ওরা ১১ জন
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০৫ জুন, ২০১৪, ১০:১১:০০ রাত
ওরা ১১ জন
ওরা বেসামাল
ওরা দুরন্ত- দুর্নিবার
ওরা লক্ষ্যপানে অটুট
কে থামায় ওদের !
ওরা ১১জন
লক্ষ্য ওদের ভাঙ্গা
ওরা ভাঙ্গতে জানে, গড়তে না
ওরা দামাল- ওরা বেসামাল
কে থামায় ওদের !
ওরা ১১ জন
আপাদ মস্তক কালো পোশাক
হাতে দামী অস্র, চোখে কালো গ্লাস
ওরা ধরে, ওরা জোরপূর্বক গাড়িতে তোলে, ওরা মারে
কে থামায় ওদের !
ওরা ১১ জন
ওরা পেটুয়া, ওরা পাচাটা
ওরা হন্তারক, ওরা খুনের সহকারি
ওরা হাসিনা, শামীম, হাজারী, নুরদের সহযোগী, চেতনার অংশীদার
কে থামায় ওদের !
ওরা ১১ জন
ওরা ভক্ষক, রক্ষক নয়
ওরা আইনের লোক- সীমালঙ্ঘন কারী
ওরা সবলের পাচাটা, দুর্বলের জম
কে থামায় ওদের !
ওরা ১১ জন
ওরা ডাকাত, ওরা সন্ত্রাসী
ওরা কোটিপতি, ফ্ল্যাটের মালিক
ওরা জনতার স্যার, জনতা ওদের স্যার নয়
কে থামায় ওদের !
আবার এসেছে ১৯৭৪
আবার এসেছে বাকশাল
আবার এসেছে রক্ষীবাহিনী
জয় বাংলা......
ছাত্রলীগ, যুবলীগ, দেশ বিরোধী আওয়ামিলীগ ও র্যাব সামলা......।।
বিষয়: বিবিধ
১০৫০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন