মুক্তিযোদ্ধা ডঃ জাফরুল্লাহ চৌধুরীর কয়েকটি প্রশ্নঃ সাঈদীর রায়কে কেউ ন্যায় বিচার বলতে পারবেনা

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২১ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:২১:৪৭ সন্ধ্যা



১, সাঈদী রাজাকার সেটা পিরোজপুরের কমান্ডার মুক্তিযোদ্ধা শাহজাহান উমর বীর প্রতীক সহ স্থানীয় কোন মুক্তিযোদ্ধাই বলছে না।

২, বলা হয়ে থাকে জাফর ইকবালের বাবাকে সাঈদী হত্যা করেছে, অথচ হুমায়ুন আহমদের মা এ ব্যাপারে বই লিখেছে সেখানে সাঈদীর নাম নেই। সাঈদী যদি খুন করে থাকে তাহলে কেন জাফর ইকবাল ও তার মা ট্রাইব্যুনালে সাক্ষী দিতে যায়নি?

৩, বলা হয়ে থাকে আব্দুল কাদের মোল্লা হল কসাই কাদের। তাহলে কী করে একজন কসাই কাদের শেখ মুজিবের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের একজন আবাসিক ছাত্র হয়।

৪, আব্দুল কাদের মোল্লা বলেছিল, সে নাহিদ ও মতিয়া চৌধুরীর সাথে ঐ সময়ে বাম রাজনীতি করতো, তাহলে কেন বিচারের আগে মতিয়া ও নাহিদ সেটা পরিষ্কার করলো না?

৫, আসলে কী জানেন, আজকে যারা ফাঁসি ফাঁসি করছে তাদের কেউই বয়স ও সুযোগ থাকা সত্তেও যুদ্ধে যায়নি। আপনারা বলুন শাহরিয়ার কবির কোন সেক্টরে যুদ্ধ করেছে? মুন্তাসির মামুনের বয়স তখন ২২, কেন সে যুদ্ধে যায়নি?

https://www.facebook.com/video.php?v=680102132085179&set=vb.100002561949476&type=2&theater

বিষয়: বিবিধ

১০৪০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267195
২১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
আবু ফারিহা লিখেছেন : একান্তই সত্য কথা লিখেছেন। ধন্যবাদ।
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:১১
211487
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : ধন্যবাদ ভাই পড়ার জন্য। আমাদের কেই সত্য প্রচারে অবিচল থাকতে হবে।
267212
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০৭
শেখের পোলা লিখেছেন : এরা পাক সেনাদের তৈল মর্দন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছিল৷
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:১২
211488
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : হাহাহাহা
ধন্যবাদ ভাই পড়ার জন্য। আমাদের কেই সত্য প্রচারে অবিচল থাকতে হবে।
267227
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই সত্যের জবাব কি কোন ম্যিথাবাদি দিবে???

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File