আর কত লাশ চাই ?

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০২ মে, ২০১৪, ০৪:৩১:৫৯ বিকাল



কোরবানীর মৌসুমে হাট থেকে ফেরা মানুষদের আমরা বলি,

ভাই কত হলো, কত দিয়ে কিনলেন গরু । কত দিয়ে কিনলেন আপনার কোরবানীর ছাগল, আমিও কিনেছি এক্তা.........টাকা, উৎসব আর উৎসব।

আর এখন ,

ভাই কতজন গুম হলো আজ?

তাঁরা কি ছাড়া পেয়েছে যারা কাল অপহৃত হয়েছিলেন?

হায় হায় ! আমার স্বামীকেও নিয়ে গেছে... আপনার সন্তান কি ফেরত এসেছে????

এ যেন গুমের উৎসব,

এ যে লাশের উৎসব।

কোন লাশ আপনার?

কোন লাশ আমার?

কত রকমের লাশ!

থেতলে দেওয়া, বিকৃত লাশ।

গায়ে ইট বাধা অচেনা লাশ।

নদির পানিতে লাশ, নদীর তীরে লাশ,

শিশুর লাশ, নারী ও পুরুষ যুবক কিংবা বৃদ্ধ।

এ যে লাশের জনপদ, মৃত্যুপুরী।

আর কত লাশ চাই?

বিষয়: বিবিধ

১৪৩৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216526
০২ মে ২০১৪ বিকাল ০৪:৪৭
আহ জীবন লিখেছেন : অনেক খেতাব পাওয়া হয়েছে উনার বাকি আছে লৌহমানবী।
০২ মে ২০১৪ রাত ০৯:০৩
164811
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : হুম, আপনি ঠিকই বলেছেন।
216534
০২ মে ২০১৪ বিকাল ০৫:০০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আমি আতঙ্কিত এই জনপদে। ভাবছি মরিতে পারিবো তো স্বাভাবিকভাবে নাকি মরিতে হৈবে গুম বা অপহরণে
০২ মে ২০১৪ রাত ০৯:০৪
164813
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : আতঙ্ক কেন ভাই মুক্তিযুদ্ধের দল (!) ক্ষমতায়, দেশ চেতনায় ভাসছে!!! গর্ব করবেন, গুম হবার চিন্তা কেন?
216537
০২ মে ২০১৪ বিকাল ০৫:০৮
নীল জোছনা লিখেছেন : দেশে মানুষ বাইরা গেছে তাই প্রকৃতিগতভাবেই কমছে। এতে বিচলিত হওয়ার কিছু নেই। শেখ হাসিনার সরকার আমাদের জন্য আশীর্বাদ
০২ মে ২০১৪ রাত ০৯:০৫
164815
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : জয় লেডি হিটলার হাসিনা
জয় মগের মুল্লুকের
216553
০২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
অনেক পথ বাকি লিখেছেন : এতে বিচলিত হওয়ার কিছু নেই। শেখ হাসিনার সরকার আমাদের জন্য আশীর্বাদ । ধন্যবাদ ।
০২ মে ২০১৪ রাত ০৯:০৬
164816
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : জয় গুম্প্রজাতমত্রী বাংলাদেশ সরকার।
216577
০২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
আঁধার কালো লিখেছেন : আপনার কাছ থেকে এমন পোষ্ট বেশী বেশী আশা করি । ধন্যবাদ ।
০২ মে ২০১৪ রাত ০৯:০৭
164817
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : ধন্যবাদ পড়ার ও উৎসাহিত করার জন্য।
216653
০২ মে ২০১৪ রাত ০৯:৩০
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
০২ মে ২০১৪ রাত ১১:২১
164866
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File