
২৬ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সহমত।
কিন্তু এই সরকার এর আচরনে এটা সুস্পষ্ট যে এই দেশে শান্তির সম্ভাবনা নাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File