বাহ! কী দারুন সমীকরণ!! কী দারুন দেশপ্রেমের(!) রাজনীতি!!!

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৪ জানুয়ারি, ২০১৫, ০৭:৩৩:০৯ সন্ধ্যা



যারা জনাব আরাফাত রহমানকে স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত করে পরিবার থেকে দূরে রেখেছিল, যার ফলে তাঁর মৃত্য হল পরবাসে,

সেই মইন উদ্দিন-ফখরুদ্দিনও কিন্তু পরবাসে। সুতরাং বলাই যায় তাদেরও মৃত্যু আপনজনদের কাছে, পরিবারের সাথে হবেনা, জন্মভুমিতে হবে না ( আল্লাহ ভালো জানেন, তবে আপাতঃ দৃষ্টিতে মনে হচ্ছে তাই), তারা কি আরাম ও শান্তিতে আছে? না নেই। তবে ক্ষতিটা তারা করেছে দেশের প্রতি।শত অন্যায়ের পরও তাদের যারা পীঠ বাঁচাবে এমন লোকদেরই তারা প্রশাসনিক সহায়তা দিয়ে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেল ( মরহুম জনাব আঃ জলীল সাহেব তা বলে গেছেন, তাঁর মৃত্যুর আগে)।

গদি পাওয়া লোকেরা এক এক করে নিজেদের বিপক্ষের মামলা গুলো তুলে নিল আর রাজনৈতিক বিরোধীদের মামলায় রসদ যোগানো সহ সংখ্যায়ও আরো বাড়িয়ে দিল। বাহ! কী দারুন সমীকরণ!! কী দারুন দেশপ্রেমের(!) রাজনীতি!!!

তাই আজ মজলুম একটি পরিবারের প্রতি দেশবাসি সমবেদনা জানাচ্ছে। আল্লাহর কাছেও তাই তাঁর জন্য মাগফেরাত কামনা করছি।

বিষয়: বিবিধ

১১৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301558
২৪ জানুয়ারি ২০১৫ রাত ০৯:০০
শেখের পোলা লিখেছেন : আমিন৷ যে যতটুকু পানিতে নামবে তার ততটুকু কাপড় ভিজবে, তা দেখার দায়ীত্ব আল্লাহর৷ আমি সবার মৃত্যুতেই সমবেদানা জানাই, আল্লাহ মাফ করুক৷
২৪ জানুয়ারি ২০১৫ রাত ১০:১৫
243958
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : জী ধন্যবাদ, সত্য বলেছেন আপনি।
301567
২৪ জানুয়ারি ২০১৫ রাত ১০:২০
মোতাহারুল ইসলাম লিখেছেন : আমীন। সুম্মা আমীন। আরাফাত রহমানের নির্বাসন, এটা কি শুধুই একজন অপরাধীর নির্বাসন? এতে কি কোনো রাজনীতি নেই?
301675
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪০
হতভাগা লিখেছেন : এটাতো খালেদার বাড়ি খোয়ানোর ছবি ।

কোকোর মারা যাওয়ার সমবেদনা নিয়ে উনি রাজনীতি করেছেন - এটা উনার অবস্থানকে আরও হালকা করে দিল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File