ভন্ডের হজ্জ্ব!! আগে ইনুর জাসদের ২০ হাজার শহীদের আত্মার কাছে মাফ চাইতে হবে।
লিখেছেন লিখেছেন নানা ভাই ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৩৪:৩৪ রাত
পল্টিবাজ ইনু আর মেনন হজ্জ্বে গেছেন।
এই ইনু ১৯৭৩-১৯৭৫ সালে শেখ মুজিবের সময়ে জাসদের গনবাহিনী নামক কসাই বাহিনীর সেনাপতি আছিলেন।যার কারনে ঐ সময়ে প্রায় ২০ হাজার জাসদ কর্মী সরকারী বাহিনীর হাতে মারা যায়। আবার এই ইনুই রক্তের সেই খেলা খেলে এখন শেখ মুজিবের মেয়ে হাসিনার মন্ত্রীসভার তথ্যমন্ত্রী।
এখন আবার তিনি হজ্জ্বেও গেছেন।
সেই ২০ হাজার শহীদের আত্মাদের কাছে ইনু কি জবাব দেবেন? আর আল্লার দরবারেই বা কি বলবেন?
ছবিতে মেনন আর ইনু দুই পল্টিবাজরে এহরামের কাপড় পড়ে খেজুর খেতে দেখা যাচ্ছে!
ছবিঃ আমাদের সময়
বিষয়: রাজনীতি
১২৭৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কত রংগ জানে রে মন, কত রংগ জানেএএএএএএএএএএএএএএএ......!!!!!!
১) মুখে বলা।
২) অন্তরে বিশ্বাস করা। ও
৩) তা কাজে পরিণত করা।
আমরা কতটুকু মুমিন মুসলমান হতে পেরেছি তা আমরা আমাদের নিজ নিজ বিবেকের কাছে প্রশ্ন করি।
এমন কোন শয়তানী কাজ নাই যা আমরা করি না, অথচ নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করি। মহান আল্লাহ্ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমীন
মন্তব্য করতে লগইন করুন