"মুক্তিযোদ্ধা ডঃ জাফরুল্লাহ চৌধুরীর কয়েকটি প্রশ্নঃ চ্যানেল আই, তৃতীয় মাত্রা"

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৩ ডিসেম্বর, ২০১৪, ০১:৫১:৫১ রাত



১, বলা হয়ে থাকে আব্দুল কাদের মোল্লা হল কসাই কাদের। তাহলে কী করে একজন কসাই কাদের শেখ মুজিবের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের একজন আবাসিক ছাত্র হয়।



২, আব্দুল কাদের মোল্লা বলেছিল, সে নাহিদ ও মতিয়া চৌধুরীর সাথে ঐ সময়ে বাম রাজনীতি করতো, তাহলে কেন বিচারের আগে মতিয়া ও নাহিদ সেটা পরিষ্কার করলো না?

৩, সাঈদী রাজাকার সেটা পিরোজপুরের কমান্ডার মুক্তিযোদ্ধা শাহজাহান উমর বীর প্রতীক সহ স্থানীয় কোন মুক্তিযোদ্ধাই বলছে না।

৪, বলা হয়ে থাকে জাফর ইকবালের বাবাকে সাঈদী হত্যা করেছে, অথচ হুমায়ুন আহমদের মা এ ব্যাপারে বই লিখেছে সেখানে সাঈদীর নাম নেই। সাঈদী যদি খুন করে থাকে তাহলে কেন জাফর ইকবাল ও তার মা ট্রাইব্যুনালে সাক্ষী দিতে যায়নি?

৫, আসলে কী জানেন, আজকে যারা ফাঁসি ফাঁসি করছে তাদের কেউই বয়স ও সুযোগ থাকা সত্তেও যুদ্ধে যায়নি। আপনারা বলুন শাহরিয়ার কবির কোন সেক্টরে যুদ্ধ করেছে? মুন্তাসির মামুনের বয়স তখন ২২, কেন সে যুদ্ধে যায়নি?

মন্তব্যঃ এই সত্যের জবাব কি কোন ম্যিথাবাদি দেবে???

বিষয়: বিবিধ

১১৬৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

293874
১৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৪২
লজিকাল ভাইছা লিখেছেন : এই প্রশ্ন গুলো আমার ও । এগুলোর জবাব একদিন দিতে হবে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File