ইসরাইলী প্রোডাক্ট কী শুধুই ৭২৯ বার-কোড দিয়ে শুরু?
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০২ আগস্ট, ২০১৪, ০৫:৫৯:৩৯ বিকাল
৭২৯ বার-কোড ছাড়াও ইসরাইলী প্রোডাক্ট রয়েছে। যেমন ছবিতে দেওয়া কোকাকোলার স্ক্যান বার-কোড ৫০০ দিয়ে শুরু হবার পরও আমার মোবাইলে ডাউনলোড করা App দিয়ে খুব সহজেই বের করে ফেললাম যে এটি ইসরাইলী প্রোডাক্ট।
অনেক ইসরায়েলি পণ্য আন্তর্জাতিক franchising এর কারণে "729" বার কোড ব্যবহার করে না । সুতরাং আপনি কেনার আগে বার-কোড স্ক্যান নিশ্চিত করুন।
কিন্তু কীভাবে? আসুন তাহলে জেনে নেই।
১, আপনার স্মার্ট ফোন থেকে "Buycott"- "long live Palestine, Boycott Israel" App টি ডাউনলোড করুন।
App টি দেখতে এরকম-
ডাউনলোড করার পর এরকম দেখতে পাবেনঃ
২, আপনার ফোন সেট দ্বারা কোনো পণ্য এর বার-কোড স্ক্যান করুন এবং এটি আপনাকে বলে দিবে আপনাকে ওই প্রোডাক্ট ইসরাইলী হিসেবে পরিত্যাগ করতে হবে কিনা।
৩, সর্বশেষে App ওপেন করে বার কোডে টাচ করে যেকোন প্রোডাক্টের বার কোডের উপর ধরুন। যদি এটি ইসরাইলী হয় তাহলে প্রোডাক্ট বিবিরন সহ "YOU ARE AVOIDING THIS PRODUCT" লেখা আসবে। আর অ-ইসরাইলী হলে "NO PERSONAL CONFLICTS"
যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করছেন তারা লিংকে দেওয়া Appটি ব্যবহার করতে পারেন। যখনই আপনি কোন পণ্য কিনছেন কিন্তু নিশ্চিত হতে পারছেন না যে আপনি ইসরাইলের পণ্য কিনছেন কিনা, Appটি ব্যবহার করে পণ্যের গায়ে দেওয়া বারকোড স্ক্যান করে নিন; App আপনাকে বলে দেবে পণ্যটি ইসরাইলের কি-না।
https://play.google.com/store/apps/details?id=com.buycott.android (-সৌজন্যেঃ মুহাম্মাদ সলিমুল্লাহ ভাই)
স্মার্টফোন থেকে আপনিও করতে পারেন। ইসরাইলের বিরুদ্ধে এটিই আমাদের যুদ্ধ।
বিষয়: বিবিধ
৪৭৭২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার জন্য কয়েকটা হাতুড়িফুল উপহার
মন্তব্য করতে লগইন করুন