শান্তিতে নোবেল পেলেন মালালা ও সত্যার্থী
লিখেছেন লিখেছেন আকরামস ১০ অক্টোবর, ২০১৪, ০৩:২৮:৩৯ দুপুর
২০১৪ সালে শান্তিতে যৌথভাবে নোবেল পেয়েছেন পাকিস্তান ও ভারতের দুই নাগরিক। পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলন কর্মী মালালা ইউসুফজাই ও ভারতের গান্ধীবাদী আন্দোলনের নেতা কৈলাশ সত্যার্থী এই পুরস্কারে ভূষিত হন।
নারী শিক্ষায় অবদান রাখার জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি যৌথভাবে এই দুজনের নাম ঘোষণা করে।
আর এই ঘোষণার মাধ্যমে বিশ্বের সর্বকনিষ্ট নোবেল পুরস্কার জয়ী হলেন মালালা।১৭ বছর বয়সে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন।
- See more at: http://www.risingbd.com/detailsnews.php?nssl=d6d124ffdb821cc19f989f2fa5a28ce7#sthash.ju2bMip3.dpuf
বিষয়: বিবিধ
৯৭০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আহ্, এইবারও ফসকাইয়া গেলো নুবেল প্রাইজটা।
এটাই সারকথা-
আগামীবার কে কে পেতে পারেন তারও হিসাব কষা যেতে পারে এখনই!!
চক্ষুষ্মান মানুষের কাছে এসব এখন আর কোন গোপনকথা নয়!!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন