হজ্জ সম্পর্কে মন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৩১:০০ রাত
এই মন্ত্রী হজ্জ সম্পর্কে কী বলেছে তা আপনারা সবাই শুনেছেন। অত বিশ্রী ও অসত্য কথা আমার পক্ষে আর রিপিট করা সম্ভব না। তাই আসি, আমি তথা আমরা যা বলতে চাই-
কালেমা, নামাজ, রোজা, হজ্জ ও যাকাত- এই ৫টি হলো ইসলামের মূল ভিত্তি। গ্রামের পড়ালেখা না জানা একজন মুসলিমও জানে এর কোন একটির উপর অবিশ্বাসও কোন ব্যক্তিকে ইসলামের গণ্ডির মধ্যে রাখে না অর্থাৎ সে আর মুসলিম থাকেনা। আবার কেউ মুসলিম হতে হলেও এগুলো যথাযথ মেনেই হতে হয়।
না এটি কোন ফতোয়া নয়, এটি অতি সরল ও সত্য ইসলাম ও মুসলিম বিশ্বাস।
এখন কেউ ইসলামের গণ্ডির মধ্যে থাকবে কি থাকবে না এটা একান্তই তার নিজস্ব ব্যাপার, কিন্তু কোন ক্রমেই ইসলামের উপর আঘাত সহ্য করার মত নয়।
আওয়ামিলীগ প্রধান নিজেও মাঝে মাঝেই হজ্জ করে থাকেন। ইনু ও মেননও এখন হজ্জে। কাজেই আওয়ামিলীগ নিজেই আঃ লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রমাণ করুক তারা ইসলাম বিদ্বেষী নয়। অন্যথা দলটিকে চরম মূল্য দিতে হবে পথে-ঘাটে, গ্রামে-গঞ্জে, পাড়ায়- মহল্লায়, শহরে, সর্বত্র- মানুষের বিশ্বাসে আঘাত করার কারণে।
আর তাই আওয়ামিলীগের প্রতিজন মুসলমানকে এব্যাপারটি পরিষ্কার করতে হবে তাদের নিজেদের প্রয়োজনেই।
বিষয়: বিবিধ
১০২৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বঘোষিত শয়তান!!
মন্তব্য করতে লগইন করুন