শুধু বের হয়ে দেখুন, মুক্তি-পাগল জনতা কত অপেক্ষার প্রহর গুনছে.........

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০৪ জানুয়ারি, ২০১৫, ১১:৫৮:১৭ রাত

খালেদা জিয়ার গুলশান অফিস কি গণতন্ত্রের সূতিকাগার নাকি, যে একে কেন্দ্র করে আন্দোলন চলবে? কোন কালে কোন বিপ্লব সম্ভব হয়েছে ঘরে বসে? কেন এই অপরিপক্ক রাজনৈতিক হুঙ্কার?

এ আন্দোলন ১৭ কোটি মানুষের মুক্তির আন্দোলন, কোন দল বা অফিসের নয়।

শুনেন, আন্দোলন হয় মানুষ কে সাথে নিয়ে- মানুষের মুক্তির জন্য, যদি মানুষের সাথে শামিল না থাকেন তাহলে বঞ্চিত মানুষ যখন রাজপথে নেমে আসবে তখন রাজনীতি থেকে ছিটকে পড়বেন, বলে রাখলাম।

এসব "নয়া পল্টন-গুলশান" রাজনীতি থামান।

সাহস দেখান,

এতো ভয় কিসের? জীবনে কী পান নি? আর কত?

এবার শেষ বয়সে দেশের জন্য, মানুষের জন্য কিছু করুন।

শুধু বের হয়ে দেখুন, মুক্তি-পাগল জনতা কত অপেক্ষার প্রহর গুনছে.........

বিষয়: বিবিধ

১০৭০ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299289
০৫ জানুয়ারি ২০১৫ রাত ১২:৫১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.............। বাস্তবতার আলোকে অনেক সুন্দর বিস্লেশন।লিখাটি পড়ে অনেক ভালো লাগলো। বারাকাল্লাহু ফিক।
০৭ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৪৮
242603
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
299293
০৫ জানুয়ারি ২০১৫ রাত ০১:০৫
রক্তলাল লিখেছেন : কিন্তু উনি বের হবেন কিভাবে?

খুনি হাসিনা ত সরকারী বাহিনীকে রাজনৈতিক গুন্ডা বানিয়ে অবরুদ্ধ করে রেখেছে সবকিছু।

খালেদা কি মেশিন গান নিয়ে গুলি করতে করতে বের হবেন?

০৫ জানুয়ারি ২০১৫ রাত ০২:২৪
242301
সাদাচোখে লিখেছেন : না। খালেদা মেশিন গান দিয়ে গুলি করে বের হতে পারবেন না।
কিন্তু বিএনপি জামায়াতের নেতা কর্মীরা গুলশান কে বনানী, মহাখালী, বারিধারা, হতে বিচ্ছিন্ন করে দিতে পারে

- সো দ্যাট কোন একটা সিংগেল মটর গাড়ি কিংবা ঠেলাগাড়ী, কোন একটা আদম সন্তান কিংবা পোষাক পরা দুপায়ী জন্তুজানোয়ার, কোন একটা আওয়ামী নাস্তিক কিংবা ইন্ডিয়ার দালাল ও র এর এজেন্ট ও ঐ পথ মাড়াতে সাহস না পায়।

আর যদি একান্তই যেতে হবে তবে যেন যার যার জান ও মাল আল্লাহর কাছে সোপর্দ করে যেতে বাধ্য হয়।

তাহলেই আপনি দেখবেন খালেদা জিয়া স্মুথলী হেটে বের হচ্ছেন। ধন্যবাদ।

০৭ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৫১
242604
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : ছাত্রদলের ২০১ সদস্যের কমিটি। বাকিরা কোথায় ভাই? কমিটির এই ২০১ জন দাড়ালে কোন লীগ/পুলিশ কিছু করতে পারবে? এটা কী ধরনের আন্দোলন? ২০১ জন নেত্রীর অফিসের সামনে দাড়ালে পুলিশের বাবার ক্ষমতা নাই কিছু করে.........
০৮ জানুয়ারি ২০১৫ রাত ০৪:৪১
242640
রক্তলাল লিখেছেন : @রংগিন: এত বুঝেন, নিজে গিয়া দাড়ান না কেন?

২০১ জন কি অদৃশ্য হয়ে ওখানে পৌছাবে? গেলেইত পুলিশ ধরে নিয়ে যাচ্ছে - গুলি করছে। রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

সরকার কোন অপশন রাখেনি সশস্ত্র প্রতিরোধ ছাড়া।

299365
০৫ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৩৩
হতভাগা লিখেছেন : খালেদা গাড়িতে চেপেছেন ....

http://www.amardeshonline.com/pages/details/2015/01/05/263866
299371
০৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:০১
লজিকাল ভাইছা লিখেছেন : এতো ভয় কিসের? জীবনে কী পান নি? আর কত?

এবার শেষ বয়সে দেশের জন্য, মানুষের জন্য কিছু করুন।
300000
১০ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:০৪
কাহাফ লিখেছেন :
যথার্থ ও সঠিক অনুসিদ্ধান্ত আপনার!
একবার সাহস করে বেড়িয়ে আসলেই জালিমশাহী পালানোর পথ খুজে পাবে না!
কিন্তু কথা হল- বিড়ালের গলায় ঘন্টি বাধবে কে????
300001
১০ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:১৫
পললব লিখেছেন : ভালো লাগল । ধন্যবাদ
300134
১১ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৫১
হতভাগা লিখেছেন : বইসা বইসা রঙ্গীন স্বপ্ন দেখতে থাকেন । আপনের নেতারাও তো ঘর থেকে বের হচ্ছে না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File