ফরমালিনঃ লাগে এক ব্যারেল আমদানী বাইশ ব্যারেল!...এইগুলারে ফায়ারিং স্কোয়ার্ডে দেয়া হউক!!!
লিখেছেন লিখেছেন নানা ভাই ০৮ জুন, ২০১৪, ০৫:৩৭:১৯ বিকাল
বাংলাদেশে বিভিন্ন প্রকার গবেষণা, হাসপাতাল, যাদুঘর ও ওষুধ শিল্প কারখানা মিলে বছরে এক ব্যারেল লাগে এক ব্যারেল আমদানী বাইশ ব্যারেল! হলেই চলে। কিন্তু দেখা যায়, দেশে প্রতিবছর ফরমালিন আমদানী করা হয় কমপক্ষে বাইশ ব্যারেল।
এই ২১ ব্যারেল ফরমালিন কি কাজে লাগে তা সঠিকভাবে বলতে পারেন না কেউ। অন্যদিকে, পুলিশের দাবি এই পরিমাণ ফরমালিন অবৈধভাবে খাদ্যদ্রব্যে মেশানো হচ্ছে। এ কারণে ফরমালিন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট অনেকেই।
রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে কমিশনার বেনজির আহমদ এ অভিযোগ করে আরো বলেন, ‘খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করা মানুষ হত্যার শামিল। যারা এ কাজ করছে তাদের ধরে আইনের আওতায় আনা হবে। হত্যা মামলা দায়ের করা হবে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাৎ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘একজন পূর্ণ বয়স্ক মানুষ ০.০৩ থেকে ০.১৫ পিপিএম পর্যন্ত ফরমালিন গ্রহন করতে পারেন। কিন্তু সেখানে আমাদের দেশে খাদ্যদ্রব্যে ফরমালিন মেশানো হয় ৩.৫০ থেকে ৪৬.০০ পিপিএম পর্যন্ত। এত বেশি ফরমালিনযুক্ত খাদ্যদ্রব্য যাতে রাজধানীতে প্রবেশ করতে না পারে সেজন্য রাজধানীর আটটি পয়েন্টে চেকপোস্টের মাধ্যমে পরীক্ষা করার ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এর আগে বাজারের দোকানগুলোতে অভিযান চালানোর সময় ব্যবসায়ীরা বলেছিলেন, ‘স্যার আমরা ফরমালিন মেশাই না। এগুলো করে পাইকারী বিক্রেতারা। এ কারণে চেকপোস্ট বসানো হচ্ছে। এতে যদি দেখা যায় বাইরে থেকে ফরমালিন মেশানো হয় না। তবে রাজধানীর ভেতরের দোকানগুলোতে আবার অভিযান পরিচালনা করা হবে। ফরমালিন পাওয়া গেলে ধরে ধরে বিচারের আওতায় আনা হবে।’
বেনজির আহমদ বলেন, বিদেশ থেকে ফল আমদানীর ক্ষেত্রে সী পোর্ট ও ইমিগ্রেশনে মেশিন বসানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
সবশেষে তিনি বলেন, দেশে অধিক পরিমাণ ফরমালিন আর যাতে প্রবেশ করতে না পারে সেজন্য ফরমালিন নিয়ন্ত্রণ আইন করতে সরকারের কাছে অনুরোধ করা হয়েছে।
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এসব বেনজীর ফেনজীর দিয়ে হবে না । ম্যাজিস্ট্রেট রোকনুদ্দৌলাকে লাগবে , তার সময়ে সে ভালই দৌড়ের উপ্রে রাখছিল ফরমালিনবাজদের ।
এসব ফরমালিন ওয়ালাদের ২৪ ঘন্টা ফরমালিনে চুবানো হোক ।
আপনার সামনে যখন আপনার সন্তান ফরমালিনের কারণে পংগুত্ব বরণ করতে থাকবে, তখন কি করবেন??????????
ডেইলি ডাক্তারি চেকাপ করানো হোক। তবে ওষুধ খাওয়ান চলবে না।
মন্তব্য করতে লগইন করুন