জান্নাত ও জাহান্নামীদের কথোপকথনঃ

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৫ জুলাই, ২০১৪, ০৮:১২:৩৯ রাত

সুরা আল আ'রাফঃ ৪৪-৫২

জান্নাতীরা দোযখীদেরকে ডেকে বলবেঃ আমাদের সাথে আমাদের প্রতিপালক যে ওয়াদা করেছিলেন, তা আমরা সত্য পেয়েছি? অতএব, তোমরাও কি তোমাদের প্রতিপালকের ওয়াদা সত্য পেয়েছ? তারা বলবেঃ হ্যাঁ। অতঃপর একজন ঘোষক উভয়ের মাঝখানে ঘোষণা করবেঃ আল্লাহর অভিসম্পাত জালেমদের উপর।

যারা আল্লাহর পথে বাধা দিত এবং তাতে বক্রতা অন্বেষণ করত। তারা পরকালের বিষয়েও অবিশ্বাসী ছিল।

উভয়ের মাঝখানে একটি প্রাচীর থাকবে এবং আ'রাফের উপরে অনেক লোক থাকবে। তারা প্রত্যেককে তার চিহ্ন দ্বারা চিনে নেবে। তারা জান্নাতীদেরকে ডেকে বলবেঃ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা তখনও জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু প্রবেশ করার ব্যাপারে আগ্রহী হবে।

(আ'রাফ হলো- জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটি জায়গা যেখান থেকে আ'রাফ বাসীরা জান্নাতি ও জাহান্নামীদের দেখতে পাবে। আল্লাহ পরিশেষে আ'রাফ বাসীদের ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন।)

যখন তাদের দৃষ্টি দোযখীদের উপর পড়বে, তখন বলবেঃ হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এ জালেমদের সাথী করো না।

আরাফবাসীরা যাদেরকে তাদের চিহ্ন দ্বারা চিনবে, তাদেরকে ডেকে বলবে তোমাদের দলবল ও ঔদ্ধত্য তোমাদের কোন কাজে আসেনি।

এরা কি তারাই; যাদের সম্পর্কে তোমরা কসম খেয়ে বলতে যে, আল্লাহ এদের প্রতি অনুগ্রহ করবেন না। প্রবেশ কর জান্নাতে। তোমাদের কোন আশঙ্কা নেই এবং তোমরা দুঃখিত হবে না।

দোযখীরা জান্নাতীদেরকে ডেকে বলবেঃ আমাদের উপর সামান্য পানি নিক্ষেপ কর অথবা আল্লাহ তোমাদেরকে যে রুযী দিয়েছেন, তা থেকেই কিছু দাও। তারা বলবেঃ আল্লাহ এই উভয় বস্তু কাফেরদের জন্যে নিষিদ্ধ করেছেন,

তারা স্বীয় ধর্মকে তামাশা ও খেলা বানিয়ে নিয়েছিল এবং পার্থিব জীবন তাদের কে ধোকায় ফেলে রেখেছিল। অতএব, আমি আজকে তাদেরকে ভুলে যাব; যেমন তারা এ দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল এবং যেমন তারা আয়াতসমূহকে অবিশ্বাস করত।

আমি তাদের কাছে গ্রন্থ পৌছিয়েছি, যা আমি স্বীয় জ্ঞানে বিস্তারিত বর্ণনা করেছি, যা পথপ্রদর্শক এবং মুমিনদের জন্যে রহমত।

বিষয়: বিবিধ

১১৫৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244937
১৫ জুলাই ২০১৪ রাত ০৮:২৯
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো লিখাটি
১৫ জুলাই ২০১৪ রাত ০৮:৫৬
190248
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : জাযাকাল্লাহ খাইর। আল্লাহ আমাদেরকে জান্নাত নসীব করুন।
১৫ জুলাই ২০১৪ রাত ০৮:৫৬
190249
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : জাযাকাল্লাহ খাইর। আল্লাহ আমাদেরকে জান্নাত নসীব করুন।
244949
১৫ জুলাই ২০১৪ রাত ০৮:৫৭
বাজলবী লিখেছেন : ভালো লাগলো।জাজাকাল্লাহ খায়ের।
১৫ জুলাই ২০১৪ রাত ০৯:১২
190252
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : জাযাকাল্লাহ খাইর, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File