তালপট্টিতে ১০০ ট্রিলিয়ন গ্যাস মজুত : ভারতীয় গণমাধ্যম; আর শেখ হাসিনা আর তার চামচারা ক্য়: তালপট্টি পানির নীচে ঃ দ্যাশের মানুষরে মফিজ মনে করার দিন আর নাই
লিখেছেন লিখেছেন নানা ভাই ১৫ জুলাই, ২০১৪, ১২:৩৭:৩৭ রাত
ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলায় আন্তর্জাতিক আদালতের রায়ে বাংলাদেশের বিজয় হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে ভারতের গণমাধ্যমের দাবি, আসলে এ মামলার রায়ে ভারতের কৌশলগত বিজয় হয়েছে। ভারতের পাওয়া ৬ হাজার বর্গকিলোমিটারের মধ্যেই পড়েছে দক্ষিণ তালপট্টি, যেখানে মজুত রয়েছে ১০০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। কিন্তু বাংলাদেশের পাওয়া অংশে কী পরিমাণ খনিজ সম্পদ রয়েছে তা নিয়ে এখনো কিছুই জানা যায়নি। সম্প্রতি নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালত ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলায় মোট ২৫ হাজার ৬০২ বর্গ কিলোমিটার সমুদ্রসীমার মধ্যে রায়ে বাংলাদেশ পেয়েছে ১৯ হাজার ৪৬৭ বর্গ কিলোমিটার এলাকার অধিকার। ভারত পেয়েছে ৬ হাজার ১৩৫ বর্গ কিলোমিটার। সমুদ্রসীমার রায়ে উভয় দেশ সন্তুষ্টি প্রকাশ করেছে। এ রায়ে বাংলাদেশের বিজয় হয়েছে বলে দাবি করে আসছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই দাবি করছেন ক্ষমতাসীন দলের সকল পর্যায়ের নেতা-কর্মীরা। এদিকে সমুদ্রসীমার রায়ের পর ভারতের গণমাধ্যমগুলো বিষয়টি নিয়ে তেমন কোনো তৎপরতা না দেখালেও এখন মুখ খুলতে শুরু করেছে। তারা যথারীতি ব্যাপক বিশ্লেষণ করেছে সমুদ্রসীমা রায় নিয়ে। ভারতীয় অনলাইন ভিত্তিক পত্রিকা ফার্স্ট পোস্ট ডটকম প্রথমবারের মতো সমুদ্র রায় নিয়ে ব্যাপক গবেষণা চালায় এবং রায়ের প্রতিফলন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে। এ ছাড়া, সমুদ্র সীমা নিয়ে আন্তর্জাতিক আদালতের রায়কে ভারতীয় জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি ভারতের পরাজয় হিসেবে দেখছে না। বরং তাদের ভাষায়, এই রায়ে ভারতের কৌশলগত বিজয় হয়েছে। রায়ের বিষয়ে ফাস্ট পোস্টের পরামর্শক এডিটর এবং কৌশলগত বিশ্লেষক রাজিব শর্মা বলেন, রায়ে দীর্ঘ দিনের একটি ইস্যুতে ভারতের পক্ষে একটি সমাধান করা সম্ভব হলো। রায়ের ফলে নিউ মুর আইল্যান্ডে ভারতের আসল স্বত্ত্বাধিকারের বিষয়টি আন্তর্জাতিক আদালত বুঝেই এই রায় দিয়েছেন। এই রায়ের ফলে হাড়িয়াভাঙ্গা নদীতে ভারতে প্রবেশাধিকারও নিশ্চিত করা হয়েছে।
Click this link
বিষয়: বিবিধ
১৩৮৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ট্রিলিয়ন, ট্রিলিয়ন গ্যাস পৃথিবীর সমুদ্র জুরেই। তো?
মন্তব্য করতে লগইন করুন