বিয়ে-সাদীতে রিসেশন (Recession) শুরু হয়ে গেছে

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০১ মে, ২০১৪, ১২:২৬:২৬ রাত



বিশেষ করে বাংলাদেশে ও বাংলাদেশীদের মধ্যে। যেটাকে আমি Marriage- recession মানে বিয়ে-মন্দা বলে থাকি।

কারণ ২টি:

১. সাধারণত মেয়ে ও বাবা-মা জামাই খোঁজে এ রকম ছেলে যার চরিত্র হযরত আলীর রাঃ মতো ও সম্পদ হলো বিলগেটসের মতো ; যা বাস্তবে কদাচিৎই দেখা যায়। এ ক্ষেত্রে মেয়েদের অরিজিনাল ভ্যালুর চেয়ে মুখে-মুখে ডিম্যান্ড নির্ভর ভ্যালু বেড়ে যাওয়ায় একটা সময় পরে মেয়েদের কে কেউ আর বিয়ের জন্য জিগায় না তার মানে যা হবার তাই। (যেহেতু আলীর রাঃ কথা বলছি ,সুতরাং তথাকথিত প্র্যাকটিসিং মুসলিম ফ্যামিলিকেই আমি বুঝাচ্ছি, তাহলে বুঝাই যায় বাকীদের কী অবস্থা)।

২. ছেলেরা প্রাধান্য দিয়ে থাকে মেয়েদের শরীরের দিকে মানে একটা সুন্দর দেহ চায় তারা, অন্য বিষয় গুলো পরে;এর কারণ হলো মিডিয়া,নাটক,ছিনেমা,রাস্তাঘাটে অহরহ নাতাশা-বাতাশা, অনামিকা-সোনালিকা দের দেখতে-দেখতে মন-মননশীলতা এক ধরনের স্বপ্নের মধ্যে সারাক্ষণ ঘুরে বেড়ায়। ফলে খুব সহজেই সেরকম না পাওয়ায় মেয়ের পর মেয়ে দেখা অতঃপর লেইট ম্যারিজ আর এর সাথে যোগ হয় মেয়ের বাবা-মার উপরোক্ত ১ নাম্বার ক্রাইটেরিয়া ফিলাপের বাজে চিন্তা।

তাই শুরু হয়ে গেল প্রেম,ডেটিং, লিভ-টুগেদার, বিরহ-বিচ্ছেদ, suicide......... তার মানে সুখ-শান্তিতে ভরপুর সেই বিয়ে টা আর হচ্ছে না.....আর হলেও শান্তির দেখাও মেলে না কারণ উভয়ের ফোকাস অন্য জায়গায় .......ইহাকেই বলা হয় Marriage-Recession.

বিষয়: বিবিধ

১২৫৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215677
০১ মে ২০১৪ রাত ১২:৪৪
গেরিলা লিখেছেন : ধন্যবাদ
215681
০১ মে ২০১৪ রাত ০১:০২
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
215697
০১ মে ২০১৪ রাত ০৩:০১
সাদাচোখে লিখেছেন : আপনার লিখা পড়ে আমার মনে হয়েছে - আপনি বুঝিবা অল্প কথায় চমৎকার ভাবে 'কারন' এড়িয়ে 'ফলাফল'টার বর্ননা দিলেন।

..ইহাকেই বলা হয় Marriage-Recession.। সুন্দর লিখেছেন।
০১ মে ২০১৪ রাত ১১:৩১
164426
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : ধন্যবাদ আপনাকে, আমাকে উৎসাহিত করার জন্য।
215734
০১ মে ২০১৪ রাত ০৪:৪১
পাহারা লিখেছেন : সুন্দর লিখছেন। আসলে ঝারা ওআজ করেন আমাদের দেশে তারা মানেননা দেশ কিভাবে টিক হবে।
০১ মে ২০১৪ রাত ১১:৩২
164427
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : হুম, আমাদেরকেই শুরুটা করতে হবে।
215771
০১ মে ২০১৪ সকাল ০৮:৫১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খুব ভালো লিখছেন, একমত আমিও। Rose Rose Good Luck Good Luck Rose Rose
০১ মে ২০১৪ রাত ১১:৩২
164428
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য।
215838
০১ মে ২০১৪ সকাল ১০:৫৭
মাটিরলাঠি লিখেছেন : একমত।

পাত্রপক্ষই বলুন আর পাত্রী পক্ষই বলুন, নিজে কতটুক তা চিন্তা করে না, কিন্তু অন্যপক্ষের হতে হবে ষোলআনা। প্র্যতেকে যদি নিজের যোগ্যতাটাকে ভিত্তি করে ছেলে বা মেয়ে খুজত তাহলে অনেক হ্যাপি কাপ্‌ল পাওয়া যেত।
০১ মে ২০১৪ রাত ১১:৩৩
164429
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : হুম ঠিকই বলেছেন আপনি।
216001
০১ মে ২০১৪ দুপুর ০২:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
216144
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : ধন্যবাদ আপনাকে, আমাকে উৎসাহিত করার জন্য। সাদাচোখে
216147
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : অনেক ধন্যবাদ সবাইকে ।
১০
216303
০১ মে ২০১৪ রাত ১১:২৭
হককথা লিখেছেন : ভালো লাগলো।
০১ মে ২০১৪ রাত ১১:২৮
164424
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : ধন্যবাদ আপনাকেও
১১
216744
০৩ মে ২০১৪ রাত ০৪:৫২
রেহনুমা বিনত আনিস লিখেছেন : অল্প কথায় মূল সমস্যা চিহ্নিত করেছেন, আপনাকে ধন্যবাদ সংক্ষিপ্ত হলেও সুচিন্তিত পোস্টটির জন্য Rose Rose
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
165944
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File