ভন্ডের হজ্জ্ব!! আগে ইনুর জাসদের ২০ হাজার শহীদের আত্মার কাছে মাফ চাইতে হবে।

লিখেছেন লিখেছেন নানা ভাই ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৩৪:৩৪ রাত



পল্টিবাজ ইনু আর মেনন হজ্জ্বে গেছেন।

এই ইনু ১৯৭৩-১৯৭৫ সালে শেখ মুজিবের সময়ে জাসদের গনবাহিনী নামক কসাই বাহিনীর সেনাপতি আছিলেন।যার কারনে ঐ সময়ে প্রায় ২০ হাজার জাসদ কর্মী সরকারী বাহিনীর হাতে মারা যায়। আবার এই ইনুই রক্তের সেই খেলা খেলে এখন শেখ মুজিবের মেয়ে হাসিনার মন্ত্রীসভার তথ্যমন্ত্রী।

এখন আবার তিনি হজ্জ্বেও গেছেন।

সেই ২০ হাজার শহীদের আত্মাদের কাছে ইনু কি জবাব দেবেন? আর আল্লার দরবারেই বা কি বলবেন?

ছবিতে মেনন আর ইনু দুই পল্টিবাজরে এহরামের কাপড় পড়ে খেজুর খেতে দেখা যাচ্ছে!

ছবিঃ আমাদের সময়

বিষয়: রাজনীতি

১২৭৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269727
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৬
কাহাফ লিখেছেন :

কত রংগ জানে রে মন, কত রংগ জানেএএএএএএএএএএএএএএএ......!!!!!!
269735
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১৫
ইসলামী দুনিয়া লিখেছেন : আরো কত খেলা হবে। খেলা দেখতে থাকুন।
269745
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:২৫
মাজহার১৩ লিখেছেন : আল্লাহ তাঁদের হেদায়াত দান করুন, শুভ বুদ্ধির উদয় হোক যা দেখতো পাব মাহমুদুর রহমানের মুক্তি ও বন্ধ হয়ে যাওয়া গনমাধ্যমগুলো চালুর মাধ্যমে।
269797
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৩
েনেসাঁ লিখেছেন : কলেমার হাকিকত তিনটি। যথাঃ
১) মুখে বলা।
২) অন্তরে বিশ্বাস করা। ও
৩) তা কাজে পরিণত করা।
আমরা কতটুকু মুমিন মুসলমান হতে পেরেছি তা আমরা আমাদের নিজ নিজ বিবেকের কাছে প্রশ্ন করি।
এমন কোন শয়তানী কাজ নাই যা আমরা করি না, অথচ নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করি। মহান আল্লাহ্ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমীন
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২৮
213782
আহ জীবন লিখেছেন : আপনার কথা গুলো প্রতি মুহূর্তে নিজেকে স্মরণ করিয়ে দেওয়া উচিৎ প্রতিটি মুসলমানের।
269806
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৪
আদি মানব লিখেছেন : অবাক হইলাম, আল্লাহ কি তাদের হেদায়াত দান করছে?
269810
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩১
আহ জীবন লিখেছেন : মধ্যবর্তী নির্বাচন তো হাসিনা সরকার দিবেনা যে নির্বাচনী প্রচারনায় কাজে লাগাবে। কি জানিরে বাপু সরকারি টাকা কে কোন হালাল কাজে খাটায়।
269815
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪১
ইবনে আহমাদ লিখেছেন : দোয়া করুন। আল্লাহ যেন তাদেরকে হেদায়াত করেন।আমরাও সঠিক পথে যেন চলি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File