তালপট্টি কোথায় আছে খুঁজে বের করুক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
লিখেছেন লিখেছেন নানা ভাই ১১ জুলাই, ২০১৪, ০২:৩২:২০ দুপুর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমুদ্রে তালপট্টি দ্বীপের কোনো অস্বিত্ব নেই। ‘বিএনপির এক নেতা বলেছেন আমরা তালপট্টি পাইনি। তাঁকে উচিত বঙ্গোপসাগরে পাঠিয়ে দেওয়া। তালপট্টি কোথায় আছে খুঁজে বের করুক।’ তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে যদি জয়ী না হতাম তাহলে ভারতের কাছ থেকে সমুদ্রসীমা আনতে পারতাম কি না সন্দেহ। প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, আসলেই তো বাস্তবে তালপট্টি নাই। কারন ওটা এখন পূর্বাশা বা নিউ মূর আইল্যান্ড, আর তা এখন ভারতের! সুতরাং প্রধানমন্ত্রী যেটা বলেছেন তা এক প্রকার ঠিকই বলেছেন! বিএনপি পারলে তালপট্টি দ্বীপ খু্ঁজে বের করুক।
এখানে Click this link
বিষয়: রাজনীতি
১৩৭০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন