বিয়ে-সাদীতে রিসেশন (Recession) শুরু হয়ে গেছে
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০১ মে, ২০১৪, ১২:২৬:২৬ রাত
বিশেষ করে বাংলাদেশে ও বাংলাদেশীদের মধ্যে। যেটাকে আমি Marriage- recession মানে বিয়ে-মন্দা বলে থাকি।
কারণ ২টি:
১. সাধারণত মেয়ে ও বাবা-মা জামাই খোঁজে এ রকম ছেলে যার চরিত্র হযরত আলীর রাঃ মতো ও সম্পদ হলো বিলগেটসের মতো ; যা বাস্তবে কদাচিৎই দেখা যায়। এ ক্ষেত্রে মেয়েদের অরিজিনাল ভ্যালুর চেয়ে মুখে-মুখে ডিম্যান্ড নির্ভর ভ্যালু বেড়ে যাওয়ায় একটা সময় পরে মেয়েদের কে কেউ আর বিয়ের জন্য জিগায় না তার মানে যা হবার তাই। (যেহেতু আলীর রাঃ কথা বলছি ,সুতরাং তথাকথিত প্র্যাকটিসিং মুসলিম ফ্যামিলিকেই আমি বুঝাচ্ছি, তাহলে বুঝাই যায় বাকীদের কী অবস্থা)।
২. ছেলেরা প্রাধান্য দিয়ে থাকে মেয়েদের শরীরের দিকে মানে একটা সুন্দর দেহ চায় তারা, অন্য বিষয় গুলো পরে;এর কারণ হলো মিডিয়া,নাটক,ছিনেমা,রাস্তাঘাটে অহরহ নাতাশা-বাতাশা, অনামিকা-সোনালিকা দের দেখতে-দেখতে মন-মননশীলতা এক ধরনের স্বপ্নের মধ্যে সারাক্ষণ ঘুরে বেড়ায়। ফলে খুব সহজেই সেরকম না পাওয়ায় মেয়ের পর মেয়ে দেখা অতঃপর লেইট ম্যারিজ আর এর সাথে যোগ হয় মেয়ের বাবা-মার উপরোক্ত ১ নাম্বার ক্রাইটেরিয়া ফিলাপের বাজে চিন্তা।
তাই শুরু হয়ে গেল প্রেম,ডেটিং, লিভ-টুগেদার, বিরহ-বিচ্ছেদ, suicide......... তার মানে সুখ-শান্তিতে ভরপুর সেই বিয়ে টা আর হচ্ছে না.....আর হলেও শান্তির দেখাও মেলে না কারণ উভয়ের ফোকাস অন্য জায়গায় .......ইহাকেই বলা হয় Marriage-Recession.
বিষয়: বিবিধ
১২৫৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
..ইহাকেই বলা হয় Marriage-Recession.। সুন্দর লিখেছেন।
পাত্রপক্ষই বলুন আর পাত্রী পক্ষই বলুন, নিজে কতটুক তা চিন্তা করে না, কিন্তু অন্যপক্ষের হতে হবে ষোলআনা। প্র্যতেকে যদি নিজের যোগ্যতাটাকে ভিত্তি করে ছেলে বা মেয়ে খুজত তাহলে অনেক হ্যাপি কাপ্ল পাওয়া যেত।
মন্তব্য করতে লগইন করুন